স্কটল্যান্ডে বাংলাদেশিদের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগীতা অনুষ্ঠিত

তুহিন মাহামুদ স্কটল্যান্ড থেকে : স্বতঃস্ফূর্ত ও উৎসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে অনুষ্ঠিত হলো দ্বিতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট। লাল সবুজ ব্যাডমিন্টন স্পোর্টিং ক্লাব এডিনবার্গের আয়োজনে টুর্নামেন্টে অংশগ্রহণ করে স্কটল্যান্ড এর বিভিন্ন শহর থেকে আগত বাংলাদেশী বংশোদ্ভুত ১৬টি দল। গত ২৩শে জুন এডিনবার্গ একাডেমি স্কুল স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। টো টুর্নামেন্টে বিজয়ী হন লাল সবুজ ক্লাবের সদস্য হুমায়ূন রশিদ এবং কালাম আজাদ। রানার আপ হন দ্বীন ইসলাম ও নান্নু মিয়া। ইডেনবার্গের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান টুর্নামেন্টকে স্পন্সর করেন। টুর্নামেন্ট আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেন জনাব ছনার মিয়া ও আবুল হাসনাত। টুর্নামেন্ট উপভোগ করেন এডিনবার্গে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।উপস্হিত সকলে উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান।

ইতালিতে প্রবাসীদের পাসপোর্ট এ্যান্ড্রোলমেন্ট আ্যাপয়েন্টমেন্ট ভোগান্তির অবসান

তুহিন মাহামুদ, ইউরোপ থেকে : বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইতালির পাসপোর্ট এ্যান্ড্রোলমেন্ট অ্যাপয়েন্টমেন্টের ভোগান্তির অবসান হলো প্রবাসীদের বললেন কনসাল জেনারেল। কনস্যুলেট সূত্রে জানা যায়, এতে অগ্রধিকার পাবে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট, হারানো পাসপোর্ট, এবং সংশোধনী করণ পাসপোর্ট। দীর্ঘদিন ধরে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইতালির মিশনে প্রবাসী বাংলাদেশীরা পাসপোর্ট করার জন্য সাধারণ ভাবে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারছিলোনা বিধায় মোটা অংকের বিনিময়ে প্রতারক চক্রের মাধ্যমে অ্যাপার্টমেন্ট সংগ্রহ চেষ্টা করে আসছিল প্রবাসীরা। খবরটি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইতালির কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ এর দৃষ্টিগোচর হলে তিনি প্রবাসীদের এই সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করে বলেন, আগামী আগস্ট থেকে শনি ও রবিবার মিলান বাসীর জন্য কনস্যুলেট সেবা প্রদান করার পরিকল্পনা রয়েছে।যার মাধ্যমে প্রবাসীদের এই সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়। এছাড়াও প্রতিদিন কনস্যুলেটে সরাসরি ভুক্তভোগীরা যোগাযোগ করে এবং ইমেইল এর মাধ্যমে প্রয়োজনীয় সমাধান পেতে পারেন। বিশেষ করে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, হারানো পাসপোর্ট এবং সংশোধনের জন্য আগে এলে আগে পাবেন ভিত্তিতে এ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন বলে কনস্যুলেট সূত্রে জানানো হয়।তাই ভুক্তভোগীদের কোনো দালাল ও প্রতারক চক্রের মাধ্যমে টাকা লেনদেন করে অ্যাপার্টমেন্ট সংগ্রহ না করার পরামর্শ দেন সংশ্লিষ্টরা। এদিকে গ্রাহকের তুলনায় সেবা প্রদান কারী কর্মকর্তা কম থাকায় প্রতিদিনই প্রবাসীদের চাপ ঠেকাতে হিমশিম খেতে হয় কর্মকর্তাদের।তাই কনস্যুলেটে জনবল বাড়ানোর দাবি জানান প্রবাসীরা। উল্লেখ্য গতকাল ২৪ জুন বিকালে কনস্যুলেট সভাকক্ষে মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার এবং উপদেষ্টা তুহিন মাহমুদ এর সাথে কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ এর মতোবিনিময় কালে তিনি খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলে জানান। এসময়ের উপস্থিত ছিলেন ভাইস কনসাল তাজ উল ইসলাম এবং প্রেসক্লাব প্রচার সম্পাদক রতন হক। মিলানে কনস্যুলার সেবার মাধ্যমে লাঘব হবে প্রবাসীদের এ্যপয়েনমেন্ট সমস্যা এমনটি প্রত্যাশা সবার।

ইতালিতে যুবদলের দোয়া মাহফিল

ইসমাইল হোসেন স্বপন, ইতালি : ইতালিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২২ জুন) ইতালির ভিচেন্সা যুবদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকির হোসেন গণি ( সভাপতি, ইতালি যুবদল), প্রধান বক্তা, ওমর ফারুক (সাধারণ সম্পাদক, ইতালি যুবদল)। অনুষ্ঠানে ইতালির ভিচেন্সা যুবদলের সভাপতি মাঈন উদ্দিন প্রিন্সের সভাপতিত্বে যৌথ সঞ্চলনা করেন একই সংগঠনের ভিচেন্সার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সহসভাপতি আবু সায়েম। আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে কোরআন তেলাওয়াত জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্যে দিয়ে সভা পরিচালনার কার্যক্রম শুরু করেন। আব্দুল কাইয়ুম কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য রাখেন সাবেক সফল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান সাহেব এবং ইতালি বিএনপি'র সুযোগ্য নেতৃত্ব কর্মী গড়ার কারিগর প্রাণপুরুষ ইতালি বিএনপি'র সম্মানিত বিপ্লবী সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন সূচনাতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফরহাদ হোসেন সিনিয়র সহসভাপতি ভিছেন্সা যুবদল। এতে প্রধান অতিথি ও প্রধান বক্তার গুরুত্বপূর্ণ বক্তব্যের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম মান্না উপদেষ্টা সদস্য, ভিছেন্সা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শিকদার মোহাম্মদ কায়েস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাত্তার, সহ-সভাপতি জাকির হোসেন, ওবায়দুল্লাহ জাকির সম্মানিত প্রথম সদস্য ভিছেন্সা যুবদল, মামুন খান সাবেক ছাত্রনেতা, পলাশ হাওলাদার বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি ব্যক্তিত্ব সমাজসেবক, জেনোবা থেকে আগত যুবনেতা রিমন, পাদোভা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী মোহাম্মদ আরিফ, সাইফুল ইসলাম জুয়েল- সহ-সভাপতি ভিছেন্সা যুবদল, প্রমুখ নেতৃবৃন্দ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইমরান খান প্রধান উপদেষ্টা ভিছেন্সা যুবদল, সদস্য ভিছেন্সা বিএনপি। যুবদলের এই দোয়া ও আলোচনা সভায় ভিছেন্সা প্রবিন্সের বিভিন্ন কমিউনি থেকে দলে দলে লোকজন অংশগ্রহণ করেন উত্তরাঞ্চল থিয়েনে ও এসকিউ থেকে কাজী সাত্তার, সাইফুল ইসলাম জুয়েল মোহাম্মদ আরিফ এডভোকেট মনিরুজ্জামান ও জাহিদুল ইসলাম মিল্টন এর নেতৃত্বে ১১ টি গাড়ি বহরে প্রায় ৫৫ জন লোক নিয়ে সভায় উপস্থিত হন, আলতে অআরজিনিয়ানো, লুনিগো, মালো, ভিছেন্সা দলে দলে নেতাকর্মীরা উপস্থিত হয়ে তা জনসমুদ্রে পরিণত হয়। এ সময় শহীদ জিয়ার আদর্শের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এডভোকেট মনিরুজ্জামান, জাফর আহমেদ, ওবায়দুল্লাহ জাকির, শিবলী সাদিক, মারুফ, রহমান জিয়া, পারভেজ আহমেদ মোঃ মিলন, শরীফ আহমেদ, মীর ইসমাইল, মাসুদ চৌধুরী, পলাশ হাওলাদার, পাদোবা বিএনপি'র সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক কামাল আকন্দ, যুবদল সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, মোহাম্মদ রিপন, জাহিদ হোসেন, আনিসুর রহমান সহ প্রমুখ শহীদ জিয়ার আদর্শের সৈনিকগণ। যুবদল আয়োজিত এই দোয়া মাহফিলে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের সুস্থতা কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়। এবং যুবদল সভাপতি মঈন উদ্দিন প্রিন্স এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয় অনুষ্ঠান শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

