প্রধান উপদেষ্টাকে জাতীয় বৈঠকের আহ্বান এবি পার্টির চেয়ারম্যানের


March 2025/Mujibur Rahman.jpg
মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু

চলমান সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জাতীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু।

সোমবার (২৪ মার্চ) দুপুরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
 
এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের গ্রেফতার প্রসঙ্গে দলটির চেয়ারম্যান বলেন, ‘৫ আগস্টের সময়ের একটি ভিডিওকে সামনে এনে বিভ্রান্ত করা হচ্ছে। এটি কোনো সাম্প্রতিক ভিডিও নয়।’

শেখ হাসিনার নির্দেশেই এ ধরণের উস্কানিমূলক গুজব প্রচার করা হয় বলেও মন্তব্য করেন তিনি।
  
‘সেনা প্রধানের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে যা কথা হয় তা ব্যক্তিগত আলাপ, সেসব জনগণের সামনে এনে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে তার সমাধানের দায়িত্ব এ সরকারের।’
 
এছাড়া এনসিপির দুই মুখ্য সংগঠকের ফেসবুক পোস্ট করার ক্ষেত্রে আরও কৌশলি হওয়ার কথা বলেন মজিবুর রহমান। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×