ইতালিতে যুবদলের দোয়া মাহফিল

  • প্রকাশঃ ০২:২৪ পিএম, ২৪ জুন ২০২৪

News Defalt/d2cef4e4-f320-4ce2-939c-b12bb6e19afb.jpg

ইসমাইল হোসেন স্বপন, ইতালি : ইতালিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

Your Image

শনিবার ( ২২ জুন) ইতালির ভিচেন্সা যুবদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকির হোসেন গণি ( সভাপতি, ইতালি যুবদল), প্রধান বক্তা, ওমর ফারুক (সাধারণ সম্পাদক, ইতালি যুবদল)।

অনুষ্ঠানে ইতালির ভিচেন্সা যুবদলের সভাপতি মাঈন উদ্দিন প্রিন্সের সভাপতিত্বে যৌথ সঞ্চলনা করেন একই সংগঠনের ভিচেন্সার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সহসভাপতি আবু সায়েম।

আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে কোরআন তেলাওয়াত জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্যে দিয়ে সভা পরিচালনার কার্যক্রম শুরু করেন।  আব্দুল কাইয়ুম কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য রাখেন সাবেক সফল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান সাহেব এবং ইতালি বিএনপি'র সুযোগ্য নেতৃত্ব কর্মী গড়ার কারিগর প্রাণপুরুষ ইতালি বিএনপি'র সম্মানিত বিপ্লবী সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন সূচনাতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফরহাদ হোসেন সিনিয়র সহসভাপতি ভিছেন্সা যুবদল।

এতে প্রধান অতিথি ও প্রধান বক্তার গুরুত্বপূর্ণ বক্তব্যের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম মান্না উপদেষ্টা সদস্য, ভিছেন্সা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শিকদার মোহাম্মদ কায়েস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাত্তার, সহ-সভাপতি জাকির হোসেন, ওবায়দুল্লাহ জাকির সম্মানিত প্রথম সদস্য ভিছেন্সা যুবদল, মামুন খান সাবেক ছাত্রনেতা, পলাশ হাওলাদার বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি ব্যক্তিত্ব সমাজসেবক, জেনোবা থেকে আগত যুবনেতা রিমন, পাদোভা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী মোহাম্মদ আরিফ, সাইফুল ইসলাম জুয়েল- সহ-সভাপতি ভিছেন্সা যুবদল, প্রমুখ নেতৃবৃন্দ।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইমরান খান প্রধান উপদেষ্টা ভিছেন্সা যুবদল, সদস্য ভিছেন্সা বিএনপি। 

যুবদলের এই দোয়া ও আলোচনা সভায় ভিছেন্সা প্রবিন্সের বিভিন্ন কমিউনি থেকে দলে দলে লোকজন অংশগ্রহণ করেন উত্তরাঞ্চল থিয়েনে ও এসকিউ থেকে কাজী সাত্তার, সাইফুল ইসলাম জুয়েল মোহাম্মদ আরিফ এডভোকেট মনিরুজ্জামান ও জাহিদুল ইসলাম মিল্টন এর নেতৃত্বে ১১ টি গাড়ি বহরে প্রায় ৫৫ জন লোক নিয়ে সভায় উপস্থিত হন, আলতে অআরজিনিয়ানো, লুনিগো, মালো, ভিছেন্সা দলে দলে নেতাকর্মীরা উপস্থিত হয়ে তা জনসমুদ্রে পরিণত হয়।

এ সময় শহীদ জিয়ার আদর্শের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এডভোকেট মনিরুজ্জামান, জাফর আহমেদ, ওবায়দুল্লাহ জাকির, শিবলী সাদিক, মারুফ, রহমান জিয়া, পারভেজ আহমেদ মোঃ মিলন, শরীফ আহমেদ, মীর ইসমাইল, মাসুদ চৌধুরী, পলাশ হাওলাদার, পাদোবা বিএনপি'র সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক কামাল আকন্দ, যুবদল সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, মোহাম্মদ রিপন, জাহিদ হোসেন, আনিসুর রহমান সহ প্রমুখ শহীদ জিয়ার আদর্শের সৈনিকগণ।

যুবদল আয়োজিত এই দোয়া মাহফিলে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ  সকল নেতাকর্মীদের  সুস্থতা কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়। এবং যুবদল সভাপতি মঈন উদ্দিন প্রিন্স এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয় অনুষ্ঠান শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×