বাংলাদেশ-স্কটল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করছে ক্রস পার্টি গ্রুপ

ইউরোপ থেকে তুহিন মাহামুদ: স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে Cross-Party Group on Banglsdesh এর আয়োজনে স্কটিশ পার্লামেন্টে ১৯ জুন বিকালে অনুষ্ঠিত হলো বাংলাদেশ এবং স্কটল্যান্ডের মধ্যে সহযোগিতা মূলক গুরুত্বপূর্ণ সভা। অনুষ্ঠানের শুরুতেই সিপিজি সদস্য ও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সাথে পরিচিতি হওয়া এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের পরিচয় পর্বের মধ্যে দিয়ে এজেন্ডা ভিত্তিক আলোচনা শুরু হয়। স্কটিশ পার্লামেন্ট সদস্য ফয়সাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ এবং স্কটল্যান্ড দু'দেশের মধ্যে সহযোগিতা ও সম্পর্ক জোরদার করণের লক্ষে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার সৈয়াদা মুনা তাসনীম ভিডিও কনফারেন্সে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষা,সংস্কৃতি,শিল্প,সাহিত্য ও বানিজ্য সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য উপস্হাপন করেন। শুরুতে তিনি ফয়সাল আহমেদ চৌধুরী (এমএসপি) পূণরায় গ্রুপের আহবায়ক নির্বাচিত হওয়ায় তাঁকে ধন্যবাদ জানান। তিনি বলেন,"জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে ৪,জানুয়ারি কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন সফরে যান এবং ১৯৭১ সালে মুল্যবোধের উপর ভিত্তি করে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের বিষয়ে কথা বলেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এই ঐতিহাসিক সফর ছিল একটি বড় পদক্ষেপ এর সাধারণ মূল্যবোধের ভিত্তিতে যুক্তরাজ্য এবং স্কটল্যান্ডের সাথে মহান বন্ধুত্বে গণতন্ত্র,ধর্মনিরপেক্ষতা, অন্তর্ভুক্তিমূলক সমাজ,সামাজিক ন্যায়বিচার ও সমতা বিষয় সমূহের দিক গুলো কথা বলেছিলেন সেই ধারাবাহিকতায় বিগত ৫২ বছর ধরে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পেতে থাকে। হাইকমিশনার আরোও উল্লেখ্য করেন যে,ব্যবসায়িক অংশীদারিত্ব (বাংলাদেশে যুক্তরাজ্যের রপ্তানি বেড়ে ৫০% এবং ৫৪% বৃদ্ধির সাথে যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানি - যুক্তরাজ্য তৃতীয় বৃহত্তম বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগকারী। এছাড়া নিরাপত্তা সহযোগিতা; প্রতিরক্ষা সংগ্রহ; প্রশান্ত মহাসাগরীয় কৌশলগত স্বার্থ সহ নানা বিষয়ে স্কটল্যান্ডের সাথে বিশেষ সম্পর্কের উপর জোর দিয়েছেন এবং বাংলাদেশকে উপস্থাপন করেছে। তিনি, এখন স্কটল্যান্ডের সাথে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে চান এবং স্কটল্যান্ডে বিনিয়োগের জন্য আরও উৎসাহিত করেন। হাইকমিনার আরোও উল্লেখ্য করেন যে, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের উপর ফোকাস সহ পশ্চিমা দেশগুলিতে বাংলাদেশের বিনিয়োগ ও ব্যবসায়িক অংশীদারিত্ব অব্যাহত থাকবে। বিএইচসি (বাংলাদেশ হাই কমিশনার) বাংলাদেশে সরকারের উদার নীতি ও মানবিক মূলবোধের কথা উল্লেখ্য করে বলেন,"শেখ হাসিনা ১:৩ মিলিয়ন মিয়ানমার থেকে পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দিয়েছেন।এর কারণ ১৯৭১ সালে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন নির্যাতিত,নিপীড়িত শরণার্থী শেখ হাসিনা সে ব্যথা নিজে অনুভব করেন।বিএইচসি, বাংলাদেশকে আর্থিকভাবে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন এজন্য যে, (রোহিঙ্গা শরণার্থীদের) সাহায্য সঙ্কুচিত হচ্ছে,দেশের অর্থনীতি ও জনসাধারণের উপর চাপ সৃষ্টি হচ্ছে এবং প্রতি বছর $২ বিলিয়ন সেবা বাবদ খরচ হচ্ছে। বিএইচ সি,নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব,জলবায়ুর ন্যয়বিচার,সমুূ্দ্রের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইন,তৈরি পোষাক কারখানা,পরিবহন কাঠামো,টেকসই উন্নয়ন,অর্থনৈতিক প্রবৃদ্ধির ভোক্তা বাজার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেছেন। বিএইচসি মহান রাজনৈতিক,অর্থনীতি এবং সম্প্রদায়ের উপর আলোকপাত করেছেন,যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করে বলেন,ইউকে এবং স্কটল্যান্ড জুড়ে প্রায় ২০০ ব্রিটিশ-বাংলাদেশী কাউন্সিলর সব দলের প্রতিনিধিত্ব করে আসছে এছাড়া পেশাদারিত্বে শিক্ষক ব্যারিস্টার,সলিসিটর,ডাক্তার তাদের স্ব স্ব স্হানে থেকে অসামান্য অবদান রাখার জন্য সকলকে অভিনন্দন জানান। বাংলাদেশী হাইকমিশনার (বিএইচসি) এমএসপি-কে তাদের CPG-তে পুনঃনির্বাচনের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সিপিজি সদস্যদের জন্য হাইকমিশন বাংলাদেশে তাদের প্রথম সরকারী সফরে বন্ধুত্বকে শক্তিশালী করা এবং বাংলাদেশ ও স্কটল্যান্ডের মধ্যে সহযোগিতা স্হাপনের জন্য CPG কে ধন্যবাদ জানান। বিএইচসি ক্রস-পার্টির প্রতি কয়েকটি সুপারিশ পেশ করেন। যেমন, ১। বাংলাদেশের গণহত্যা নিয়ে সংসদে আলোচনা করা ও ১৯৭১ সাল -কে স্বীকৃতি দেওয়ার জন্য একটি সাধারণ পদ্ধতির আহ্বান। উল্লেখ্য :গণহত্যা, গ্যারি জে এর একটি বই 'দ্য ব্লাড টেলিগ্রাম। ২। রোহিঙ্গাদের বিষয়ে আলোচনার জন্য স্কটিশ পার্লামেন্টের আহ্বান উদ্বাস্হ সংকট। ৩। স্কটল্যান্ড এন্টারপ্রাইজের সাথে একটি EMU স্বাক্ষর উৎসাহিত করণ। ৪। ডিজিটাল উদ্ভাবন: বাংলাদেশের ৬৫% তরুণ জনসংখ্যা, বাংলাদেশ দৃঢ়ভাবে এন্টারপ্রাইজ অনুসরণ করছে এবংডিজিটাল উদ্ভাবন এবং আশা করে তারা স্কটল্যান্ডের সাথে কাজ করতে পারবে এই সম্প্রসারণশীল খাতে। ৫) স্মার্ট সিটির প্রস্তাব ফয়সল চৌধুরী এমএসপি মাইলস ব্রিগস এমএসপি সারাহ বয়াক এমএসপি, ইভেলিয়ন টুইড,কাজী জিয়াউল হাসান, বাংলাদেশের সহকারী হাইকমিশনার (ম্যানচেস্টার) স্কটল্যান্ডের বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশন স্কটল্যান্ড(ELREC),অধ্যাপক মোজাম্মেল হক - অর্থনীতি বিভাগ, স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয়, গ্লাসগো সিপি,বাংলা স্কট ট্রাস্ট স্কটিশ যুব সংসদ অর্থনীতি বিভাগ,স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয়,গ্লাসগো চ্যারিটি এডুকেশন ইন্টারন্যাশনাল (CEI) জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (লন্ডন)মিলান অ্যাবারডিন সিটি কাউন্সিল,স্কটল্যান্ডে বৃহত্তর সিলেট উন্নয়ন ও কল্যাণ পরিষদ জেএমএন স্কটল্যান্ড লিমিটেড এবং স্কটল্যান্ডের বাংলাদেশী কমিউনিটির অন্যান্য স্বতন্ত্র,ইভান ম্যাকি এমএসপি সহ সকলকে ধন্যবাদ জানিয়ে স্কটল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার মহান সম্পর্কের প্রশংসা করে হাই কমিশনার তাঁর বক্তব্য শেষ করেন। অনুষ্ঠানে ড.ইব্রাহীম রশিদ( পিএইচডি ফিলো স্টিরলিং ইউনিভার্সিটি ইউকে) বাংলাদেশী ছাত্র/ছাত্রীদের জন্য শিক্ষা এবং অভিজ্ঞতার উপর একটি প্রতিবেদন উপস্হাপন করে যার ফলশ্রুতিতে ইউকে তে শিক্ষা খাতে বাংলাদেশ আরও সম্প্রসারিত হবে সে বিষয় বিশদ আলোচনা করেন।এছাড়া আজরিনা আফরিন স্কটিশ বাংলাদেশ এসোসিয়েশনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষান্তে স্কটিশ পার্লামেন্ট সদস্য,শ্যাডো কালচারাল মিনিস্টার ফয়সাল আহমেদ চৌধুরী, সৈয়দা মুনা চৌধুরী( বিএইচসি), কাজী জিয়াউল হাসান (বাংলাদেশের সহকারী হাইকমিশনার ম্যানচেষ্টার)সহ অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান সমাপ্ত করেন।

