আটলান্টিক সিটিতে বিএএসজের ফুড ব্যাংক

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির (বিএএসজ) উদ্যোগে ‘ফুড ব্যাংক’ আয়োজন সম্পন্ন হয়েছে।গেল ৩০ জানুয়ারি সকালে ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে পর্যন্ত ফুড ব্যাংকের কার্যক্রম চলে।কার্যক্রমের আওতায় তাজা শাকসবজি, ফলমূল, টিনজাত খাবারসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।সিটির বিভিন্ন কমিউনিটির লোকজন এই ফুড ব্যাংক কার্যক্রমে অংশ নেয়। কার্যক্রমে সহায়তা করে কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজার্সি। কমিউনিটি ব্যক্তিত্ব মো. আইউব, মনিরুজামান মনির, বেলাল হোসেন, আবদুল জব্বার প্রমুখের সার্বিক সহযোগিতায় ফুড ব্যাংকের কার্যক্রম সম্পন্ন হয়। বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সময়কালে এই ফুড ব্যাংকের কার্যক্রম কমিউনিটিতে বেশ সাড়া ফেলে। উল্লেখ‍্য, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির মহতী কার্যক্রমের অংশ হিসাবে মাসে চার বার ফুড ব্যাংকের আয়োজন করা হয়। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো. জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক ফুড ব্যাংকের কার্যক্রম সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

বাংলাদেশে বন্যাদুর্গতদের পাশে বাংলাদেশ এসোসিয়েশন ডেলোয়ার ভ্যালি

বাংলাদেশে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় টিবিএন টুয়েন্টিফোর নিউজ নেটওয়ার্কের ফান্ডে এক হাজার ডলার দিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি। গেল ২৫ জানুয়ারি নিউইয়র্কে টিবিএন টুয়েন্টিফোরের অফিসে এসে চেক হস্তান্তর করেন সংগঠনটির কর্মকতারা। এই উদ্যেগের জন্য তাদের ধন্যবাদ জানান টিবিএন টুয়েন্টিফোর নিউজ নেটওয়ার্কের সিইও আহমাতুল বারো ভূঁইয়া। তিনি জানান, টিবিএন টুয়েন্টিফোর টেলিভিশনের উদ্যেগে বাংলাদেশে বন্যাদুর্গতদের জন্য ফান্ড গঠন করা হয়েছিল। তার মধ্যে বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি ১ হাজার দিয়েছেন। আশা করি, এই অর্থ ক্ষতিগ্রস্থদের কাছে আমরা পৌঁছে দিবো। আহমাতুল বারো ভবিষ্যতেও টিবিএন টুয়েন্টিফোর নিউজ নেটওয়ার্কের যে কোন উদ্যোগে পাশে থাকার আহ্বান জানান। নিউ জার্সি, ডেলোয়ার ও পেনসিলভেনিয়া কেন্দ্রিক সংগঠনটি আমেরিকায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জনকল্যানমূলক কার্যক্রমে ভূমিকা রেখে আসছে। বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অংশ নিতে পেরে আনন্দিত বলে জানান বাংলাদেশ এসোসিয়েশন ডেলোয়ার ভ্যালির প্রেসিডেন্ট ফারহানা আফরোজ। সংগঠনটির ভাইস-প্রেসিডেন্ট শোয়েব আহমেদ জানান, সবার আগ্রহেই এই ফান্ড সংগ্রহ করা হয়েছে। সবাই চেয়েছে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে। দেশের মানুষের সাথে সেতুবন্ধন ধরে রাখতে বাংলাদেশ এসোসিয়েশন ডেলোয়ার ভ্যালির মত সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জেনারেল সেক্রেটারি মিনহাজ সিদ্দিকী। এ সময় বাংলাদেশী কমিউনিটির শিশুরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের বর্নাত্যদের সহায়তা করতে পেরে তারা আনন্দিত বলে জানায়। অলাভজনক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি ১৯৭১ সাল থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ট্রাইস্ট্রেটভিত্তিক ভূমিকা পালন করে আসছে। সিএন/আলী

