ওয়াশিংটনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই ফোরামের পিঠা উৎসব ও বার্ষিক সাধারণ সভা

  • প্রকাশঃ ০৪:৫৩ পিএম, ২৯ জানুয়ারী ২০২৫

Jan 2025/CUAFI.jpg

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি মেট্রো এলাকায় বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের নিয়ে গঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই ফোরামের (চুয়াফি) পিঠা উৎসব ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) ম্যাসন ডিস্ট্রিক্ট গভর্মেন্ট সেন্টারের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সংগঠনের সভাপতি মাহসাদুল আলম রূপম শীতকালীন পিঠা উৎসবের উদ্বোধন ঘোষণা ও সাধারণ সম্পাদক সোহানা সোনালী সিদ্দিককে অনুষ্ঠান শুরু ও পরিচালনার জন্য আহ্বান জানান।

বাংলাদেশ ও যুক্তরাষ্টের জাতীয় সংগীত দিয়ে সূচনায় করা হয় উৎসব। নতুন সদস্যদের পরিচয়, কার্যকরী পরিষদ ও উপদেষ্টা পরিষদের বরণ পর্ব পরিচালনা করেন মাহসাদুল আলম রূপম ও সোহানা সোনালী সিদ্দিক।

সভায় বছরের আয়-ব্যয়সংক্রান্ত আর্থিক বিবৃতি দেন অর্থ সম্পাদক ইস্কাত আলম তিশা। সহযোগিতায় ছিলেন সহসাধারণ সম্পাদক আক্তার হোসেন জাভেদ ও নির্বাহী সদস্য মো. বদরুল আলম ভূঁইয়া। সংগঠনের সাংস্কৃতিকবিষয়ক কার্যক্রমের ওপর বিবরণী দেন সাংস্কৃতিক সম্পাদক মিলড্রেড থমাস গনসালভেস। সংগঠনের সার্বিক পরিকল্পনা ও কার্যক্রমের ওপর বিবরণী দেন সোহানা সোনালী সিদ্দিক। এ ছাড়া. সরোজ বড়ুয়াকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট চুয়াফির বই-লজ সংশোধনী পর্যালোচনা কমিটি গঠন করা হয়। এ বিষয়ে সহসভাপতি কানিজ জাফরিন বই-লজ সংশোধনী পর্যালোচনাপ্রক্রিয়া-সংক্রান্ত বিষয় সব সদস্যের উদ্দেশে আলোচনা পরিচালনা করেন। সহযোগিতায় ছিলেন সহসাধারণ সম্পাদক আক্তার হোসেন জাভেদ ও নির্বাহী সদস্য সামছুল আনোয়ার জামাল।

উৎসবের সাংস্কৃতিক পর্বে ছিল চুয়াফির সদস্যদের কোরাস গান পরিবেশনা। একক গান করেন কুলসুম আলম, মাহদীয়া ঈশাল, সীমরিন বড়ুয়া। নৃত্য পরিবেশন করে সাবরিনা আলম। কবিতা আবৃত্তি করেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান খান।

অনুষ্ঠানের সার্বিক অভ্যর্থনা ও আপ্যায়নের দায়িত্বে ছিলেন নির্বাহী সদস্য মীর নাজিউর রহমান নিক্সন ও দোলান বড়ুয়া। ডোকোরেশনের জন্য বিশেষ ভূমিকা রেখেছেন চুয়াফির উপদেষ্টা আহসান আলম।

চুয়াফি পরিবারের স্বতঃস্ফূর্ত অংশগ্রণের মাধ্যমে প্রদর্শিত হয় পুলি পিঠা, চমচম পিঠা, বিয়াই পিঠা, বিনি পিঠা, সাইন্না পিঠা, পাক্কন পিঠা, চিতই পিঠা, ডুপি পিঠা, পাটিসাপটা পিঠা, সাচ পিঠা ও নারকেল পিঠা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×