যুক্তরাজ্য জাসদের উদ্যোগে ৫৪তম স্বাধীনতা দিবস পালন
- প্রকাশঃ ১২:৪২ পিএম, ৩০ মার্চ ২০২৫

বাংলাদেশের স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য জাসদের উদ্যোগে বুধবার (২৬ মার্চ) ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্য জাসদের সভাপতি বীর মুক্তিযুদ্ধা হারুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলুর পরিচালনায় সভার শুরুতে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সভায় বাংলাদেশ থেকে অংশ নেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং সিলেট জেলা জাসদের সভাপতি জননেতা লোকমান আহমদ। তিনি সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।
সভায বক্তারা বলেন, ‘১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে শত্রু মুক্ত করতে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। দীর্ঘ ৯ মাসের মরণপণ রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাঙালী জাতি পাক হানাদার বাহিনীকে যুদ্ধে পরাজিত করে ছিনিয়ে এনেছিল এ দেশের স্বাধীনতা। তাই এই স্বাধীনতা কারো দয়ার দান না এবং বাঙ্গালী জাতির এই জন্মের ইতিহাস যে কেউ ইচ্ছা করলেই মুছে ফেলতে পারবে না।’
তারা আরো বলেন, ‘দুঃখজনক হলেও সত্য যে, যুক্তরাজ্য জাসদ যখন স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উদযাপন করছে, তখন আমাদের বাংলাদেশ রাজনৈতিক ভাবে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশ আজ ভয়াবহ নেতৃত্ব শূণ্যতায় ভুগছে। এ অবস্থায় দেশকে একটি স্থিতিশীল গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে আনতে বাংলাদেশের সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী মরণপন আন্দোলনে আত্মনিয়োগ করতে হবে।’
‘কোন মহল ইচ্ছা করলেই লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ৭১’-এর মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান ইতিহাস থেকে মুচে ফেলতে পারবে না ‘
‘বক্তারা জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযুদ্ধা হাসানুল হক ইনুসহ সারা দেশের জাসদের নেতৃবৃন্দের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তি সরকারের কাছে দাবী জানান।
সভায় বক্তব্য দেন যুক্তরাজ্য জাসদ সভাপতি বীর মুক্তিযুদ্ধা হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য, আলাউদ্দিন আহমদ মুক্তা, সিনিয়র সদস্য শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ, অর্থ বিষয়ক সম্পাদক রেদওয়ান খাঁন, প্রচার যোগাযোগ বিষয়ক সম্পাদক এমরান আহমদ, যুক্তরাজ্য বাসদের নেতা মোহাম্মদ শওকত, যুক্তরাজ্য নারীজোটের আহ্বায়ক রেহানা বেগম, যুক্তরাজ্য জাসদের মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা বিলকিস মনসুর।