দুবাইয়ে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

ইউএই প্রতিনিধি: প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আয়োজিত ত্রিদেশীয় (সংযুক্ত আরব আমিরাত, ওমান ও কাতার) ফুটবল টুর্ণামেন্ট দুবাই গ্যাসেস ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। শুরুতে কনসাল জেনারেল বিএম জামাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সিনিয়র-সহ সভাপতি হাজী মোঃ ওসমান গনি। টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সিলর আবদুস সালাম। প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সভাপতি সৈয়দ মোহাম্মদ আজিম উদ্দিনের সভাপতিত্বে এবং মাসুদ করিম সুমন সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই উপদেষ্টা আলহাজ্ব জালাল উদ্দিন মদিনা, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরী, প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রধান উপদেষ্টা নাসির উদ্দিন বাবর, প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ওসমান, উপদেষ্টা মোহাম্মদ ফয়েজ, মোহাম্মদ জসিম, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, টুর্নামেন্টের আহ্বায়ক মোঃ শফিউল আলম, শামসুল হক, সদস্য সচিব এস এম আব্দুল মাবুদ প্রমুখ। খেলায় দুবাইতে চ্যাম্পিয়ন সুপারস্টার ফুটবল একাদশ (৩) রানার্স আপ সেভেন স্টার ফুটবল একাদশ (০) কাতারের চ্যাম্পিয়ন জোন চট্টগ্রাম ফ্রেন্ডস ক্লাব ফুটবল একাদশ রানার্স আপ স্বপ্নচূড়া ফুটবল একাদশ (০) এবং ওমান লেওয়া জাহিয়া চ্যাম্পিয়ন সানাইয়া নাইন স্টার ক্লাব ফুটবল একাদশ (১) রানার্স আপ লেওয়া সেভেন স্টার ফুটবল একাদশ (০) ওমান আল মুসানা চ্যাম্পিয়ন প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ ফুটবল একাদশ (৪) রানার সাব গুনগুনিয়া বেতাগী ফুটন্ত গোলাপ একতা সংঘ ফুটবল একাদশ (১)।

ইতালির জেনোভাতে উৎসাহ উদ্দীপনায় পবিত্র ঈদুল আযহা পালিত

ঈদটি ছুটির দিনে হওয়ায় মুসল্লিদের ঈদের জামাতগুলোতে নেমেছে মানুষের ঢল, প্রতি বছরের মত এ বছরও ইতালির জেনোভা শহরে পিয়েচ্ছা কারিকামেন্তে দাওয়া সেন্টার ও আল বুখারী মসজিদের সমন্বয়ে খোলা মাঠে বিশাল ঈদের জামাতের নামাজ অনুষ্ঠিত হয়। ,সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আখতার হোসেন ঢালী, কালাম ফরাজি, ইমরান হোসেন, নুরু হাজী, আবু সায়েম, জহির মান্নান, আলী ব্যাপারি সহ কমিউনিটি ব্যক্তিবর্গ আগামী বছরগুলোতে একসাথে সকলে যেন নামাজ আদায় করতে পারে এই আশাই ব্যক্ত করেন। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সাথে মিল রেখে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে একসাথে পালিত হয়েছেন ঈদ উল আযহার নামাজ, মুসল্লিদের উপস্থিতি দেখে মনে হয়েছে যেন প্রতিটি জামাতই একখণ্ড বাংলাদেশ, গ্রীষ্মের শুরুতেই চমৎকার আবহাওয়া এবারও ইতালির বিভিন্ন স্থানে খোলা মাঠে ঈদের জামাতগুলো নামাজ আদায় করতে পেরে আনন্দিত মুসল্লিগণ,বাংলাদেশী আফ্রিকান মুরুক্ষি তুনোসিয়া সহ মুসলিম সম্প্রদায়ের সকল লোক একসাথে জামাতে নামাজ আদায় করতে পেরে সকলে আনন্দিত, নামাজ শেষে কোরবানি দিতে অনেকেই ছুটে যান খামারগুলোতে,প্রবাসে থেকে ত্যাগের মহিমার কুরবানী দিতে পেরে অনেকেরই আনন্দিত,নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তির জন্য দোয়া করা হয়।