জালালাবাদ অ্যাসোসিয়েশন আমেরিকার ভবনের লোন শোধে আলাদা কর্পোরেশন ও কমিটি

যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাধারণ সভায় ২৬ জানুয়ারি সন্ধ্যায় নিউইয়র্কের এস্টোরিয়াস্থ জালালাবাদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েশনের এই অংশের নেতৃত্বে রয়েছেন সভাপতি মইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আসাদুল গনি আসাদ। সংগঠনের ভবন ক্রয়কে কেন্দ্র করেই মূলত দুইভাগে বিভক্ত হয়ে পড়ে অ্যাসোসিয়েশন। যে ভবনকে কেন্দ্র করে বিভক্তি এবং মামলা মোকদ্দমা, সেই ভবন এখনো ঋণমুক্ত করা সম্ভব হয়নি। রিফাইন্যান্স করা সম্ভব হয়নি বদরুল হোসেন খান এবং রোকন হাকিমের নেতৃত্বাধীন অংশের মামলা এবং বাড়ির ওপর লিন বসানোর কারণে। সেই ভবনকে লোন মুক্ত করতে সাধারণ সভায় জালালাবাদ ফান্ড ইনক নামে আলাদা করপোরেশন করা এবং তিন সদস্যবিশিষ্ট কমিটি করা হয়। কমিটির সদস্যরা হলেন মিজানুর রহমান চৌধুরী শেফাজ, লাল চৌধুরী ও আব্দুল চৌধুরী ওমেল। তারা বলেন, ‘এই ভবনের বিপরীতে ২০০ শেয়ার বিক্রি করা হবে। যদিও কার্যকরি কমিটির পক্ষ থেকে ১০০ শেয়ার নেওয়ার কথা বলা হয়েছে। বাকি এক শত শেয়ার অন্যদের মধ্যে বিক্রি করা হবে। প্রতিটি শেয়ারের মূল্য ধরা হয়েছে ৩ হাজার ৫০০ ডলার। আগামী ৩ বছরের মধ্যে ১০ শতাংশ লভ্যাংশসহ এই অর্থ ফেরত দেওয়া হবে।’ এই শেয়ার ক্রয়ে তারা জালালাবাদবাসীর প্রতি আহ্বান জানান। মইনুল ইসলামের সভাপতিত্বে ও আসাদুল গনি আসাদের পরিচালায় অনুষ্ঠানে ছিলেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সৈয়দ শতকত আলী, সংগঠনের উপদেষ্টা সৈয়দ জুবায়ের আলী, বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাবেক সভাপতি বোরহান উদ্দিন কপিল ও আজিজুর রহমান সাবু, নির্বাচন কমিশনার আমিনুল হক চুন্নু, সাবেক সভাপতি শাহীন কামালী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি ফজলুর রহমান। সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্টের ওপর আলোচনা করেন-রয়েছ আহমদ, খলিলুর রহমান খলিল, রিয়াজি, শাহাবুদ্দিন, হুমায়ুন আহমেদ, ইয়ামিন রশীদ, নজিবুর রহমান, গৌস খান, জাবেদ খসরু, মখন মিয়া, বদরুল মহসিন, নজরুল ইসলাম, এনায়েত হোসেন জালাল, আব্দুল আহাদ, দুরুদ মিয়া রনেল। সভার শুরুতে দোয়া পরিচালনা করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকী। কোষাধ্যক্ষ মইনুজ্জামানের মায়ের মৃত্যুতে তিনি বাংলাদেশের থাকায় তার পক্ষে কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক আসাদুল গনি আসাদ। হিসাবে উল্লেখ করা হয়, জালালাবাদ অ্যাসোসিয়েশনের ব্যাংক হিসাবে রয়েছে ২২ হাজার ৩৬৭ দশমিক ৬৯ ডলার। আসাদুল গনি আসাদে বলেন, ‘অনেকেই অপপ্রচার করেন আমরা ভবনের অর্থ পরিশোধ করছি না। গত বার মাসের রিসিড আমার কাছে রয়েছে।’ তিনি মিথ্যা প্রপাগান্ডায় বিভ্রান্ত না হওয়ার জন্য জালালাবাদবাসীর প্রতি আহ্বান জানান। আসাদুল গনি আসাদে বলেন, ‘গত ২২ সেপ্টেম্বর শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান কার্যকরি কমিটির (২০২৪-২০২৭) আনুষ্ঠানিক মাত্রা শুরু। এ অনুষ্ঠানে আপনাদের সবার উপস্থিতি ও সার্বিক সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করেছে। তাই, নির্বাচন কমিশনসহ সব জালালাবাদবাসীর প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই আকুণ্ঠ চিত্তে।’ তিনি আগামী কর্মকাণ্ডের অংশ বিশেষ তুলে ধরেন। যার মধ্যে রয়েছে জালালাবাদবাসী সবার অংশগ্রহণের মধ্য দিয়ে জালালাবাদ ভবনে একটি পিঠা উৎসবের আয়োজন করা; আগামী ২১ ফেব্রুয়ারি অমর একুশে শহিদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন; আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস পালনের পরিকল্পনা; আগামী ২ মার্চ সংগঠনের উদ্যোগে ধর্মী ভাবগাম্ভীর্যের সঙ্গে ইফতার মাহফিলের আয়োজন করা হবে কুইন্স প্যালেসে; মাদকবিরোধী ও নাশকতাবিরোধী সেমিনার; হাউজিং অ্যাসিস্ট্যান্স : কমিউনিটির বিশেষ করে স্বল্প আয়ের মানুষদের জন্য গৃহীত অ্যাফেডেবল হাউজিং কর্মসূচির ফলোআপ আবেদন করার সুযোগ সৃষ্টি করে দেওয়া; প্রাকৃতিক দুর্যোগে বৃহত্তর সিলেট অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো; আগামী জুলাই মাসের শেষের দিকে কুইন্সের এস্টোরিয়া পার্কে বৃহত্তর সিলেটের সব সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তথা জালালাবাদবাসীর এক মিলনমেলার আয়োজন এবং হাইস্কুলের একাদশ-দ্বাদশ কিংবা কলেজপড়ুয়া ছেলেমেয়ের জন্য বিভিন্ন অর্গানাইজেশনে ইনটার্নশিপের ব্যবস্থা করা।’

