হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোয় ‘ধন্যবাদ’ তাপসের


1733735495-0b2ecc7b342c8ea040a7fe1f2a16122b.jpg

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক ভ্যানচালককে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে গান বাংলার কর্ণধর কৌশিক হোসেন তাপস। আজ বুধবার (৭ মে) সকালে চীফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াকের আদলত আসামিকে রাজধানী ঢাকার গুলশান থানার মামলায় গ্রফতারের আদেশ দেন।  

মামলার অভিযোগের নথি পর্যলোচনা করে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের চলাকালীন সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলন করছিল বৈষম্যবিরোধীরা। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ওপর গুলি চালায়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন।

এই হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা বলেন, ‘মামলায় কয়েকজনকে গ্রফতার করা হয়েছে। তদন্তে কৌশিক হোসেন তাপসের নাম এসেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে গ্রেফতার দেখানোর প্রার্থনা করছি। গ্রেফতার দেখানো হলে তাকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য পাওয়া যাবে।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘জুলাই আগস্টের সময় গুলশানের এক ভ্যানচালককে হাসপাতালে চিকিৎসা দিতে না দেওয়া ও পরে পায়ে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ তাপসের বিরুদ্ধে।’

শুনানি শেষে বিচারক তাপসকে গ্রেফতার দেখানোর আদেশ দেওয়ার পর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা তাপস ‘বিরক্তির সুরে তিনবার বলেন, ধন্যবাদ’। 

এ মামলায় তাপস সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এবং তার সরকারের সংশ্লিষ্ট ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় হত্যা মামলা করেন ভ্যানচালক জব্বার আলী হাওলাদার।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×