লন্ডনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত: পতাকা উত্তোলন ও আলোচনা সভা
- প্রকাশঃ ০৪:১০ পিএম, ২৮ মার্চ ২০২৫

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডনের বার্কিং অ্যান্ড ডাগেনহাম কাউন্সিলের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) দুপুরে বার্কিং টাউন স্কয়ারের টাউন হলের সামনে কাউন্সিলের মেয়র মঈন কাদেরীর নেতৃত্বে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর, সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশের গৌরবময় স্বাধীনতার ইতিহাস তুলে ধরেন মঈন কাদেরী, কাউন্সিলর ডমিনিক টুমি ও রাজিনা রহমান। এরপর
বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে টাউন হলের সামনে উত্তোলন করা হয় লাল-সবুজের পতাকা। বিদেশের মাটিতে জাতীয় পতাকার এমন সম্মানজনক উত্তোলন নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগিয়ে তোলে এবং বিদেশিদের মাঝেও বাংলাদেশের প্রতি ইতিবাচক ধারণা তৈরি করে।
এরপর টাউন হলে মঈন কাদেরীর সভাপতিত্বে ও কাউন্সিলর মুহিব চৌধুরীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কাউন্সিলর অজান্তা দেব রায়, ফারুক চৌধুরী, সদরুজ্জামান খান, গিয়াস উদ্দিন মিয়া, সৈয়দ ফিরোজ গনি , ইডনা ফারগস, ডেপুটি লিডার সায়মা আশরাফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্মৃতি আজাদ, সাংবাদিক ড. আজিজুল আম্বিয়া, ইতালি আওয়ামী লীগের সভাপতি এমএ রব মিন্টু।
সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা কোনো আপসের বিষয় নয়, এটি রক্তের বিনিময়ে অর্জিত গৌরবময় ইতিহাস। নতুন প্রজন্মকে অবশ্যই দেশের সঠিক ইতিহাস জানাতে হবে, যাতে তারা স্বাধীনতার মূল্য বুঝতে পারে এবং দেশকে ভালোবাসতে শিখে।’
বিদেশি অতিথিরাও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং এ জাতির সংগ্রাম ও অর্জনের প্রতি শ্রদ্ধা জানান।