নিউইয়র্কে মুনার লিডারশীপ এডুকেশন সেশন অনুষ্ঠিত

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার (মুনা) লিডারশীপ এডুকেশন সেশনে আলোচকরা বলেছেন, ‘দুনিয়া জীবন খুবই সীমিত, মানুষের আসল স্থান হলো আখেরাত। আখেরাতের অনন্ত জীবন সুন্দর ও স্বার্থক করার লক্ষ্যে দুনিয়াতে অনৈতিক কাজ পরিহার করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব।’ গত ২৬ জানুয়ারি দিনব্যাপী এ সেশন অনুষ্ঠিত হয়। নিউইয়র্কে জ্যামাইকায় মুনা সেন্টারে অনুষ্ঠিত এডুকেশন সেশনে সভাপতিত্ব করেন নিউইয়র্ক নর্থ জোনের সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান। ৪০০ পুরুষ ও মহিলার উপস্থিতিতে সেশনে বিষয়ভিক্তিক আলোচনা করেন, মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন, ন্যাশনাল ভাইস-প্রেসিডেন্ট সাইদুর রহমান চৌধুরী, হারুন অর রশীদ, ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী, ন্যাশনাল এসিস্টেন এক্সিকিউটিভ ডাইরেক্টর আব্দুল্লাহ আল আরিফ। উপস্থিত ছিলেন ন্যাশনাল এসিস্টেন ফাইন্সাস ডাইরেক্টর শেখ জালাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন নর্থ জোনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার ও সহ সাধারণ সম্পাদক দিদারুল আলম। সেশনে আলোচকরা বলেন, ‘দ্বীন ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর খাঁটি বান্দাহ হিসেবে গড়ে তোলা। ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করা এবং তার পাশাপাশি উন্নত নৈতিক চরিত্র গঠন ও উত্তম আচার ব্যবহার অবলম্বনে নিরলস প্রচেষ্টা চালিয়ে ঈমানের উচ্চতর পর্যায়ে উপনীত করার জন্যই আমাদের মাঝে আল্লাহ তাঁর প্রিয় নবীকে পাঠিয়েছেন।’ তারা আরো, ‘রাসূল (সা.) স্বয়ং ছিলেন উত্তম নৈতিক চরিত্রের সর্বোক্তম উদাহরণ। সুতরাং, ইসলামের কাজে নিয়োজিত প্রত্যেককে আল্লাহ ও তাঁর রাসুলের (সা.) আর্দশে পরিচারিত হতে পারলেই দুনিয়া ও আখেরাতে সফলতা সম্ভব হবে।’ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রসেফর দেলোয়ার মজুমদার, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, এডভোকেট আবুল হাসেম, নূরুস সামাদ চৌধুরী, মোহাম্মদ আব্দুল্লাহ, কায়কোবাদ কবির।

দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন জর্জিয়া স্টেট সিনেটর নাবিলা

