স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত
- প্রকাশঃ ০৭:১৫ পিএম, ৩০ মার্চ ২০২৫

স্কটল্যান্ড থেকে তুহিন মাহামুদ : সৌদিআরবের সাথে মিল রেখে ইউরোপ,আফ্রিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে আজ অনুষ্ঠিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ।
একমাস সিয়াম সাধনার পর আজ ৩০ মার্চ রবিবার ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে উদযাপন হলো মুসলিম উম্মাহ'র অন্যতম সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল- ফিতর।
সকাল ৭:১৫টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। এরপর পর্যায়ক্রমে পাঁচটি জামাত হয় অনুষ্ঠিত হয় এডিনবার্গের ব্লাক হল মসজিদে। এছাড়া সেন্ট্রাল মসজিদ,সিটি সেন্টার মসজিদ, লেইথ মসজিদ, পোরটোবেল্লো মসজিদ,শাহজালাল মসজিদ সহ এডিনবার্গ শহরের বিভিন্ন মসজিদে একাধিক জামাতে সমবেত হয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
এবছর সাপ্তাহিক ছুটির দিনে ঈদ অনুষ্ঠিত হওয়ায় এবং আবহাওয়ার অনুকূল পরিবেশের কারণে স্বতঃস্ফূর্ত ভাবে এতে যোগ দেন নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাঙালিরাও। এ সময় তারা দেশে থাকা স্বজনদের স্মরণ করেন। বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ মোনাজাত।
বাংলাদেশীসহ মুসলমান অধ্যুষিত এলাকাগুলোতে ঈদের আমেজ ছিল চোখে পড়ার মতো। নামাজ শেষে একে ওপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন। দেশে রেখে আসা স্বজনদের স্মরণে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। এবছর ঈদ আনন্দের মাত্রা যেন আবহমানকাল বাঙ্গালির চিত্রই যেন ফুটে উঠেছে মসজিদ প্রাঙ্গনে।