ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির ‘ইফতার মাহফিল’

  • প্রকাশঃ ০২:৫৭ পিএম, ১৯ মার্চ ২০২৫

March 2025/Islamic Centre (8).jpg

রমজান মাস সিয়াম সাধনার মাস। এই সিয়াম সাধনার মাসে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির উদ্যোগে ‘ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় ফ্লোরিডা এভিনিউতে অবস্থিত ‘ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটিতে’ এই ‘ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়।

মাহফিলে মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন ইসলামিক সেন্টারের হাফেজ রুহুল আমিন খান ও ইমাম শেখ তৌফিক আজিজ।

আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র, চতুর্থ ওয়ার্ডের কাউন্সিলম‍্যান জর্জ এনিমেল ক্রোচসহ আটলান্টিক কাউন্টিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে যোগ দেন। ইফতার মাহফিলে যেমন মূলধারার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্হিত ছিলেন, তেমনি ছিলেন বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে বিপুল সংখ‍্যক মহিলার অংশগ্রহণ ছিল লক্ষ‍্যণীয়।

ধর্মীয় আমেজের এ ইফতার মাহফিলকে কেন্দ্র করে ‘ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটিতে’ প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য কমিউনিটির লোকজনের মিলন মেলা বসেছিল।

‘ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি’র সভাপতি ইকবাল হোসেন ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×