আটলান্টিক সিটিতে জালালাবাদ এসোসিয়েশন অব সাউথ জার্সির ইফতার মাহফিল

  • প্রকাশঃ ০৩:০৯ পিএম, ১৪ মার্চ ২০২৫

March 2025/Jalalabad New Jersy (5).jpg

সম্প্রীতির বন্ধনে ‘জালালাবাদ এসোসিয়েশন অব সাউথ জার্সি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় নিউ জার্সির আটলান্টিক সিটির মসজিদ আল হেরায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ধর্মীয় আমেজের এ ইফতার মাহফিলকে কেন্দ্র করে বসেছিল প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর মিলন মেলা।

ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন মসজিদ আল হেরার খতিব, মুহাদ্দিস আজিম উদ্দিন ।

ইফতারের পূর্বে প্রবাস প্রজন্মের আম্মার চৌধুরী পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন।

মাহফিল শুরুর আগে বক্তব্য দেন সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম টফি ও সাধারণ সম্পাদক সৈয়দ শহীদ, কাউন্সিল এট লারজ প্রার্থী সোহেল আহমেদ।

সাউথ জার্সিতে বসবাসরত প্রবাসী বৃহত্তর সিলেটবাসীসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে যোগ দেন। অংশ নেন বিপুল সংখ্যক মহিলাও।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×