কুয়েতে ‘আঞ্জুমানে আল ইসলাহ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশঃ ০৩:৩৩ পিএম, ২০ মার্চ ২০২৫

March 2025/Anjumana.jpg

আঞ্জুমানে আল-ইসলাহ কুয়েত শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১৭ মার্চ) স্থানীয় সময় বিকাল ৪ টায় কুয়েতের ফাহাহিল জনতা রেস্টুরেন্ট এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 
ক্বারী নুমান আহমদ সুমনের কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়েই অনুষ্ঠান শুরু হয় 
 
সংগঠনের সভাপতি ক্বারী সালেহ আহমেদের সভাপতিতে ও সাধারণ সম্পাদক মাওলানা কাওছার আহমদ সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল মহিত নাজমুল। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা আবু সাঈদ কুতুব উদ্দিন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মজিবুর রহমান সুফি, সংগঠক আব্দুল হালিম, সাংবাদিক ইউনিয়ন কুয়েত শাখার সভাপতি নাসির উদ্দিন খোকন, ব্যবসায়ী সিরাজ মিয়া, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ।

মিলাদ পরিচালনা করেন হাফেজ আব্দুল আলী।

আরো উপস্থিত ছিলেন এটিএন নিউজের কুয়েত প্রতিনিধি আহাদ আম্বিয়া খোকন, সংগঠনের প্রচার সম্পাদক মোহাম্মদ আলাল আহমদ, হাফেজ শরীফুর রহমান কাওছার, মোহাম্মদ মোস্তফা মিয়া, শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে কুয়েতে অবস্থানরত নানা শ্রেণী পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।

মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল আহাদ।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×