জর্জিয়া স্টেট সিনেটর হিসাবে দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নাবিলা ইসলাম। গত ৫ নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জর্জিয়ার সপ্তম সিনেট জেলা থেকে তিনি নির্বাচিত হন। গত ১৬ জানুয়ারি নাবিলা তার স্বামী পার্কেস ও ছেলে আহসানকে সঙ্গে নিয়ে শপথ নেন। তিনি ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান, শিশু ও পরিবার, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রাক্তন সেনা, সামরিক ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক সিনেট কমিটিগুলিতে মনোনীত হয়েছেন। নাবিলা সম্প্রতি জর্জিয়া উইমেনস লেজিসলেটিভ ককাসের সহ-চেয়ার নির্বাচিত হয়েছেন। নাবিলা একজন উদীয়মান নেত্রী ও সমাজসেবী। তিনি জর্জিয়ার ডুলুথে একজন বাসিন্দা এবং একজন রাজনীতিবিদ, যিনি তার কর্মজীবন ও পারিবারিক অভিজ্ঞতার মাধ্যমে কমিউনিটির সেবা করছেন। নাবিলা ইসলামের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে অভিবাসী পরিবারে। তার বাবা-মা একটি উন্নত জীবন গড়ে তোলার জন্য বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। নাবিলা জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। নাবিলা ২০২০ সালে প্রথম বারের মতো জর্জিয়া রাজ্যের সপ্তম সিনেট জেলা থেকে নির্বাচিত হন। তিনি প্রতিভাবান, দক্ষ ও জনগণের সমস্যাগুলোর প্রতি আন্তরিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন। তার পিতামাতার অভিবাসী জীবন থেকে তার অনুপ্রেরণা আসে এবং তিনি সব সময় তার কণ্ঠস্বর ব্যবহার করেন কমিউনিটির উন্নতির জন্য। শপথ গ্রহণের পর সিনেটর নাবিলা ইসলাম বলেন, ‘একজন শ্রমজীবী অভিবাসীর কন্যা হিসেবে, আমি সব সময় আমাদের বৈচিত্রময় সম্প্রদায়গুলিকে উজ্জীবিত করতে আমার কণ্ঠস্বর ব্যবহার করব।’ তিনি আরো বলেন, ‘একজন নতুন মা হিসেবে, আমি বুঝতে পারি যে, জর্জিয়ার পরিবারগুলো কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। আমি প্রস্তুত, যতটুকু সম্ভব, জর্জিয়াকে এমন একটি স্থানে পরিণত করতে, যেখানে পরিবারগুলো সফল হতে পারে এবং শিশুরা উন্নতি করতে পারে।’

মন্ট্রিয়লে উদীচীর নতুন কমিটি গঠিত

কানাডার মন্ট্রিয়লে উদীচী শিল্পী গোষ্ঠীর শাখা প্রতিষ্ঠার প্রায় এক যুগ পর নতুন কমিটি গঠন করা হল। শনিবার (২০ জানুয়ারি) স্থানীয় ক‍্যাফে রয়াল রেস্টুরেন্টে অনুষ্ঠিত সম্মেলনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেনকে সভাপতি ও কন্ঠ শিল্পী শর্মিলা ধরকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির সদ‍্য প্রাক্তন সভাপতি বাবলা দেব শুভেচ্ছা বক্তব্যের পর সবার সম্মতিক্রমে উপদেষ্টা ও কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন। নবগঠিত কমিটির শপথ বাক‍্য পাঠ করান বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক তাজুল মোহাম্মদ। সম্মেলনের শুরুতে সম্মিলিত কন্ঠে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক সংগীত করেন। বাবলা দেব ছাড়াও নতুন সভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন ও তাজুল মোহাম্মদ উদীচীর কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন। তারা বলেন, ‘উদীচী প্রতিষ্ঠা হয়েছিল যে লক্ষ্য নিয়ে তা’ এখনও সুদূর পরাহত। শিল্প সাহিত্য সংস্কৃতির সক্রিয় চর্চার মাধ্যমে জনমনে জাগরণ সৃষ্টি করে শোষণমুক্ত, অসাম্প্রদায়িক ও সাম‍্যের সমাজ প্রতিষ্ঠার কাজ উদীচী করে যাচ্ছে নিরন্তর।’ তারা বাংলাদেশে মৌলবাদমুক্ত একটি শোষণ বঞ্চনাহীন সমাজ গড়ে তোলার লক্ষ্যে প্রবাসে থেকেও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। নতুন কমিটির সাংগঠনিক কার্যক্রমে সকলকে সহযোগিতা করার অনুরোধও করেন তারা। উল্লেখ্য, মন্ট্রিয়লে উদীচীর শাখা প্রতিষ্ঠা করা হয় ২০১২ সালে। প্রতিষ্ঠাকালীন প্রথম কমিটির পর আর কমিটি গঠন করা হয়নি। দীর্ঘ বিরতির পর এবার সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হলো।

