কুয়েতে রাষ্ট্রদূতের সাথে প্রেস ক্লাবের নেতাদের ঈদের শুভেচ্ছা বিনিময়
- প্রকাশঃ ০৩:১২ পিএম, ০২ এপ্রিল ২০২৫

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুয়েতে উদযাপিত হয়েচে পবিত্র ঈদুল ফিতর। স্থানীয়দের পাশাপাশি এই উদযাপনে সমানভাবে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।
রোববার (৩০ মার্চ) ভোর পাঁচটা ৫৬ মিনিটে কুয়েতজুড়ে একযোগে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। কুয়েত সিটিতে অবস্থিত জাতীয় গ্র্যান্ড মসজিদ আল কেবিরে দেশটির সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
আয়োজকদের তথ্য মতে, মসজিদ আল কবিরে নারী ও পুরুষ মিলিয়ে প্রায় ১০ হাজার মুসল্লি এক সাথে ঈদের নামাজ আদায় করেছেন।
এবার কুয়েতের প্রায় ২২টি স্থানে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলায় খুতবা দেয়া হয়েছে। নামাজ পড়িয়েছেন বাংলাদেশি খতিব। এবার প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কুয়েত সিটির ফুদাল্লা মসজিদ, ফারওয়ানিয়া ও হাসাবিয়ায়। এছাড়া অফরা, আবদালি, মাহবুল্লাহ ও রিগাইসহ বাংলাদেশি অধ্যুষিত এলাকায় একাধিক মসজিদে ও উন্মুক্ত ময়দানে ঈদের জামাত আদায়ের সুযোগ পান প্রবাসীরা।
ঈদগাহে ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের জন্য ছিল চা কফি, পানি ও জুস। নিরাপত্তা ব্যবস্থাও ছিলো দৃশ্যমান। এমনকি অসুস্থদের জন্য প্রস্তুত ছিলো অ্যাম্বুলেন্স।
ঈদের নামাজ শেষে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের বাসভবন বাংলাদেশ হাউজে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি ও সময় টিভির প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারন সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি আহ জুবেদ, সিনিয়র সহ সভাপতি ও আর টিভির প্রতিনিধি মো. জালাল উদ্দীন ও সহ-সভাপতি ও মাই টিভির প্রতিনিধি আল আমিন রানা।
আরও ছিলেন সাংগঠনিক সম্পাদক ও একাত্তর টিভির প্রতিনিধি সাদেক রিপন, নারী বিষয়ক সম্পাদক নাসরীন আক্তার মৌসুমী, এটিএন বাংলার কুয়েত প্রতিনিধি আহাদ আম্বিয়া খোকন, জিটিভির কুয়েত প্রতিনিধি মো. আলাল আহমদ, কালবেলার প্রতিনিধি আবু বকর পাভেল, চ্যানেল ২৪ টিভির জিশান মাহমুদ।
সাধারণ প্রবাসী বাংলাদেশিদের সাথেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।