প্যারিসে ফুলতলী কিবলাহ ও হবিবুর রহমানের ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশঃ ০৩:১৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫

Feb 2025/Fultoli.jpg

ফ্রান্সের প্যারিসের ওভারভিলা বাংলাদেশী জামে মসজিদে আঞ্জুমানে আল ইসলাহ ফ্রান্স শাখার আয়োজনে আল্লামা ফুলতলী কিবলাহ (রহ) ও উস্তাদুল মুহাদ্দিসীন আল্লামা হবিবুর রহমানের (রহ) ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত রোববার (৯ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন শাহজালাল ম্যানচেস্টার ইউকে জামে মসজিদের খতিব ও আনজুমানে আল ইসলাহ যুক্তরাজ্যের কেন্দ্রীয় নেতা মাওলানা খায়রুল হুদা খাঁন। তিনি ফুলতলী কিবলাহর (রহ) জীবনীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। 

খায়রুল হুদা বলেন, ‘ফুলতলী (রহ) একজন মকবুল ওলী ছিলেন। তার কুরআনের সবচেয়ে বড় খেদমত রয়েছে। দারুল কেরাত হচ্ছে সবচেয়ে মকবুল খেদমত। ফুলতলী কিবলাহ (রহ) শুধু রাইসুল কোররা ছিলেন না, ছিলেন শায়খুল হাদীস। বিশ্বজুড়ে তার বিভিন্ন ইসলামী খেদমত রয়েছে।

তিনি আরো বলেন, ‘কবর জিয়ারত করা রাসূলের (সা.) সুন্নাত। রাসূলের (সা.) মা-বাবা, আত্মীয়-স্বজন, উস্তাদদের কবর জিয়ারত করতে ও তাদের মাগফেরাত কামনা করে দোয়া করতে বলেছেন। ঈসালে সওয়াব মাহফিল হচ্ছে দোয়ার মাহফিল, এখানে আমরা আমাদের সিলসিলাহর বুজুর্গদের পরপারে পাড়ি দিয়েছেন তাদের মাগফেরাত কামনা করে দোয়া করি এবং তাদের দরজা বুলন্দের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করি। আপনারা দেখেছেন ফুলতলীতে প্রতি বছর ১৫ জানুয়ারি কিভাবে ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। এখানে মাজারে সিজদা করা বা ভন্ডামীদের কোন স্থান নেই।’

তিনি মাহফিলে ইসলামের বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করেন। 

আলোচনা শেষে মিলাদ শরীফ ও সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

আনজুমানে আল ইসলাহ ফ্রান্স শাখার সভাপতি মাওলানা মাসুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে  কালামে পাক থেকে তিলাওয়াত করেন শাহ আবুল হাসান, শানে ফুলতলী পরিবেশন করেন কারী রুবেল আহমেদ ও নাতে রাসুল (সা.) পরিবেশন করেন আবু সাঈদ।

ফ্রান্স আঞ্জুমানে আল ইসলাহর সাধারণ সম্পাদক কাজী মুহিত আহমেদের পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন ফ্রান্স আল ইসলাহ শাখার উপদেষ্টা কারী মিজা শফিকুর রহমান, ওভারভিলা জামে মসজিদের খাদেম চৌধুরী সালেহ আহমদ, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ফয়সল উদ্দিন, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা মুহাম্মদ আবু সিদ্দিক আনসারী, হাফিজ জিল্লুর রহমান।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×