বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালির পিঠা উৎসব

  • প্রকাশঃ ১১:১৭ এম, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

Feb 2025/Delware valley (3).jpg

যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার রাজ্যে পিঠা উৎসব করেছে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালি।’

রোববার (২৩ ফেব্রুয়ারি) শহরের মর্টন বরো হলে এ পিঠা উৎসব চলে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

উৎসবে ছিলে দেশীয় ঐতিহ্যের এক অনন্য সমারোহ, যেখানে সর্বসাধারণ উপভোগ করেছেন নানা স্বাদের বাহারি পিঠা, দেশীয় খাবার, ঐতিহ্যবাহী শাড়ি ও গয়নার সংগ্রহ এবং বিভিন্ন ধরনের সংস্কৃতির বাহারি উপস্থাপনা। 

এবারের উৎসবে ছিলো অতীতের সফল ইভেন্টগুলোর জনপ্রিয় বিক্রেতাদের সংগ্রহ, যা দর্শকদের মন ভরিয়েছে নিঃসন্দেহে।

উৎসবজুড়ে ছিলো সঙ্গীত ও বিনোদনের মনোমুগ্ধকর পরিবেশ, যেখানে বাজেছে দেশীয় গান ও উৎসবের সুর।

সাথে পার্কিং ও প্রবেশ মূল‍্য সম্পূর্ণ ফ্রি থাকায় পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে নিয়ে অনেকেই যোগ দিন এ পিঠা উৎসবে এবং উপভোগ করেন ঐতিহ্যের অনাবিল আনন্দ।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×