ওয়াশিংটনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই ফোরামের পিঠা উৎসব ও বার্ষিক সাধারণ সভা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি মেট্রো এলাকায় বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের নিয়ে গঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই ফোরামের (চুয়াফি) পিঠা উৎসব ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) ম্যাসন ডিস্ট্রিক্ট গভর্মেন্ট সেন্টারের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মাহসাদুল আলম রূপম শীতকালীন পিঠা উৎসবের উদ্বোধন ঘোষণা ও সাধারণ সম্পাদক সোহানা সোনালী সিদ্দিককে অনুষ্ঠান শুরু ও পরিচালনার জন্য আহ্বান জানান। বাংলাদেশ ও যুক্তরাষ্টের জাতীয় সংগীত দিয়ে সূচনায় করা হয় উৎসব। নতুন সদস্যদের পরিচয়, কার্যকরী পরিষদ ও উপদেষ্টা পরিষদের বরণ পর্ব পরিচালনা করেন মাহসাদুল আলম রূপম ও সোহানা সোনালী সিদ্দিক। সভায় বছরের আয়-ব্যয়সংক্রান্ত আর্থিক বিবৃতি দেন অর্থ সম্পাদক ইস্কাত আলম তিশা। সহযোগিতায় ছিলেন সহসাধারণ সম্পাদক আক্তার হোসেন জাভেদ ও নির্বাহী সদস্য মো. বদরুল আলম ভূঁইয়া। সংগঠনের সাংস্কৃতিকবিষয়ক কার্যক্রমের ওপর বিবরণী দেন সাংস্কৃতিক সম্পাদক মিলড্রেড থমাস গনসালভেস। সংগঠনের সার্বিক পরিকল্পনা ও কার্যক্রমের ওপর বিবরণী দেন সোহানা সোনালী সিদ্দিক। এ ছাড়া. সরোজ বড়ুয়াকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট চুয়াফির বই-লজ সংশোধনী পর্যালোচনা কমিটি গঠন করা হয়। এ বিষয়ে সহসভাপতি কানিজ জাফরিন বই-লজ সংশোধনী পর্যালোচনাপ্রক্রিয়া-সংক্রান্ত বিষয় সব সদস্যের উদ্দেশে আলোচনা পরিচালনা করেন। সহযোগিতায় ছিলেন সহসাধারণ সম্পাদক আক্তার হোসেন জাভেদ ও নির্বাহী সদস্য সামছুল আনোয়ার জামাল। উৎসবের সাংস্কৃতিক পর্বে ছিল চুয়াফির সদস্যদের কোরাস গান পরিবেশনা। একক গান করেন কুলসুম আলম, মাহদীয়া ঈশাল, সীমরিন বড়ুয়া। নৃত্য পরিবেশন করে সাবরিনা আলম। কবিতা আবৃত্তি করেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান খান। অনুষ্ঠানের সার্বিক অভ্যর্থনা ও আপ্যায়নের দায়িত্বে ছিলেন নির্বাহী সদস্য মীর নাজিউর রহমান নিক্সন ও দোলান বড়ুয়া। ডোকোরেশনের জন্য বিশেষ ভূমিকা রেখেছেন চুয়াফির উপদেষ্টা আহসান আলম। চুয়াফি পরিবারের স্বতঃস্ফূর্ত অংশগ্রণের মাধ্যমে প্রদর্শিত হয় পুলি পিঠা, চমচম পিঠা, বিয়াই পিঠা, বিনি পিঠা, সাইন্না পিঠা, পাক্কন পিঠা, চিতই পিঠা, ডুপি পিঠা, পাটিসাপটা পিঠা, সাচ পিঠা ও নারকেল পিঠা।

