বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগানের বার্ষিক ইফতার ও ডিনার অনুষ্ঠিত

  • প্রকাশঃ ১২:৪৪ পিএম, ১২ মার্চ ২০২৫

March 2025/Ban Asso Michigun (5).jpg

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগানের বার্ষিক ইফতার ও ডিনার অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৯ মার্চ) মিশিগানের ওয়ারেন সিটির আইওনা ব্যাঙ্কুয়েট হলে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্টজন, বাংলাদেশী-আমেরিকান সম্প্রদায়ের সদস্য, ধর্মীয় ও নাগরিক নেতা, ফেডারেল, রাজ্য, কাউন্টি ও স্থানীয় সরকারের কর্তারা এতে অংশ নেন। 

রমজানের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য উদযাপন করার পাশাপাশি সম্প্রদায় ও নীতিনির্ধারকদের মধ্যে বন্ধন দৃঢ় করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ওয়ালি কবিরের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর সংগঠনের উপদেষ্টা সুমন কবির স্বাগত বক্তব্য দেন। সেক্রেটারি জেনারেল মোহাম্মদ খালেদ স্থানীয় কমিউনিটি নেতাদের স্বীকৃতি ও সম্মান জানান, যার মধ্যে রয়েছেন সংগঠনের বোর্ড অফ ট্রাস্টিজের মতিন চৌধুরী, ইকবাল ফয়েজ স্বপন এবং আহাদ মোহাম্মদ, উপদেষ্টা লুৎফুল বারি নিয়ন, আমিনুর রশিদ চৌধুরী এবং এন ইসলাম শামিম। 

এছাড়াও, তাহমিদ হাসান চৌধুরী উপস্থিত নির্বাচিত কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন। কর্মসূচিতে ইসলামিক স্কলার সৈয়দ খানের রমজানের তাৎপর্য এবং নবীর নেতৃত্ব বিষয়ক একটি অন্তর্দৃষ্টিপূর্ণ ভাষণও অন্তর্ভুক্ত ছিল। 

এরপর অংশগ্রহণকারীরা ইফতার ও দোয়ায় অংশ নেন। 

সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগানের পক্ষে আমি রমজানের এই অর্থবহ উদযাপনে আমাদের সাথে যোগদানকারী সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের সম্প্রদায়, নির্বাচিত কর্মকর্তা এবং এই অনুষ্ঠানটিকে সফল করতে অবদান রেখেছেন- এমন সকলের সমর্থনকে আমরা গভীরভাবে প্রশংসা করি। একসাথে, আমরা আমাদের বন্ধন দৃঢ় করেছি এবং একতা, সহানুভূতি এবং সেবা পালনে আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×