বাংলাদেশে বন্যাদুর্গতদের পাশে বাংলাদেশ এসোসিয়েশন ডেলোয়ার ভ্যালি

  • প্রকাশঃ ০১:০২ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৫

Feb 2025/Delwar Valley.jpg

বাংলাদেশে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় টিবিএন টুয়েন্টিফোর নিউজ নেটওয়ার্কের ফান্ডে এক হাজার ডলার দিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি।

গেল ২৫ জানুয়ারি নিউইয়র্কে টিবিএন টুয়েন্টিফোরের অফিসে এসে চেক হস্তান্তর করেন সংগঠনটির কর্মকতারা। এই উদ্যেগের জন্য তাদের ধন্যবাদ জানান টিবিএন টুয়েন্টিফোর নিউজ নেটওয়ার্কের সিইও আহমাতুল বারো ভূঁইয়া।

তিনি জানান, টিবিএন টুয়েন্টিফোর টেলিভিশনের উদ্যেগে বাংলাদেশে বন্যাদুর্গতদের জন্য ফান্ড গঠন করা হয়েছিল। তার মধ্যে বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি ১ হাজার দিয়েছেন। আশা করি, এই অর্থ ক্ষতিগ্রস্থদের কাছে আমরা পৌঁছে দিবো।

আহমাতুল বারো ভবিষ্যতেও টিবিএন টুয়েন্টিফোর নিউজ নেটওয়ার্কের যে কোন উদ্যোগে পাশে থাকার আহ্বান জানান।

নিউ জার্সি, ডেলোয়ার ও পেনসিলভেনিয়া কেন্দ্রিক সংগঠনটি আমেরিকায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জনকল্যানমূলক কার্যক্রমে ভূমিকা রেখে আসছে।

বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অংশ নিতে পেরে আনন্দিত বলে জানান বাংলাদেশ এসোসিয়েশন ডেলোয়ার ভ্যালির প্রেসিডেন্ট ফারহানা আফরোজ।

সংগঠনটির ভাইস-প্রেসিডেন্ট শোয়েব আহমেদ জানান, সবার আগ্রহেই এই ফান্ড সংগ্রহ করা হয়েছে। সবাই চেয়েছে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে।

দেশের মানুষের সাথে সেতুবন্ধন ধরে রাখতে বাংলাদেশ এসোসিয়েশন ডেলোয়ার ভ্যালির মত সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জেনারেল সেক্রেটারি মিনহাজ সিদ্দিকী।

এ সময় বাংলাদেশী কমিউনিটির শিশুরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের বর্নাত্যদের সহায়তা করতে পেরে তারা আনন্দিত বলে জানায়।

অলাভজনক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি ১৯৭১ সাল থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ট্রাইস্ট্রেটভিত্তিক ভূমিকা পালন করে আসছে।

সিএন/আলী

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×