ইতালির জেনোভাতে উৎসাহ উদ্দীপনায় পবিত্র ঈদুল আযহা পালিত

ঈদটি ছুটির দিনে হওয়ায় মুসল্লিদের ঈদের জামাতগুলোতে নেমেছে মানুষের ঢল, প্রতি বছরের মত এ বছরও ইতালির জেনোভা শহরে পিয়েচ্ছা কারিকামেন্তে দাওয়া সেন্টার ও আল বুখারী মসজিদের সমন্বয়ে খোলা মাঠে বিশাল ঈদের জামাতের নামাজ অনুষ্ঠিত হয়। ,সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আখতার হোসেন ঢালী, কালাম ফরাজি, ইমরান হোসেন, নুরু হাজী, আবু সায়েম, জহির মান্নান, আলী ব্যাপারি সহ কমিউনিটি ব্যক্তিবর্গ আগামী বছরগুলোতে একসাথে সকলে যেন নামাজ আদায় করতে পারে এই আশাই ব্যক্ত করেন। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সাথে মিল রেখে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে একসাথে পালিত হয়েছেন ঈদ উল আযহার নামাজ, মুসল্লিদের উপস্থিতি দেখে মনে হয়েছে যেন প্রতিটি জামাতই একখণ্ড বাংলাদেশ, গ্রীষ্মের শুরুতেই চমৎকার আবহাওয়া এবারও ইতালির বিভিন্ন স্থানে খোলা মাঠে ঈদের জামাতগুলো নামাজ আদায় করতে পেরে আনন্দিত মুসল্লিগণ,বাংলাদেশী আফ্রিকান মুরুক্ষি তুনোসিয়া সহ মুসলিম সম্প্রদায়ের সকল লোক একসাথে জামাতে নামাজ আদায় করতে পেরে সকলে আনন্দিত, নামাজ শেষে কোরবানি দিতে অনেকেই ছুটে যান খামারগুলোতে,প্রবাসে থেকে ত্যাগের মহিমার কুরবানী দিতে পেরে অনেকেরই আনন্দিত,নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তির জন্য দোয়া করা হয়।

আ.লীগ নেতা রোমানকে ভেনিসে ফুলেল শুভেচ্ছা

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক সাহেবের কৃতি সন্তান ভেনিস আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান ভৈরব উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য কবিরউজ্জামান রুমান ইতালিতে আগমন করায় বিমানবন্দরে অভ্যর্থনা জানান নেতৃবৃন্দরা। বুধবার সন্ধ্যায় ভেনিসের মার্কো পলো এয়ারপোর্টে আগমন করলে উনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা জানান ভেনিস আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ , সিনিয়র সহ সভাপতি তাজুল ইসলাম , বিশিষ্ট ব্যবসায় মানবতার সেবক মোবারক হোসেন , ভৈরব প্রবাসী সিরাজ মিয়া , শহিদুল ইসলাম , নুরুজ্জামান, মনির আহমেদ ও সাংবাদিক সজীব আল হোসাইন। কবিরুজ্জামান রোমান সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলকে ধন্যবাদ জানান। তিনি তালি প্রবাসী ছিলেন এখন আছেন। রাজনীতির কারণে দেশে অবস্থান করেন। তিনি ভেনিস আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভেনিস আগমনে তিনি দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং মুজিব আদর্শে সব সময় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট

দুবাইয়ে বাংলাদেশিদের জন্য ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ। সোমবার (১৭ জুন) আরব আমিরাত, কাতার ও ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে সংগঠনটি। এ উপলক্ষে মঙ্গলবার (১১ জুন) সারজা হুদাইবিয়া রেস্টুরেন্ট হলরুমে ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ করিম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবতার ফেরিওয়ালা মোঃ ওসমান গনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শারজার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফয়সাল আহমেদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দুবাই আল আবিরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাসের উদ্দিন বাবর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, মোহাম্মদ ফয়েজ, মোহাম্মদ জসিম প্রমুখ।এসময় আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আহ্বায়ক মোঃ শফিউল আলম, সদস্য সচিব এস এম আব্দুল মাবুদ, সদস্য কামাল উদ্দিন, সৈয়দ মোহাম্মদ আজিম উদ্দিন, মোঃ মুরাদ, ইকবাল করিম, তৌহিদুল ইসলাম, নুরুল আজম, মোঃ ইকবাল,মোঃ সেলিমসহ অনেকে। আয়োজকরা বলছেন,ব্যস্ত জীবনে প্রবাসীদের আনন্দ বিনোদনে তেমন একটা সুযোগ হয়ে উঠে না। তাছাড়া প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মরাও বঞ্চিত হচ্ছে খেলাধুলা সহ নানারকম বিনোদন বাংলা সংস্কৃতি থেকে। প্রবাসী এবং তাদের পরিবার-পরিজনদের আনন্দ বিনোদনের কথা চিন্তা করে এই ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন।তাছাড়া তিনদেশের প্রবাসী বাংলাদেশিদের এ মিলনমেলা কিছু সময়ের জন্য মরুর বুকে লাল সুবজের এক টুকরো বাংলাদেশে পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা।

এডিনবার্গে  'THISTLE SHAPLA' এর উদ্যোগে সংগীতশিল্পী জনিকে সম্মাননা ক্রেস্ট প্রদান

যুক্তরাজ্য থেকে তুহিন মাহামুদ : প্রবাসের মাটিতে বাঙ্গালী সংস্কৃতি চর্চা এবং শিল্প ও সাহিত্যকে বহুমুখী সংস্কৃতির মাঝে পরিচয় করার লক্ষে সমন্বয়ক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে THISTLE SHAPLA CULTURAL GROUP প্রবাসের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে নিজস্ব সংস্কৃতি ছড়িয়ে দেয়া এবং সম্ভবনাময় কবি, সাহিত্যকি, সাংবাদিক, শিল্পীদের উৎসাহ প্রদানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় স্বনামধন্য গুণী শিল্পী জনিক আহমেদকে সম্মাননা ক্রেস্ট প্রদানের লক্ষে এডিনবার্গের একটি অভিজাত রেস্তরায় মঙ্গলবার (১১জুন) অনুষ্ঠিত হয় সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধার। সৈয়দ আনোয়ারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফকরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কটল্যান্ডের পার্লামেন্ট সদস্য ফয়সাল চৌধুরী, সংগঠনের চেয়ার পারসন শাহনূর চৌধুরী, বিশেষ অতিথি জাকির খান, ইয়াহিয়া খান, খসরু খান, আহমেদ আলি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তন্মধ্যে, আলমগীর কবির, সায়েম ,মোয়াজ্জেম হোসেন, তুহিন মাহামুদ প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে উপস্হিত ছিলেন শাহ এমদাদুল হক বাবু,আবুল কালাম,মোমিনুর রহমান,আমিনুল ইসলাম,রফিকুল ইসলাম বাচ্চু,জনি খন্দকার,মামুন খান সহ এডিনবার্গে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানকে সূরের মূর্ছনায় প্রাণবন্ত করে তোলেন সংগীত শিল্পী জনি,রবিন হোসেন,সুমন,অভি এবং ইলমান। সংগীত শিল্পী জনির হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি ফয়সাল চৌধুরী (এমবিই এম এসপি) এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। সবশেষে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

ইতালিতে জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী পালিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইতালির পাদোভাতে বিএনপির উদ্যোগে আয়োজিত হয় এক দোয়া ও আলোচনা সভা ।স্থানীয় একটি হলরুমে জাকির ভুঁইয়ার সভাপতিত্বে কামাল আকন ও আবুল হোসেন রনির যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি এম আজাহারুল আলম ফিরোজ।এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন মোঃ সেলিম, আশিকুর রহমান ইউসুফ, গোলাপ মাহমুদ, রফিকুল ইসলাম ছৈয়াল,মামুনুর রশিদ মিন্টু,মোঃআলী টুটুল, মিজানুর রহমান, জাহাঙ্গীর চৌধুরী, জি এস মুন্না, সরদার দেলোয়ার হোসেন, আক্তার মোল্লাসহ আর ও অনেকে।পরে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ইতালি বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও ভিচেন্সা যুবদলের প্রধান উপদেষ্টা ইমরান আহমেদে সহ সকল নেতাকর্মীদের সুস্থতা কামনা করে এক বিশেষ মোনাজাত করেন স্থানীয় মসজিদের ইমাম।