শাহজালাল বিমানবন্দরে নরওয়ে প্রবাসীকে নির্যাতনের প্রতিবাদে নিউ জার্সিতে বিক্ষোভ

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়ে প্রবাসী সামাদ উদ্দিনকে নির্যাতনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউজার্সী রাজ্যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) প্রবাসী বাঙালি কল‍্যাণ সমিতি (প্রবাকস) এ সমাবেশ করে। গত ৮ জানুয়ারি শাহজালাল বিমানবন্দরে নরওয়ে প্রবাসী সামাদ উদ্দিনকে নিরাপত্তা বাহিনী কর্তৃক নির্যাতন করা হয়। নিউ জার্সির এ সমাবেশে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয় । সংগঠনের সাধারণ সম্পাদক ও হেলডন নিউ জার্সির কমিশনার দেওয়ান বজলু চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন পেটারসন সিটির কাউন্সিল এট লার্জ ফরিদ উদ্দিন, প্রসপেক্ট পার্কের বোর্ড অব এডুকেশনের কমিশনার জাবেদ খান, জালালাবাদ এসোসিয়েশন নিউ জার্সির সভাপতি হোসেন পাঠান বাচ্চু, প্রবাকসের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, সহ সভাপতি আলমগীর হোসেন গজনবী, প্রবাকসের কার্যকরি সদস্য আনোয়ার চৌধুরী পারেক, সাহাব উদ্দিন, কমিউনিটি ব‍্যক্তিত্ব সুজন আহম্মদ সাজু, সাংবাদিক এনাম চৌধুরী ও বিশ্বজিত দে বাবলু, আব্দুল হামিদ, জামাল চৌধুরী, আফতাব উদ্দিন, আবু তাহের প্রমুখ।

আটলান্টিক সিটিতে কৃষ্ণভক্তদের উদ্যোগে ধর্মসভা অনুষ্ঠিত

আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে কৃষ্ণভক্তদের উদ্যোগে ধর্মসভা সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির ১৪১১ পেনরোজ এভিনিউর প্রার্থনা হলে অনুষ্ঠিত সভায় ছিল হরিনাম সংকীর্তন, মালা জপ, সমবেত প্রার্থনা, ভজন, কীর্তন ইত্যাদি। সভায় পশ্চিম ভার্জিনিয়াস্থ নতুন বৃন্দাবনের ব্রম্মচারি শুভানন্দ দাস কৃষ্ণভক্তদের কৃতার্থ করেন। তিনি বলেন, ‘ভগবানকে লাভ করতে হলে চাই আপন চিত্তশুদ্ধি। ভগবান ভজনেই চিত্তশুদ্ধি হয়ে থাকে। চিত্তশুদ্ধি ব্যতীত কখনও ভগবৎ দর্শন হয় না।’ অন্য আলোচকরা বলেন, ‘ধর্মচর্চা মানুষকে পরিশুদ্ধ করে এবং অন্য ধর্মের মানুষের প্রতি সহনশীল হতে শেখায়। তাছাড়া ধর্ম নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করতে সহায়তা করে।’ কৃষ্ণভক্ত সুমন মজুমদার, তৃপ্তি সরকার, দীপংকর মিত্র, গঙ্গা সাহা, সুপ্রীতি দে, প্রদীপ দে, বিউটি দাশ, মেরি দে, দীপা দে জয়া, সুনীল দাশ, ক্ষমা সরকার, ধীমান পাল, মিনু নন্দী, সেন্টু সরকার ধর্মসভার বিভিন্ন পর্বে অংশ নেন। ধর্মসভায় অংশগ্রহণকারী ভক্তবৃন্দের সম্মিলিত কোরাসে হরিনাম সংকীর্তনের সুললিত সুর, ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’ এ অদ্ভুত এক ভালো লাগায় আচ্ছন্ন হয়ে পড়ে সবার মনপ্রাণ। সভায় অংশগ্রহণকারীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

টরন্টোতে বাংলাদেশের সংবিধান সংস্কার নিয়ে মুক্ত আলোচনা

টরন্টোর হোপ চার্চে পিডিআই কানাডা উদ্যোগে বাংলাদেশের সংবিধান নিয়ে মুক্ত আলোচনা সভা রোববার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে মূল আলোচনা উত্থাপন করেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈকত রুশদী। পিডিআই কানাডার সভাপতি আজফর সৈয়দ ফেরদৌস সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনির জামান রাজু। সংস্কার কমিশনের প্রস্তাবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আইনজীবী নুসরাত স্বাতী, সাবেক ছাত্রনেতা নাসির উদ দুজা, সাংস্কৃতিক সংগঠক আহমেদ হোসেন, শ্রমিকনেতা শাহীন হাসান, কমিউনিটি নেতা ফকরুল ইসলাম চৌধুরী, তরুন সংগঠক ফাতিন ইশরাক, মাহির আসহাব, সংগঠনের নেতা বিদ্যুৎ রঞ্জন দে, সৌমেন সাহা। সভায় আলোচকরা বলেন, ‘বাংলাদেশের সংবিধান ১৭ বার সংশোধিত হয়েছে প্রধানত শাসকের প্রয়োজনে।’ বক্তারা আশা করেন, এবার যদি সংশোধন করতে হয়, তা যেন বাংলাদেশের মানুষের জন্য হয় এবং নিশ্চিতভাবেই একটি নির্বাচিত সরকারকেই এই দ্বায়িত্ব পালন করতে হবে। ‘সংবিধান সংস্কার নিয়ে এই আলোচনা অব্যাহত থাকুক, মানুষের সুচিন্তিত মতামত নিয়েই সময় এবং দেশের প্রয়োজনে সংবিধান সংশোধিত হবে।’

