ইতালিতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু


News Defalt/InShot_20241224_205554543.jpg
ইতালি : ইতালিতে চিকিৎসাধীন অবস্থায় হেলাল উদ্দিন নামে এক  প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে ইতালির ভিচেন্সা শহরে একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার দেশের বাড়ি ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরায়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে ইতালিতে স্বপরিবারে বসবাস করছিলেন। মৃত্যুকালে স্ত্রী, সন্তান, নাতীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার ও ভিচেন্সায় বাংলা কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা গেছে, আগামী শনিবার জানাজা শেষে তার লাশ বাংলাদেশে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×