নিউইয়র্কের লং আইল্যান্ডে কবর কেনার সিদ্ধান্ত ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর

  • প্রকাশঃ ০৩:০৪ পিএম, ২০ মার্চ ২০২৫

March 2025/Brahamanbaria iftar (1).jpg

নিউইয়র্কে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রস্থ ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর ইফতার ও দোয়া মাহফিল। গত শনিবার (১৫ মার্চ) জ্যকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর জন্য নিউইয়র্কের লং আইল্যান্ডে কবর কেনার সিদ্ধান্ত নেয়া হয়। 

সংগঠনের সমন্বয়ক আবুল খায়ের আখন্দের সভাপতিত্বে ও আহ্বায়ক এমএ কাদেরের পরিচালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ছারছিনা দরবার শরীফের পীরসাহেব মাওলানা শাহ্ মো. সাইফুল্লাহ সিদ্দিকী। রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মাওলানা অলি উল্লাহ মো. আতিকুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সমন্বয়ক কাজী আসাদ উল্লাহ, আহ্বায়ক মো. রুবেল হোসেন, কাউসার আহমেদ ও সদস্য সচিব মেজবাউল ইসলাম শাওন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্রের সভাপতি মো. ইনামুল হক এমডি, সিনিয়র সহ সভাপতি মো. ইউনুছ সরকার, সহ সভাপতি মো. জাহাঙ্গীর সরকার, সাধারণ সম্পাদক মো. এ ছিদ্দিক পাটোয়ারী, নির্বাহী সদস্য মিয়া মো. দুলাল, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র মিয়া মো. দাউদ, মিজানুর রহমান, তাসলিমা পাটোয়ারী, এমদাদুল হক মাস্টার, হাবিব খান চৌধুরী, শহীদ নূর, মো. আলা উদ্দিন, হেলাল উদ্দিন, দেলোয়ার হোসেন।

 ব্রাহ্মণপাড়া উপজেলাবাসী ছাড়াও বিপুল সংখ্যক কুমিল্লাবাসী ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

সভায় ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর জন্য নিউইয়র্কের লং আইল্যান্ডে কবর কেনার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় আগামী ৬ জুলাই ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর পিকনিক আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়। এ বিষয়ে সংগঠনের আহ্বায়ক এমএ কাদের ও মো. রুবেল হোসেন এবং সদস্য সচিব মেজবাউল ইসলাম শাওনকে দায়িত্ব দেওয়া হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×