আমেরিকান অ্যাসোসিয়েশন বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস নিউইয়র্কের শপথ ও সাংস্কৃতিক পরিবেশনা

নিউইয়র্কে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস (আবেয়া) নিউইয়র্ক চ্যাপ্টারের নতুন কমিটির শপথ, ইয়াং স্টার সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জ্যামাইকার আল আকসা পার্টি হলে শনিবার (২৫ জানুয়ারি) এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিরা স্বপরিবারে অংশ নেন। সংগঠনের সাবেক সভাপতি এসকে আমজাদ হোসাইনের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি শামসুল সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি শামীম এ জুয়েল। সংগঠনের বার্ষিক রিপোর্ট পেশ করেন বিদায়ী সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম রিংকন। আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার নুরুল হক। সভায় সংগঠনের সভাপতি মোহাম্মদ সাজেদুল মোনায়েম খান শরীফ বক্তব্য দেন। অনুষ্ঠানে ইয়াং স্টার, অতিথিসহ অন্যতম স্পন্সর ইঞ্জিনিয়ার মাহফুজুল হককে সম্মাননা দেয়া হয়। সংগঠনে অনন্য অবদান রাখার জন্য বিশেষভাবে স্মরণ করা হয় প্রয়াত সভাপতি সুফিয়ান খন্দকার, নূরুল হক ও আব্দুল মোমেনকে। অনুষ্ঠানে সংগঠনের নতুন নির্বাচিত কর্মকর্তরা। তাদের শপথ পাঠ করান সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মাহমুদুজ্জামান। শপথ নেন নতুন সভাপতি মো. আমিনুল ইসলাম রিংকন, সাধারণ সম্পাদক মো এ মামুন, ট্রেজারার নুরুল হক, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক প্রবীর কে বিশ্বাস, নির্বাহী সদস্য কাজী নাফিসা আঞ্জুম, মোহাম্মদ পি রেজা ও শিরাদ মিয়া। অনুষ্ঠানে মো. আমিনুল ইসলাম রিংকন বলেন, ‘প্রাচীন এ সংগঠনটি ঐহিত্য অক্ষুন্ন রেখে সার্বিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’ এ ধারা অব্যাহত রাখাসহ সৃষ্টিশীল কর্মকান্ডে নবীনদের অংশগ্রহণসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে নতুন প্রজন্মের দিহানা মানার নৃত্য, সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রোখসানা মির্জা, কৃষ্ণা তিথি।

নিউইয়র্কে ‘প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএ’র নতুন কমিটি গঠিত

প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএ’র ২০২৫-২০২৬ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে সংগঠনের বর্ধিত সভায় প্রকৌশলী প্রদোষ চক্রবর্তীকে সভাপতি ও মো. ছামেদুল হক ঝন্টুকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠন করা হয়। এর আগে গত ১১ জানুয়াররি ব্রঙ্কসের আল-আকসা পার্টি হলে বিদায়ী কমিটির সভাপতি নাহিদ রায়হান লিখনের সভাপতিত্বে ও সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক মো. আবুল কাশেমের তত্ত্বাবধানে আয়োজিত বিশেষ সভায় নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্য নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান, সিনিয়র-সহসভাপতি সাবেরা জামান চৌধুরী, সহ-সভাপতি মো. আল আমিন ও এসএম আসাদুজ্জামান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক নাইস চৌধুরী, সহ সাধারণ সম্পাদক লিটন জামান, কোষাধ্যক্ষ মো. রাকিবুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক খন্দকার মেহেদী হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সফিউল আলম সোহাগ, সমাজকল্যাণ সম্পাদক মোছা. সাবিনা ইয়াসমিন, প্রচার ও দপ্তর সম্পাদক শিহাব কিবরিয়া শ্রাবণ, কার্যকরী সদস্য নাহিদ রায়হান লিখন, মো. মাসুদ পারভেজ মুক্তা, মো. সিরাজুল ইসলাম, মোস্তফা সাদী, মো. সাহিদুল আলম শাহীন, রেখা জামান চৌধুরী, গৌতম চক্রবর্তী মিন্টু, মো. শাহিনুর আলম শাহীন, মোস্তারীন আক্তার লিমু ও মো. শহিজুদ্দিন মিয়া শিমুল। একই সভায় মো. আবুল কাশেমকে প্রধান সমন্বয়কারী ও মো. রাকিবুল ইসলাম রাসেলকে আহ্বায়ক করে ৬ সদস্য বিশিষ্ট অভিষেক উদযাপন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন যুগ্ম আহ্বায়ক গৌতম চক্রবর্তী মিন্টু, সদস্য সচিব নাইস চৌধুরী, সদস্য লিটন জামান ও খন্দকার মেহেদী হাসান। মো. আবুল কাশেম জানান, ‘আগামী ২২ ফেব্রুয়ারি জ্যামাইকার আল-আকসা পার্টি হলে নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান হবে।

