ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- প্রকাশঃ ০৮:০০ পিএম, ১৮ জানুয়ারী ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) ফরওয়ানিয়া সেফ নওশাল রেস্টুরেন্টে এ সম্মেলন হয়।
নুরুল আমিন ও গোলাম সারওয়ার সিরাজীর সঞ্চালনায় সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমদ।
সম্মেলনে বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২০২৬ সেশনের জন্য সভাপতি পদে আব্দুল্লাহ আল হারুন ও সেক্রেটারি আব্দুর রহমান জামীসহ ৩৫ জন বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করে তাদের শপথ পড়ান সংগঠনের প্রধান উপদেষ্টা আইয়ুব।
ইউনুছ আহমদ বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি গতিশীল ও ন্যায়নীতির সংগঠন।’
এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে কুয়েত শাখার নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান ইউনুছ আহমদ।