গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের ফ্যামিলি ডিনার অনুষ্ঠিত

  • প্রকাশঃ ০৪:০৬ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

Feb 2025/Goainhat mishigun (3).jpg

যুক্তরাষ্ট্রের গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের ফ্যামিলি গেট টুগেদার ও ডিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি এজেডএম ওবায়দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  সাধারণ সম্পাদক দীপক চৌধুরী, উপদেষ্টা গোলাম কিবরিয়া হেলাল, কাউন্সিলম্যান আবু মুসা, ডিনার পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বদরুল, দিলওয়ার হোসেন, তরিক উদ্দিন, মফিজুর রহমান।

উপস্থিত ছিলেন মিশিগানে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

অনুষ্ঠানে সংগঠনের গঠনতন্ত্রের পুস্তিকার মোড়ক উম্মোচন, সংগঠনের গ্রাজুয়েটদের সম্মাননা সনদ প্রদান, সংগঠনের স্পন্সর দাতাদের সম্মাননা প্রদান, সংগঠনের কর্মকর্তাদের সম্মাননা দেয়া হয়।

রাতের প্রীতিভোজের পর র‍্যাফেল ড্র করা হয়। সবশেষে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×