আটলান্টিক সিটিতে ‘হালাল ভাই কাচ্চি বিরিয়ানি এন্ড সুইটস’র উদ্বোধন
- প্রকাশঃ ০৩:১৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
.jpg)
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ‘হালাল ভাই কাচ্চি বিরিয়ানি এন্ড সুইটস’ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সিটির ৩২০৬ আর্কটিক এভিনিউতে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র।
এ সময় প্রতিষ্ঠানটির তিন স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম সেলিম, এইচএম আজমুল হক (তানিন) ও মো. দিনার ইসলাম মেয়রকে অভ্যর্থনা ও স্বাগত জানান ।
সাইফুল ইসলাম সেলিম জানান, আটলান্টিক সিটি ও পার্শ্ববর্তী শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের চাহিদার কথা বিবেচনা করে তারা এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন।
তিনি জানান, এখানে ইফতারের বিভিন্ন পদের খাবার, মিষ্টি ও জিলিপিসহ বিভিন্ন ধরনের বাঙালি খাবার সুলভ মূল্যে পাওয়া যাবে। এছাড়াও জন্মদিন, বিবাহ ও বনভোজনসহ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানেও ক্যাটারিং সেবা দেবেন তারা।
অনুষ্ঠানে জানানো হয়, তাদের দীর্ঘ ১৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শেফ রয়েছে। প্রথম রমজান থেকে প্রতিষ্ঠানটি নিয়মিত দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে। এখানে টেক ইন ও টেক আউটেরও ব্যবস্থা রয়েছে।
এদিকে, আটলান্টিক সিটি ও পার্শ্ববর্তী শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা প্রতিষ্ঠানটির উদ্বোধনে উচ্ছ্বসিত হয়েছেন। দীর্ঘ দিন ধরেই তারা আটলান্টিক সিটিতে এই ধরনের প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভব করছিলেন।