দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০১:৫৩ পিএম, ১৬ জুন ২০২৪
দুবাইয়ে বাংলাদেশিদের জন্য ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ। সোমবার (১৭ জুন) আরব আমিরাত, কাতার ও ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে সংগঠনটি।
এ উপলক্ষে মঙ্গলবার (১১ জুন) সারজা হুদাইবিয়া রেস্টুরেন্ট হলরুমে ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ করিম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবতার ফেরিওয়ালা মোঃ ওসমান গনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শারজার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফয়সাল আহমেদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দুবাই আল আবিরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাসের উদ্দিন বাবর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, মোহাম্মদ ফয়েজ, মোহাম্মদ জসিম প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আহ্বায়ক মোঃ শফিউল আলম, সদস্য সচিব এস এম আব্দুল মাবুদ, সদস্য কামাল উদ্দিন, সৈয়দ মোহাম্মদ আজিম উদ্দিন, মোঃ মুরাদ, ইকবাল করিম, তৌহিদুল ইসলাম, নুরুল আজম, মোঃ ইকবাল,মোঃ সেলিমসহ অনেকে।
এসময় আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আহ্বায়ক মোঃ শফিউল আলম, সদস্য সচিব এস এম আব্দুল মাবুদ, সদস্য কামাল উদ্দিন, সৈয়দ মোহাম্মদ আজিম উদ্দিন, মোঃ মুরাদ, ইকবাল করিম, তৌহিদুল ইসলাম, নুরুল আজম, মোঃ ইকবাল,মোঃ সেলিমসহ অনেকে।
আয়োজকরা বলছেন, ব্যস্ত জীবনে প্রবাসীদের আনন্দ বিনোদনে তেমন একটা সুযোগ হয়ে উঠে না। তাছাড়া প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মরাও বঞ্চিত হচ্ছে খেলাধুলা সহ নানারকম বিনোদন বাংলা সংস্কৃতি থেকে। প্রবাসী এবং তাদের পরিবার-পরিজনদের আনন্দ বিনোদনের কথা চিন্তা করে এই ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন।
তাছাড়া তিনদেশের প্রবাসী বাংলাদেশিদের এ মিলনমেলা কিছু সময়ের জন্য মরুর বুকে লাল সুবজের এক টুকরো বাংলাদেশে পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা।
তাছাড়া তিনদেশের প্রবাসী বাংলাদেশিদের এ মিলনমেলা কিছু সময়ের জন্য মরুর বুকে লাল সুবজের এক টুকরো বাংলাদেশে পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা।