বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্কের সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশঃ ০৩:৫৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

Feb 2025/Ban Socie bronx.jpg

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (৯ ফেব্রুয়ারি) ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সামাদ মিয়া জাকারিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের মো. ইমরান আলী টিপুর পরিচালনায় সভায় সোসাইটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় সোসাইটির বিগত দুই বছরের কার্যক্রম ও আয়-ব‍্যয় হিসাব উপস্থিত সকলের মাঝে উপস্থাপন ও কপি সরবরাহ করা হয়।  

সভায় জানানো হয়, বর্তমান কমিটি গত দুই বছরে সোসাইটির জন্য মোট ৫০ হাজার ৫৮১ মার্কিন ডলার সংগ্রহ করেছে, যা বিভিন্ন অনুষ্ঠান ও কল্যাণমূলক কাজে ব্যয় করা হয়েছে। বিশেষ করে, ২০২৪ সালে বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আর্থিক সহায়তা প্রদানে সংগঠনটি মানবিক সহায়তার দৃষ্টান্ত স্থাপন করেছে।

সভায় উপস্থিত উপদেষ্টা আবু কায়ছার চিশতি ও হাসান আলী বর্তমান কমিটির সাফল্যে সন্তুষ্ট হয়ে কমিটির মেয়াদ আরও দুই বছর বৃদ্ধির প্রস্তাব উত্থাপন করেন। এতে প্রচার সম্পাদক মছনুর রহমান গঠনতন্ত্রের কথা উল্লেখ করে দুই বারের বেশি কোনো কমিটি বহাল থাকা যাবে না বলে স্মরণ করিয়ে দেন।

এ সময় সামাদ মিয়া জাকারিয়া সংগঠনের স্বচ্ছতা ধরে রাখার জন্য এবং গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে একটি নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব পেশ করেন। তিনি উপস্থিত সবাইকে আগামী কমিটি গঠনের জন্য প্রস্তুতি নিতে আহ্বান জানান।

নির্বাচন কমিশন গঠন ও সদস্য সংগ্রহের সিদ্ধান্ত সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং নতুন সদস্য সংগ্রহের প্রক্রিয়া শুরুর প্রস্তাব আসে। সিদ্ধান্ত অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে। যারা সোসাইটির সদস্য হতে ইচ্ছুক, তারা মো. সামাদ মিয়া জাকারিয়া ও ইমরান আলীর কাছ থেকে সদস্য ফরম সংগ্রহ করতে পারবেন।

সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আব্দুর রব মিয়া, উপদেষ্টা হাসান আলী ও আবু কায়সার চিসতি, সহ-সভাপতি আমিনুল হক চুন্নু, কোষাধ্যক্ষ মো. বশির মিয়া, প্রচার সম্পাদক মসনুর রহমান, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক আবু সাঈদ এস চৌধুরী, আপ‍্যায়ন সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×