ইতালিতে বাংলাদেশিকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৪ বাংলাদেশি

ইতালিতে এক প্রবাসী বাংলাদেশিকে ‘অপহরণের’ অভিযোগে ৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ‘অপহৃত’ বাংলাদেশি আলাউদ্দিন আলো (৬০) একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। এ ঘটনায় আরও অনেকের জড়িত থাকার সন্দেহে তদন্তের জন্য গ্রেপ্তার হওয়া কারো নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। স্থানীয় সময় মঙ্গলবার (৪ জুন) ভোররাতে রোমের একটি আবাসিক হোটেল থেকে ‘অপহৃত’ আলাউদ্দিনকে উদ্ধার এবং এসময় তার সঙ্গে থাকা ৪ ‘অপহরণকারী’ বাংলাদেশিকে আটক করে ইতালি পুলিশ। রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. জসীমউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে উদ্ধার পাওয়া বাংলাদেশি আলাউদ্দিন স্থানীয় প্রবাসী সাংবাদিকদের বলেন, “রোববার সন্ধ্যায় আমার পরিচিত এক বাংলাদেশির ফোন পেয়ে বাসার নিচে নামি। পরে তার সঙ্গে কথা বলতে বলতে হেঁটে একটু দূরে বাত্তিনি কোরনেলিয়া এলাকায় চলে যাই। এসময় হঠাৎ সেখানে একটি মাইক্রোবাস এসে আমাকে জোর করে তুলে মুখে টেপ লাগিয়ে দেয়। আমার দিকে অস্ত্র তাক করলে জীবনরক্ষার ভয়ে চুপ থাকি। “পরে তারা আমাকে রোম থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে একটি পাহাড়ি এলাকায় নিয়ে যায়। কয়েকটি ফাঁকা ফায়ার করে আমার কাছে ৫০ হাজার ইউরো মুক্তিপণ দাবি করে।” প্রায় ২৫ বছর ধরে ইতালিতে বসবাস করা আলাউদ্দিন অভিযোগ করেন, “তারা আমাকে স্থানীয় একটি আবাসিক হোটেলে আটকিয়ে রাখে। এসময় টাকা জোগাড় করার কথা বলে তাদের কাছ থেকে আমি আমার ফোন নিয়ে গোপনে রোমে থাকা আমার ভাগিনা ও আমার কমার্চিলিস্তা (হিসাবরক্ষক)-কে লাইভ লোকেশন শেয়ার করি। মঙ্গলবার ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে আমাকে উদ্ধার করে এবং তাদের সবাইকে আটক করে।” এ বিষয়ে রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. জসীমউদ্দিন বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে মুক্তিপণের দাবিতে অপহরণের মামলা দায়ের করেছেন আলাউদ্দিন। তিনি বিষয়টি আমাদের লিখিতভাবে জানিয়েছেন। আমরা আলাউদ্দিন ও তার দেশে থাকা পরিবারের সদস্যদের নিরাপত্তা দিতে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠাবো।”

টরন্টোতে ১ জুন বাংলা বইমেলা

কানাডার টরন্টোতে অন্যমেলা আয়োজিত ১৮তম টরন্টো বাংলা বইমেলা জুন ১ এবং ২ তারিখ ( শনিবার ও রবিবার ) শুরু হবে। আজ সন্ধ্যায় ধানসিঁড়ি রেস্টুরেন্টে টরন্টো’র মিডিয়া ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক সাওগাত আলি সাগর (নতুন দেশ),সঞ্জয় চাকী (ক্লাইমেট টিভি), তাপস কর্মকার (খবরের কাগজ), দীন ইসলাম (প্রবাসী টিভি), মো. ইব্রাহিম (আর টিভি) , সাংবাদিক মোশাররফ হোসেন এবং প্রিন্ট মিডিয়ার ও ইলেট্রনিক মিডিয়া’র প্রতিনিধিবৃন্দ। সভায় বইমেলা আয়োজকদের পক্ষ থেকে প্রচার ও মিডিয়া সমন্বয়কারী কাজী বাসিত মিডিয়া প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়ে বইমেলা’র আহ্বায়ক শেখ সাদী আহমেদকে বইমেলা সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরার অনুরোধ করেন। আয়োজকদের মধ্যে দায়িত্বপ্রাপ্ত আসমা আহমেদ, জসিম মল্লিক, সাঈদা বারী, জামানা হাসিনা , রিঙ্কি আহমেদ পুরো বইমেলা’র আয়োজন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং মিডিয়া ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি জানান, এবারের বইমেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মো. নুরুল হুদা (মহা-পরিচালক/ বাংলা একাডেমী) বাংলাদেশ থেকে লেখক, প্রকাশক, কবি, সাহিত্যক , সংগীত শিল্পী, আবৃত্তিকার সংস্কৃতি কর্মী ও বাংগালীদের মিলনমেলায় পরিনত হবে বলে আশা প্রকাশ করেন। আসমা আহমেদ বলেন এবারের বইমেলায় অনেক নতুন সংযোজন রয়েছে যা বইমেলা কে নতুন উচ্চতায় নিয়ে যাবে , তিনি কানাডায় বসবাসরত বাংলাদেশের সবাইকে আমন্ত্রন জানিয়েছেন, সুস্থ সংস্কৃতির বিকাশে বইমেলা সফলতা করেন। জসিম মল্লিক বাংলাদেশ থেকে আমন্ত্রিত লেখক ও প্রকাশকদের বিষয়ে যাবতীয় তথ্য জানান। তিনি জানান এবারের মেলায় সংবাদিকদের জন্য একটি বুথ থাকবে সাঈদা বারী বলেন শিশু কিশোরদের জন্য এবারের বইমেলায় বেশ কিছু আয়োজন থাকছে তাই সন্তানদের নিয়ে বইমেলায় আসতে অনুরোধ জানিয়েছেন। অরুনা হায়দার সাংস্কৃতিক আয়োজন সম্পর্কে তথ্য তুলে ধরেন , তিনি জানান এবারের বইমেলায় টরন্টো’র বেশীরভাগ সাংস্কৃতিক সংগঠন ( অন্যস্বর, আপন উচ্চারন, কন্ঠ চিত্রন) ২টি বিশ্ববিদ্যালয়, শিশুদের সংগঠন (খেলাঘর কানাডা, দিদিমনির আসর) ও সুকন্যা ন্রিতাংগন, আবৃত্তিকার বেলায়েত হোসেন, জিন্নাহ চৌধুরী, শেখর গোমেজ,প্রমুখ, এবং সংগীতে রনি দত্ত, লিলি ইসলাম, শহীদ খন্দকার টুকু, ফারহানা শান্তা , নাহিদ কবির, মেহজাবিন ওসমান, নিঝুম প্রশান্তি প্রমুখ অংশগ্রহণ করবেন। মিডিয়া ও সাংবাদিকদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার করা হবে বলে বইমেলা’র আয়োজকদের প্রতিশ্রুতি দেন । মতবিনিময় সভার শেষে চা চক্রের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।

