আমেরিকান অ্যাসোসিয়েশন বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস নিউইয়র্কের শপথ ও সাংস্কৃতিক পরিবেশনা

  • প্রকাশঃ ০৪:০৩ পিএম, ২৮ জানুয়ারী ২০২৫

Jan 2025/Ameri Engineers.jpg

নিউইয়র্কে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস (আবেয়া) নিউইয়র্ক চ্যাপ্টারের নতুন কমিটির শপথ, ইয়াং স্টার সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জ্যামাইকার আল আকসা পার্টি হলে শনিবার (২৫ জানুয়ারি) এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিরা স্বপরিবারে অংশ নেন।

সংগঠনের সাবেক সভাপতি এসকে আমজাদ হোসাইনের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি শামসুল সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি শামীম এ জুয়েল। সংগঠনের বার্ষিক রিপোর্ট পেশ করেন বিদায়ী সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম রিংকন। আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার নুরুল হক। সভায় সংগঠনের সভাপতি মোহাম্মদ সাজেদুল মোনায়েম খান শরীফ বক্তব্য দেন।

অনুষ্ঠানে ইয়াং স্টার, অতিথিসহ অন্যতম স্পন্সর ইঞ্জিনিয়ার মাহফুজুল হককে সম্মাননা দেয়া হয়। সংগঠনে অনন্য অবদান রাখার জন্য বিশেষভাবে স্মরণ করা হয় প্রয়াত সভাপতি সুফিয়ান খন্দকার, নূরুল হক ও আব্দুল মোমেনকে।

অনুষ্ঠানে সংগঠনের নতুন নির্বাচিত কর্মকর্তরা। তাদের শপথ পাঠ করান সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মাহমুদুজ্জামান। শপথ নেন নতুন সভাপতি মো. আমিনুল ইসলাম রিংকন, সাধারণ সম্পাদক মো এ মামুন, ট্রেজারার নুরুল হক, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক প্রবীর কে বিশ্বাস, নির্বাহী সদস্য কাজী নাফিসা আঞ্জুম, মোহাম্মদ পি রেজা ও শিরাদ মিয়া।

অনুষ্ঠানে মো. আমিনুল ইসলাম রিংকন বলেন, ‘প্রাচীন এ সংগঠনটি ঐহিত্য অক্ষুন্ন রেখে সার্বিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’

এ ধারা অব্যাহত রাখাসহ সৃষ্টিশীল কর্মকান্ডে নবীনদের অংশগ্রহণসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে নতুন প্রজন্মের দিহানা মানার নৃত্য, সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রোখসানা মির্জা, কৃষ্ণা তিথি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×