আত্মপ্রকাশ করল ‘বাংলা প্রেস ক্লাব ভেনিস ইতালি নর্দ’

  • প্রকাশঃ ০৪:৩৮ পিএম, ০৭ মার্চ ২০২৫

March 2025/Bangla press.jpg

ইতালির ভেনিসসহ উত্তর ইতালিতে বাংলা মিডিয়ায় কর্মরত প্রবাসী সংবাদকর্মীদের নিয়ে ‘বাংলা প্রেস ক্লাব ভেনিস ইতালি নর্দ’ নামে নতুন সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

বুধবার (৫ মার্চ) ভেনিসের গ্র্যান্ড সেন্ট্রাল ইন্ডিয়ান রেস্টুরেন্টের আয়োজিত সভায় সময় টেলিভিশনের ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানকে সভাপতি ও এনটিভি ইউরোপের প্রতিনিধি নাজমুল হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
 
আংশিক কমিটিতে আইওন টিভির ইতালি প্রতিনিধি সজীব আল হোসাইনকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক আমাদের নতুন সময়ের ইতালি প্রতিনিধি মোখলেছুর রহমান সরকারকে অর্থ সম্পাদক, মিলান বার্তার ভেনিস প্রতিনিধি জাকির হোসেনকে প্রচার সম্পাদক ও টিভি ওয়ান প্রতিনিধি নাসরিন আক্তারকে মহিলা সম্পাদিকা নির্বাচিত করা হয়।
 
মাকসুদ রহমান বলেন, ‘প্রবাসে সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে এবং বাংলাদেশি ইতালি প্রবাসীদের ভালোবাসাকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই আমরা। একই সাথে প্রবাসে গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধসহ অবস্থানের মাধ্যমে ভাবমূর্তি উন্নয়ন ও প্রবাসীদের অধিকার অর্জনের স্বপ্ন পূরণে কাজ করে যাব।’

এ সময় উপস্থিত ছিলেন ভেনিস অঞ্চলের বিএনপি-আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, আঞ্চলিক সংগঠন ও ব্যবসায়িক নেতৃবৃন্দ। এছাড়া বাংলা গণমাধ্যমের পাশাপাশি ইতালির মূলধারার সংবাদ কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিত রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ব্যবসায়িকদের পক্ষ থেকে প্রেস ক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানানো হয়।
 
শিগগিরই ভেনিসসহ উত্তর ইতালির বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের সংগঠিত করে, জমকালো অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান ক্লাবের নেতৃবৃন্দ।
 
সভা শুরুর আগে সংগঠনের আয়োজনে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এবং দোয়া করা হয়। ইফতার শেষে সভার কার্যক্রম শুরু হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×