রোটারী ক্লাব অব পাইওনিয়ারস নিউইয়র্কের খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশঃ ১১:৫৫ এম, ২৬ মার্চ ২০২৫

March 2025/Rotery club pionewer (2).jpg

মাহে রমজান উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করেছে রোটারী ক্লাব অব পাইওনিয়ারস ও রোটারি ক্লাব অব সানসাইন।

এ উপলক্ষে রোববার (২৪ মার্চ) ওজনপার্কে রোটারি ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোটারি ক্লাব অব পাইওনিয়ারসের চার্টার প্রেসিডেন্ট আবদুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি রহিম হাওলাদার, ব্রুকলেন চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মিগুয়েল ফিলাসিনো, ক্লাবের প্রেসিডেন্ট শাহনাজ রহিম, রোটারিয়ান রইছ রহমান, কমিউনিটি একটিভিস্ট এটিএম তালহা, সহায়তা প্রদানকারী ছাত্র আকতারুজ্জামান নূর, মুহতাদি ইয়ামিন।

অনুষ্ঠান পরিচালনা করেন রোটারিয়ান নাহিদুর রহমান নাহিদ।

অনুষ্ঠানে শাহনাজ রহিম বলেন, ‘মানবতার সেবায় রোটারি ক্লাব অব পাইওনিয়ারস নিউইয়র্ক যাত্রা শুরু করেছে। সবার সহযোগিতায় এ যাত্রা আজীবন অব্যাহত থাকবে। রোটারী ক্লাব আর্তমানবতার সেবায় বিশ্বব্যাপী সুনামের সাথে অবদান রাখছে।’

তিনি সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×