বাংলাদেশি ‘ক্রীড়াবিদদের’ মালয়েশিয়া প্রবেশে কড়াকড়ি


Jan 2025/Shaban.jpg
দাতুক জাকারিয়া শাবান

বাংলাদেশি ক্রীড়াবিদরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের অজুহাতে মালয়েশিয়ায় এসে দীর্ঘ মেয়াদী কাজ করার সন্ধান পেয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এর ফলে, এখন থেকে বাংলাদেশি ক্রীড়াবিদদের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মালয়েশিয়ার প্রবেশের অনুমতি দেবে না দেশটির ইমিগ্রেশন বিভাগ।

রোববার (১২ জানুয়ারি) স্থানীয় সংবাদ মাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 
দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশি ক্রীড়াবিদদের মালয়েশিয়ায় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের অজুহাতে আনা হলেও পরবর্তী তারা দেশ ফেরত না গিয়ে এখানে দীর্ঘ মেয়াদী কাজ খোঁজার চেষ্টা করছেন। যার ফলে, এখন থেকে বাংলাদেশি ক্রীড়াবিদদের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া দেশটিতে প্রবেশের অনুমতি দেবে না মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।’
 
গত বছরের অক্টোবরে এই চক্রটি ২১-৩৩ বছর বয়সি ১৮ জন ক্রীড়াবিদ নিয়ে এসেছিল। পরে, তাদের কুয়ালালামপুরের মালুরিতে অভিযান চালিয়ে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণপত্র জব্দ করা হয়।
  
প্রতিবেদনে আরও বলা হয়, ‘অভিবাসন বিভাগ সিন্ডিকেট চক্রের সন্দেহভাজন আরও তিনজন বাংলাদেশিকেও গ্রেফতার করেছে, সেসময় তাদের কাছ থেকে ২ হাজার থেকে ৫ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়।
 
তাদের গ্রেফতারের দুই দিন পর বিভাগটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে আরও ২০ জন বাংলাদেশিকে আনার আরেকটি চেষ্টা বন্ধ করে দিয়ে তাদের নোট-টু-ল্যান্ড নোটিশ জারি করার মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়া হয়।
 
২০২৩ সালের ১৫ জানুয়ারি ২৩ জন বাংলাদেশি নাগরিক একই পদ্ধতিতে মালয়েশিয়ায় ঢুকেছে, যেটি কথিতভাবে একটি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
  
তদন্তে আরও দেখা গেছে, বাংলাদেশি ক্রীড়াবিদরা মালয়েশিয়ায় বৈধকরণ প্রক্রিয়া ‘রিক্যালিব্রেশন ২.০’ প্রোগ্রামের জন্য নাম নিবন্ধন করেছিল, যদিও তাদের আবেদনগুলো প্রত্যাখ্যান করেছে অভিবাসন বিভাগ।
 
বিভাগটি আরও জানায়, এই ধরনের প্রচেষ্টা বন্ধ করতে অভিবাসন বিভাগ বাংলাদেশ থেকে আসা ক্রীড়াবিদদের জন্য পরীক্ষা-নিরীক্ষা আরও কঠোর করবে। ইভেন্টগুলোর জন্য যেসব নথিপত্র দেয়া হয়, সেগুলো বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করে পরীক্ষা করা হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×