বাংলাদেশে অপরাধ বৃদ্ধির প্রতিবাদে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভা
- প্রকাশঃ ১১:৫৪ এম, ২১ মার্চ ২০২৫

বাংলাদেশের বর্তমান অপরাধ প্রবণতা বৃদ্ধি ও জনমনে আতংকের প্রতিবাদে সভা করেছে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা।
গত শনিবার (১৫ মার্চ) শনিবার বিকালে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আব্দুর রহমান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় সভায় বক্তব্য দেন উপদেষ্টা জসীম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ-সভাপতি শফিকুল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম, কোষাধক্য জিএম.ইলিয়াস।
সভায় বক্তারা বলেন, ‘সাম্প্রতিক সময়ে ঢাকাসহ সারা দেশে পিটিয়ে হত্যা, খুন, অপরাধ, নারী- শিশু নির্যাতন, ধর্ষন, শ্লীলতাহানী, চুরি, ডাকাতি, ছিনতাই, চাদাবাজি, হামলা, দখল, চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক ঘটনা বেড়েছে। এতে দেশব্যাপী সাধারণ মানুষ আতংকিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়ীত্বে ঘাটতির বিষয়টিও দৃশ্যমান। দায়িত্বশীলদের সঠিক জবাবদিহির আওতায় আনা, আইন না মেনে চলার চর্চা এবং আইনের যথাযথ প্রয়োগ না থাকা- এসব ঘটনার পেছনে অনেকাংশে দায়ী বলে মনে করেন অপরাধ বিশ্লেশকরা।’
জাতীয় পার্টির প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত হোসাইন মোহাম্মদ এরশাদ নারী ধর্ষণের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। সেই সময় অপরাধ কমে গিয়েছিলো। তাই, বাংলার জনগন আজো এরশাদের কথা স্মরণ করেন।
সবশেষে দেশের উন্নতি প্রত্যাশায় দোয়া ও ইফতারির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।