বাংলাদেশিদের সম্মানে প্যারিস-বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের ইফতার মাহফিল
- প্রকাশঃ ১১:২৫ এম, ১৯ মার্চ ২০২৫

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের সম্মানে প্যারিস-বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) প্যারিসের মেট্টো হোসের একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমেদের সঞ্চালনায় ইফতার পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি ছিলেন অল ইউরোপীয়ান বাংলাদেশ এসোসিয়েশনের (আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু, ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ তাহের, বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী, সলিডারিটিতে আজি ফ্রন্সের প্রেসিডেন্ট নয়ন এনকে, আইছা প্রো প্রেসিডেন্ট উবায়দুল্লাহ কয়েস, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি এম মান্নান আজাদ, লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট আজাদ মিয়া, এসএ গ্রুপের চেয়ারম্যান সাব্বির আলম, ফ্রান্স বিএনপির সাবেক সহ সভাপতি এমএ রহিম, সিনিয়র সাংবাদিক লুৎফুর রহমান বাবু, ইউরো বাংলা প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি তাইজুল ফয়েজ, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সহ সভাপতি আব্দুল কুদ্দুস,
ফ্রান্স বাংলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি হাসান শাহ।
প্রেস ক্লাবের সহ সভাপতি শিব্বির আহমদের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম, ফ্রান্স বিএনপির যুব বিষয়ক সম্পাদক এমএ মালেক, ইউরো বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের সভাপতি তাজউদ্দীন, বিএনপির নেতা জাহিদুল ইসলাম শিপার ও জাকারিয়া আহমদ।
শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের সিনিয়র সহসভাপতি রাবেয়া আক্তার সুবর্ণা ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রাজু।
ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ব্যাপক ভূমিকা রয়েছে উল্লেখ করে অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম-দুর্নীতি, দুর্ভোগের চিত্র যেমন ফুটে ওঠে, তেমনি তাদের লেখনিতে মানুষের সাফল্য, সম্ভাবনা ও প্রত্যাশার কথা উঠে আসে; যা দেশ-জাতির উন্নয়নের পাশাপাশি একটি কল্যাণমুখী রাষ্ট্রের সহায়ক শক্তি হিসেবে কাজ করে। এ জন্য সাংবাদিকতায় নৈতিকতা ও মান বজায় রেখে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’
ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালেহ আহমদ।