
দীর্ঘ প্রায় দেড় দশকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জায়মা রহমান এবং কিছু গুরুত্বপূর্ণ দলের নেতা-কর্মী।
বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান। ভিআইডি লাউঞ্জে তারেক রহমানের শাশুড়ি উপস্থিত ছিলেন এবং দীর্ঘদিন পর জামাইকে পাশে পেয়ে আপ্লুত হন। তিনি ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানিয়ে কন্যা জায়মা রহমানের সঙ্গে হাসি-মজায় মেতে ওঠেন।
এর আগে সকাল ৯টা ৫৮ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমানের ফ্লাইটটি। সেখান থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন বেলা ১১টা ১০ মিনিটে। বুধবার সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে করে সপরিবারে ঢাকার পথে রওনা দেন তিনি।
ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তিনি দেশের আকাশে ফিরে আসার অনুভূতি প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন, যেখানে উল্লেখ করেন, দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।
বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে কোলাকুলি করে তিনি দেশের মাটিতে ফেরার আনন্দ ভাগাভাগি করেন।