টরন্টোয় শিশু চিত্রশিল্পীদের ক্যানভাসে ভাষা আন্দোলনের গল্প

  • প্রকাশঃ ১২:৫৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Feb 2025/Toranto art.jpg

টরন্টোতে বাংলাদেশি-কানাডিয়ান শিশু চিত্রশিল্পীরা তাদের ক্যানভাসে দারুণভাবে ফুটিয়ে তুলেছে বাংলাদেশ ও ভাষা আন্দোলনের চেতনাকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২২ ফেব্রুয়ারি) বেঙ্গলি ইনফরমেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস (বিআইইএস) বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। টরন্টোর বাঙালি অধ্যুষিত ড্যানফোর্থের এক্সেস পয়েন্ট মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় অর্ধ শতাধিক শিশু চিত্রশিল্পী অংশগ্রহণ করে। স্থানীয় জনপ্রতিনিধি ও কমিউনিটির বিশিষ্টজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চিত্রাঙ্কনের বিষয় ছিল ‘আমার মায়ের ভাষা, আমার গর্ব।’ শিশু চিত্রশিল্পীরা তাদের রঙ-তুলির মাধ্যমে শহীদ মিনার, রক্তাক্ত ২১ ফেব্রুয়ারি, ভাষার দাবিতে বাঙালির সংগ্রাম, মিছিল ও অন্যান্য গুরুত্বপূর্ণ খণ্ডচিত্রকে ফুটিয়ে তুলেছে। ছয় থেকে ১৫ বছর বয়সীদের দুইটি বিভাগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ২০ জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীরা সনদ ও ৫০০ ডলার প্রাইজমানি পান, আর অংশগ্রহণকারী বাকি সবাই সনদ উপহার পায়। প্রতিযোগিতার বিচারকমণ্ডলীতে ছিলেন চারুকলার শিক্ষক সুব্রত নাথ।

সংগঠনের নির্বাহী পরিচালক ইমাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টরন্টো সিটি কাউন্সিলর ব্র্যাড ব্র্যাডফোর্ড, কমিউনিটির বিশিষ্টজন ব্যারিস্টার কামরুল হাফিজ, ব্যারিস্টার জাকির হোসেন, বিআইইএসের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার নীলাঞ্জনা দত্ত, পরিচালক মোস্তফা আকন্দ।

অনুষ্ঠানে কাউন্সিলর ব্র্যাড ব্র্যাডফোর্ড বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গৌরব, স্মরণ ও ঐক্যের প্রতীক। ১৯৫২ সালে বাংলাদেশে ভাষা শহীদরা মাতৃভাষায় কথা বলার অধিকারের জন্য লড়াই করেছিলেন। আজ আমরা শুধু বাংলা নয়, বরং সব ভাষাকে উদযাপন করছি- যা মানুষের আত্মপরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন।’

অন্য বক্তারা বলেন, ‘ভাষা শুধুমাত্র কথার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি শিল্পের মাধ্যমেও প্রকাশ পায়। শিশু চিত্রশিল্পীদের মনোমুগ্ধকর শিল্পকর্ম শুধুমাত্র তাদের প্রতিভার বহিঃপ্রকাশ নয়, বরং ভালোবাসা, বৈচিত্র্য এবং ঐতিহ্যের গল্প বলে। তারা আমাদের মনে করিয়ে দেয় যে ভাষা হলো সংযোগের সেতু, বিভেদের দেয়াল নয়।’

প্রসঙ্গত, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিআইইএস প্রতি বছর শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে আসছে, যা কানাডায় বাংলাদেশি কমিউনিটির মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিআইইএস জানিয়েছে, ভবিষ্যতেও তারা এই আয়োজন অব্যাহত রাখবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×