মালয়েশিয়ায় হাইকমিশনের উদ্যোগে মোবাইল কনস্যুলার সেবা

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দুই দিনব্যাপী মোবাইল কনস্যুলার সেবার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ মে) স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ অনারারি কনস্যুলেট অফিস পেনাং মালয়েশিয়া থেকে ই-পাসপোর্ট সেবার মোবাইল কনস্যুলার সার্ভিসটির উদ্বোধন করা হয়। এছাড়া ই-পাসপোর্ট সেবার মোবাইল কনস্যুলার সার্ভিসটি দ্বিতীয় দিন রোববার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় অগ্রণী রেমিটেন্স হাউস, বুকিট মারতাজাম, পেনাং থেকেও দেওয়া হবে। মোবাইল কনস্যুলার সার্ভিসের উদ্বোধন উপলক্ষ্যে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান, পেনাং অনারারি কনস্যুলেট অফিসের অনারারি কনসাল দাতু শেখ ইসমাইল আলাউদ্দিন, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন (পাসপোর্ট ও ভিসা) ও অন্যান্য কর্মকর্তারা। এছাড়া বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেএল (ESKL) এর পরিচালক আরমান পারভেজ মুরাদ (জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা) ও অন্যান্য প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সেবা প্রার্থী উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্যে সফল বাংলাদেশির তালিকায় সাবরিনা হোসাইন

ইসমাইল হোসেন স্বপন , ইতালি থেকে : যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় বিজনেস আমেরিকা ম্যাগাজিনে প্রকাশিত যুক্তরাজ্যের সফল বাংলাদেশির তালিকায় এনটিভি ইউরোপের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) সাবরিনা হোসাইন মনোনীত হয়েছেন। গতকাল (৮ এপ্রিল) বিজনেস আমেরিকা তাদের অফিশিয়াল সাইটে এই ঘোষণা দেয়। ব্যবসা, মানবসেবা, গণমাধ্যম ও কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা হোসাইনের এই প্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়েছেন দেশ ও প্রবাসের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনসহ কমিউনিটির বিশিষ্টজনেরা। সাবরিনা হোসাইন জানান, এই অর্জন প্রবাসে বাংলাদেশিদের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। পাশাপাশি তিনি ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে কাজ করে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন।

ব্রুনাইয়ে বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

ব্রুনাইয়ে বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও তাদের মাঝে পুরস্কার বিতরণ করেছে বাংলাদেশ চেম্বার্স অব কমার্স। বৃহস্পতিবার (৯ মে) রাজধানী বন্দর সেরি বেগাওয়ানের একটি হোটেলে এ অনুষ্ঠান হয়। চেম্বার্স অব কমার্সের সভাপতি লিয়াকত আলী সরকারের সভাপতিত্বে ও এ.কে.এম জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রথমে কোরআন তেলাওয়াত এবং দোয়া করেন হাফেজ হাবীব উল্লাহ হানিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে লিয়াকত আলী সরকার বলেন, ব্রুনাইয়ে বসবাসরত বাংলাদেশি যেসব শিক্ষার্থী জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (জিসিই) ‌‘ও’ লেভেল এবং জিসিই ‘এ’ লেভেল পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছে, তারা শিক্ষাপ্রতিষ্ঠান এবং তাদের পিতা-মাতা উভয়কেই গর্বিত করেছে। এ জন্য তাদের সবাইকে ধন্যবাদ। মেধাবী শিক্ষার্থীরা স্কুল-কলেজে এবং সমাজে অপরিসীম অবদান রাখায় তরুণ প্রতিভাদের স্বীকৃতি দেওয়ার জন্য এই ধরনের প্রোগ্রাম প্রতি বছর বাংলাদেশ চেম্বার অব কমার্সের পক্ষ থেকে আয়োজন করা হয়ে থাকে। ভবিষ্যতেও করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার নাহিদা রহমান সুমনা। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের বেশি বেশি অধ্যয়ন করতে হবে। বেশি করে বই পড়া, খেলাধুলা করা, স্বেচ্ছাসেবক হিসেবে সমাজের মানবিক কাজে নিজেকে নিয়োজিত করা, বিশ্বমানের নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। এ সময় এ ধরনের আয়োজনের জন্য বাংলাদেশ চেম্বার্স অব কমার্সের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, যুক্তরাজ্যের হাইকমিশনার, দি ইসলামিক রিপাবলিক অব ইরানের দূতালয় প্রধান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক, বাংলাদেশ হাইকমিশনের দূতালয় প্রধান ও প্রথম সচিব (শ্রম) এবং বাংলাদেশ থেকে আসা অতিথিগণ, রয়েল ব্রুনাই আর্মড ফোর্সেস কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স এ অংশ গ্রহণরত বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর ও প্রবাসী বাংলাদেশি, ব্রুনাইয়ের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, প্রকৌশলী, সাংবাদিক, শিক্ষক, অভিভাবকরা। ঢাকাওয়াচ/টিআর

নিউইয়র্কে গুলিতে দুই বাংলাদেশি নিহত, উত্তপ্ত কমিউনিটি

নিউইয়র্ক স্টেটের বাফেলোতে শনিবার দিন-দুপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত দুই বাংলাদেশি আবু সালেহ মোহাম্মদ ইউসুফ এবং বাবুল মিয়ার ঘাতকের গ্রেফতার দাবিতে কমিউনিটিতে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে। এ দাবিতে স্থানীয় সময় রবিবার বাফেলোর ৯৫৫ ফিলমোর এভিনিউতে প্রতিবাদ-সমাবেশের ডাক দেয়া হয়েছে। এর আগে শনিবার দুপুরে নিউইয়র্ক সিটি থেকে ২৯০ মাইল দূরে কানাডা সীমান্ত সংলগ্ন বাফেলোতে বাংলাদেশিদের নতুন বসতিস্থলে নিজ বাড়ি সংস্কারের সময় ওই দুই প্রবাসীকে গুলি করে হত্যা করা হয়। বাফেলো পুলিশ জানায়, বেলা সাড়ে ১২টায় জিনার স্ট্রিটে (ইস্ট ফেরী স্ট্রিট ও বেলী এভিনির কর্ণারে) একটি বাড়ির সংস্কারের কাজ করছিলেন নিহতরা। সেখানেই গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং ঘটনাস্থল থেকে এক বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়। আরেকজন গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান। বাফেলোতে বসবাসরত কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক মতিউর রহমান লিটু বলেন, নিহতদের একজন হলেন সিলেটের কানাইঘাট উপজেলার ইউসুফ (৫৮) এবং আরেকজন কুমিল্লার বাবুল মিয়া (৪৩)। এতে প্রবাসীদের মধ্যে ভীতির সঞ্চার ঘটেছে। তবে বাফেলো পুলিশ প্রশাসনের পক্ষে সিটি ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে পুরো এলাকা ঘেরাও করে রাখা হয়েছে। কমিউনিটির নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে দাবি করা হয়েছে। কম্যুনিটি লিডার আবুল বাশার এবং সাংবাদিক মতিউর রহমান লিটু বাফেলো থেকে আরো জানান, এমন হত্যাকাণ্ডের প্রতিবাদ, দায়ীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হচ্ছে প্রশাসনের কাছে। বাফেলোস্থ ‘স্টপ দ্য ভায়োলেন্স কোয়ালিশন’র নির্বাহী পরিচালক মুরে হোলম্যান স্থানীয় গণমাধ্যমে বলেছেন, বাফেলো সিটিতে বসবাসরতরা শান্তিপ্রিয় এবং কখনো কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এমন অবস্থায় কঠোর পরিশ্রমী কমিউনিটি হিসেবে পরিচিত বাংলাদেশিরা আক্রান্ত হলেন-এটা খুবই দুঃখের ব্যাপার। ঢাকাওয়াচ/স

মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশিসহ ২৬ জন আটক

মালয়েশিয়ার জোহর বারু প্রদেশের ইমিগ্রেশন বিভাগ ১৫টি দোকানে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ২৬ জন নথিবিহীন বিদেশি নাগরিককে আটক করেছে। ইমিগ্রেশন পরিচালক বাহারউদ্দিন তাহির বলেন, সেখানে অনেক অবৈধ অভিবাসী বসবাস করছে। স্থানীয়দের থেকে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিনি আরো বলেন, অভিযানে ১১৫ জন বিদেশির মধ্যে বাংলাদেশের ২৩ জন, ভারতের দুজন এবং ইন্দোনেশিয়ার একজনকে আটক করা হয়েছে। ২১ থেকে ৪৯ বছর বয়সী সন্দেহভাজনদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর অধীনে আটক করা হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের ১ মার্চ থেকে শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ। তবে এর মাঝেও থেমে নেই ধরপাকড় অভিযান। ঢাকাওয়াচ/টিআর

কানাডা বিএনপির মতবিনিময় সভা

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহ-সভাপতি, ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সভাপতি রেজাউল কবির পলের কানাডা আগমন উপলক্ষ্যে টরন্টতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও যুবদল কানাডা শাখার উদ্যোগে সম্প্রতি টরন্টোর একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠান হয়। টরন্টো শহরের সমাজ সেবক এবং কানাডা বিএনপির অন্যতম নেতা আখলাক হোসেনের সভাপতিত্বে ও বিএনপির কানাডা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র নেতা জাকারিয়া চৌধুরী পরিচালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন কানাডা বিএনপির তিনবারের সফল সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফয়সল আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কানাডা বিএনপির উপদেষ্টা মঈন চৌধুরী ও কুইবেক বিএনপির সহ-সভাপতি নওশাদ উল্লাহ। সভার শুরুতে শহিদ রাষ্টপতি জিয়াউর রহমান ও আরফাত রহমানের আত্মার মাগফেরাত কামনা ও দেশমাতা বেগম খালেদা জিয়া ও মজলুম জননেতা তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফিজ মৌলানা তাহের আহমদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেত্রী অধ্যাপিকা তাহমিনা চৌধুরীসহ বিশিষ্ট কলামিস্ট মিসেস রোকেয়া পারভিন, বিএনপিনেতা সাবেক কমিশনার মনজুর আলম চৌধুরী খোকন, ছাত্রদল নেতা শাহ মোহাম্মদ নিশাত, যুবদল নেতা বেলাল চৌধুরী, যুবদল নেতা সারওয়ার হোসেন সুমন, সমাজ সেবক এম আর আজিজ। যুবদল নেতা আবদুল আলিম, আল এমরান সাকিব, আল হামজা ইমন। মতবিনিময় সভায় রেজাউল করিম পল আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, হাজারও নির্যাতন অত্যাচারের পরও বিএনপি বাংলাদেশর মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকে পিছু হটে নাই। ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে এই সংগ্রাম চলছে, চলবে। প্রধান অতিথির বক্তব্যে ফয়সল চৌধুরী পবিত্র ঈদ ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, জাতির এই গভীর সংকটকালে কানাডিয়ান-বাংলাদেশিদের দায়িত্ব অপরিসীম। সবাইকে নিজেদের মধ্যে কঠিন ঐক্য বজায় রেখে স্বৈরশাসক শেখ হাসিনার অপশাসন উচ্ছেদ করতে হবে। সারাবিশ্বের নির্যাতিত মানুষের পাশে কানাডা সরকারকে কঠিন অবস্থানেরও আহ্বান জানান তিনি। ঢাকাওয়াচ/টিআর

ইতালিতে প্রবাসীদের ঈদ উদযাপন

ইতালিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর  উদযাপন করছে বাংলাদেশিসহ প্রায় ২৫ লাখ মুসলমান নাগরিক। বুধবার (১০ এপ্রিল) মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশে একইদিনে ঈদ উদযাপন করেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালির বিভিন্ন শহরে অস্থায়ী ঈদগাহ মাঠ, খোলা মাঠ ও মসজিদগুলোতে  ঈদের নামাজ আদায় হয়েছে। ইতালিতে সবচেয়ে বড় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় দেশটির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়েছে। ভেনিসের ভেসেন্সায় সাড়ে ৭ টা, ভেনিসে ঈদ  নামাজ অনুষ্ঠিত হয়েছে।  এইদিকে ইতালির মিলান কেন্দ্রীয় জামে মসজিদ সহ  প্রায় ৩০টির বেশি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে মিলানে। এছাড়াও অনেক প্রবাসী বাংলাদেশি সহ মুসলিমরা বাসায় ঈদের নামাজ আদায় করেছে। নামাজ শেষে সারা বিশ্বের মানুষের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। ঈদ উপলক্ষে ইতালিতে বাংলা কমিউনিটিগুলোর উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। প্রবাসীরা একে অন্যের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিচ্ছেন। তারা সারা বিশ্বের সব মুসলিমের শান্তি কামনা করেন। ঢাকাওয়াচ/টিআর

৬ এপ্রিল ইতালিতে ন্যাশনাল কাফ ইসলামিক ট্যালেন্ট শোর ফাইনাল

ইতালি : ইতালিতে বেড়ে উঠা আগামী প্রজন্মকে ইসলামী শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে তৃতীয়বারের মতো শিশু-কিশোরদের অংশগ্রহণে চলছে ন্যাশনাল কাফ ইসলামিক ট্যালেন্ট শো-২০২৪। আগামী (৬ এপ্রিল ) শনিবার জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে আয়োজনের গ্রান্ড ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। রোমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আয়োজক ন্যাশনাল কাফ এর কর্ণধার জানান, তিন শতাধিক অংশগ্রহণকারীর মধ্য থেকে ৬০জন ট্যালেন্ট প্রতিযোগি ফাইনালে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। টানটান উত্তেজনাময় এ প্রতিযোগিতা শুরু হবে রমজান থেকে। পবিত্র কোরআনের জ্ঞানে পারদর্শিতা প্রদর্শনের এ মহাযুদ্ধ শেষে নির্বাচিত হবেন সেরা তিনজন। ইসলামী জ্ঞান চর্চার ব্যতিক্রম ধারার এমন অনুষ্ঠান আয়োজনের লক্ষ্য, উদ্দেশ্য ও স্বপ্ন নিয়ে জানতে চাইলে ন্যাশনাল কাফ ইসলামিক ট্যালেন্ট শো এর পরিচালক মোঃ আফজাল হোসেন রোমান জানান, ইউরোপে বেড়ে উঠা মুসলিম শিশুদের ইসলামী সংস্কৃতির দিকে আকৃষ্ট করাই এই আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি তিনি ইতালির অন্যান্য শহরেও এই শো আয়োজনের কথা ভাবছেন বলেও জানান উপস্থিত সাংবাদিকদের। ফেব্রুয়ারীর শেষের দিকে শুরু হওয়া এই আয়োজনে রাজধানী রোমের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। ২৩মার্চ শনিবার রোমের একটি হলরুমে চূড়ান্ত বাছাই পর্বে বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে নির্বাচিত ইয়েসকার্ড বিজয়ী তিন শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও ইসলামি সংগীত এই দুইটি ক্যাটাগরিতে বয়সভিত্তিক মোট ৩টি গ্রুপে চলছে এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার বিচারকার্যের দায়ীত্বে রয়েছেন ইতালির বিভিন্ন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের বরেণ্য ইসলামিক স্কলার ও শিক্ষকগণ। এই আয়োজন ইসলামি শিক্ষার উৎকর্ষসাধন, সম্প্রসারণ ও আধুনিকায়নে বিরাট ভূমিকা রাখবে বলে মনে করছেন কমিউনিটির নেতারা। সেই সাথে সংশ্লিষ্ট প্রতিযোগীরা অংশ নেয়ায় এটি ট্যালেন্টদের সার্বজনীন মিলন মেলায় পরিণত হবে বলেও মনে করেন তারা। পবিত্র কুরআন নাজিল ও জ্ঞান চর্চার মাস মাহে রমজানে এই আয়োজন হবে গ্রহণযোগ্য ও উপভোগ্য এমনটাই মনে করছেন সকলে। ঢাকাওয়াচ/টিআর

