
নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আশঙ্কা প্রকাশ করেছেন, এ ধারা অব্যাহত থাকলে নির্বাচন আগের তিনটির মতো বিতর্কিত পথে এগোতে পারে।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, “গতকালও (শুক্রবার) আমরা আমাদের শঙ্কা প্রকাশ করেছি। নির্বাচন কমিশনের এক-পাক্ষিক বা বিশেষ কোনো গোষ্ঠীর প্রতি বিশেষ আচরণের ফলে আমরা এই নির্বাচনটিও বিগত ৩ নির্বাচনের দিকে চলে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছি।”
এ সময় দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করে দিয়ে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি কোনোভাবেই দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নিতে দেবে না। তার ভাষায়, “আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেবো না। যদি নির্বাচন কমিশন কমিশন কোনোভাবে তাদের বৈধতা দেয়ার চেষ্টা করে, তাহলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে লড়াই করবো। কিন্তু কোনো ঋণখেলাপি-দ্বৈত নাগরিকদের আমরা নির্বাচন করতে দেবো না।”
এনসিপির এই বক্তব্যকে কেন্দ্র করে আসন্ন নির্বাচন ঘিরে কমিশনের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।