ভাষা শহীদদের প্রতি যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশঃ ১১:১৯ এম, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

Feb 2025/USA BNP.jpg

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি যুক্তরাষ্ট্র শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কুইন্স প্যালেসে অস্থায়ী শহীদ মিনারে নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের উদ্যোগে সম্মিলিত মহান একুশে উদযাপন ২০২৫ কর্তৃক ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদনের এ আয়োজন করা হয়।

যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মুজিবুর রহমান মজুমদারের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এ সময় যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মুজিবুর রহমান মজুমদার যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সুশৃংখলভাবে শহীদদের সম্মান প্রদর্শন করার জন্য, বৈরী আবহাওয়া উপেক্ষা করে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×