বাংলাদেশি ১০ হাজার কর্মী নেবে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর। বাংলাদেশি কর্মীদের জন্য কোটা বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া। এবার ১০ হাজার কর্মী নিয়োগ দেবে দেশটি। প্রথমবারের মতো দেশটিতে মৎস্যশিল্প ও জাহাজ নির্মাণকাজের সুযোগ পাবেন বাংলাদেশিরা। সব মিলিয়ে এ বছর দেশটির বিভিন্ন খাতে যেতে পারবেন ১০ হাজার কর্মী। আর এই পুরো কাজ সম্পন্ন হবে সরকারি রিক্রুটিং এজেন্সি-বোয়েসেলের মাধ্যমে। এর আগে, বাংলাদেশি কর্মীদের জন্য ৭ হাজার কোটা নির্ধারিত থাকলেও দেশটিতে যেতে পেরেছেন ৫ হাজার কর্মী। বোয়েসেল বলছে, দক্ষ কর্মীর অভাবে ফাঁকা থেকেছে দুই হাজার। দক্ষিণ কোরিয়া চলতি বছর কোটার সংখ্যা ৭ হাজার থেকে ১০ হাজারে বাড়িয়েছে। শুধু তাই নয়, প্রথমবারের মতো মৎস্যশিল্প ছাড়াও উৎপাদন ও জাহাজ নির্মাণকাজের জন্য দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরা। বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন সতর্কবার্তা দিয়ে কোরিয়াগামী কর্মীদের উদ্দেশে বলেন, শ্রমিকরা যদি মালিকের অনুমতি নিয়ে অন্য কোম্পানিতে যায়, তবে মালিক আবার বাংলাদেশ থেকে লোক নেবে। কিন্তু কোম্পানির বিরুদ্ধে অভিযোগ, মামলা করে যদি যায়, সেক্ষেত্রে সেই মালিক আর বাংলাদেশ থেকে লোক নেবে না। আমাদের দেশের প্রতি একটি বিরূপ প্রতিক্রিয়াও সৃষ্টি হবে। এ জন্য আমরা যে অক্লান্ত পরিশ্রম করে এই কোটা পেয়েছি, সেটা ধরে রাখার দায়িত্ব আমাদের কর্মীদেরই। এদিকে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশি কর্মীদের আরও দক্ষ বানানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। বোয়েসেলে খরচ হয় সর্বোচ্চ ৩৫ হাজার টাকা। আর যেতে উড়োজাহাজ ভাড়া ৫০ থেকে ৫৫ হাজার টাকা। মাসে বেতন অন্তত ১ লাখ ৮০ হাজার টাকা। অতিরিক্ত সময় কাজ করলে কেউ কেউ তিন লাখ টাকাও আয় করতে পারেন। থাকা ও খাওয়ার খরচ চালায় কোম্পানি। এত সুযোগ থাকায় দেশটিতে যেতে আগ্রহী কর্মী অনেক। পাঁচটি ধাপে প্রক্রিয়াটি শেষ হয়। শুরুতে অনলাইন নিবন্ধন। এরপর লটারি করে বোয়েসেল। বিজয়ীদের কোরিয়ার ভাষাগত দক্ষতার পরীক্ষা দিতে হয়। এটি পাস করলে দক্ষতা ও স্বাস্থ্য পরীক্ষা। এরপর পুলিশের কাছ থেকে ছাড়পত্র নিয়ে ভিসার আবেদন করা যায়। ঢাকাওয়াচ/টিআর

ইতালিতে সিলেট ডায়নামিক এসোসিয়েশনের ইফতার

ইতালি : ইতালিতে সিলেট ডায়নামিক এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। ৩১ (মার্চ) রোববার ইতালির ভিচেন্সায় এই ইফতার  অনুষ্টিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ফরহাদ আহমদ বাবর। সংগঠনের সভাপতি ছালেখ আহমদ ও সাধারণ সম্পাদক রাসেল আহমেদ এবং সহ-সাধারণ সম্পাদক হাসনাত খানের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা হাফিজ মাহবুবুর রহমান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা কমিউনিটির বিশিষ্ট সমাজ সেবক মোঃ আফিল উদ্দিন আপেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বিশিষ্ট ব্যবসায়ী পলাশ হাওলাদার , মান্না ,আলী উসমান, বিপুল দাস, ময়না মিয়া, গিয়াস মিয়া, মুমিন মিয়া ,জামাল উদ্দিন , জামাল উদ্দিন (২) । এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাটকা কোম্পানির চেয়ারম্যান এমদাদুর রহমান চৌধুরী। এছাড়াও , সিলেট ডায়নামিক এসোসিয়েশনের ইফতারে উপস্থিত ছিলেন , হেলাল উদ্দিন , জয়নাল আবেদীন , জমির উদ্দিন, মস্তোফা। সিলেট ডায়নামিক এসোসিয়েশনের ভিচেন্সার উপদেষ্টা আলিম উদ্দিন মাসুম আহমদ, এমাদ উদ্দিন মামুন খান মাহবুব রহমান, সংগটনের সহ-সভাপতি মাসুক মিয়া ,বদরুল ইসলাম, সুহেল আহমদ, যুগ্ম- সাধারণ সম্পাদক হাসনাত খাঁন ,অর্থ সম্পাদক জোবায়ের আহমেদ, যুগ্ম সাংগঠনিক পলিট আলিম, মন্জু , মান্না , তানজিদ ফখর জাবেদ প্রমুখ। অন্যান্যদের মাঝে সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি আব্দুল ওয়াহাব ও সাধারণ সম্পাদক লেবাস উপস্থিত ছিলেন । ঢাকাওয়াচ/টিআর

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবুকে শ্রমিকদের বহনকারী একটি পিকআপ ভ্যান উল্টে চার প্রবাসী নিহত হয়েছে। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। সংবাদমাধ্যম আল মারসদের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩০ মার্চ) তাবুক শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে মরুভূমির রাস্তায় শ্রমিকদের বহনকারী একটি পিকআপ ট্রাক উল্টে এ দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, ট্রাকটি বন্দর নগরী জেদ্দা থেকে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে। শ্রমিকদের সংখ্যা বেশি থাকায় গাড়ির পেছনের অংশে চড়েছিলেন অনেকেই। খবর পাওয়ার পর শ্রমিকদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে রেড ক্রিসেন্টের টিম ও হেলিকপ্টার মোতায়েন করা হয়। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। এ ছাড়া প্রবাসীরা কোন দেশের নাগরিক তাও জানা সম্ভব হয়নি। সৌদি আরব সম্প্রতি বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেছে। তা সত্ত্বেও দেশটিতে প্রায়ই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। চলতি মাসের শুরুর দিকে সৌদিতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত ও ২২ জন আহত হয়। সৌদি আরবের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে সড়ক দুর্ঘটনায় প্রায় ৪ হাজার ৫৫৫ জন মানুষ মারা যায়। ঢাকাওয়াচ/টিআর