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার পেরাকের বান্দার মেরু রায়া এলাকার একটি নির্মাণস্থলে আট মিটার উচ্চতার লোহার কাঠামো থেকে পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের (জেবিপিএম) অপারেশন শাখার সহকারী পরিচালক সাবারোজি নোর আহমদ জানান, ঘটনার খবর পাওয়ার পর মেরু রায়া ফায়ার স্টেশনের সাত সদস্যের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। নিহত ব্যক্তি ৪৩ বছর বয়সী এবং ঘটনার সময় তিনি নির্মাণস্থলে কাজ করছিলেন। তিনি বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী দুর্ঘটনার পর আহত ব্যক্তি সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। অন্য শ্রমিকরা তাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে আসে এবং সাহায্যের চেষ্টা করে। অপারেশন দলের প্রধান আহত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করেন এবং সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) প্রদান করেন। পরে চিকিৎসকরা আহত ব্যক্তিকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন। পরবর্তী পদক্ষেপের জন্য মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তির জাতীয়তা বাংলাদেশি ও বয়স ৪৩ বছর বলা হলেও বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

মিশিগানে পিঠা উৎসব ও মকর সংক্রান্তি উদযাপিত

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের বিভিন্নস্থানে পিঠা উৎসব ও মকর সংক্রান্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন, মন্দির ও প্রতিষ্ঠানে পূজা, কীর্তন, নগর পরিক্রমা, পিঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। দুর্গা টেম্পল: ডেট্রয়েট সিটির দুর্গা মন্দিরে রোববার (২৬ জানুয়ারি) পিঠা উৎসব ও মকর সংক্রান্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মন্দিরে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে পূজা, গীতাপাঠ, কীর্তন, নগর পরিক্রমা করা হয়। প্রচন্ড শীত উপেক্ষা করে বিপুল সংখ্যক ভক্তবৃন্দরা পিঠা নিয়ে মন্দিরে আসেন। বিশেষ করে নারীরা পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মিশিগানের ডেট্রয়েট, হ্যাট্রাম্যাক, ওয়ারেন, স্টার্লিং হাইটস, ট্রয়, মেডিসন হাইটস থেকে মন্দিরে আসেন। মন্দিরের হলরুমে পিঠা প্রদর্শন ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নারীরা রকমারি স্বাদের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ধরনের পিঠা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন। ৫০’-এর অধিক প্রতিযোগি শতাধিক ট্রে নিয়ে বিভিন্ন রকমের পিঠা নিয়ে এতে অংশ নেন। উপস্থিত সবাই পিঠার স্বাদ নেন। বিচারকেরা পিঠার স্বাদ, পরিমাণ, মানের উপর ভিত্তি করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করেন। বিচারক ছিলেন হারান সেন, মিঠু পাল, বিশ্বেসর চন্দ, ডলি দেব ও রুবি ধর। প্রথম পুরষ্কার পান লাভলী দাশ, দ্বিতীয় পুরষ্কার তৃষিতা ধর ও তৃতীয় পুরষ্কার পান কৃষ্ণা শুক্লা। পিঠার পরিমাণ ও সৌন্দর্যের (ট্রে ডেকোরেশান) উপর পুরষ্কার পান মিনাক্ষী ধর ও বৈশালী দেব। এছাড়া, পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে একটি করে বিশেষ পুরষ্কার দেয়া হয়। মন্দিরের পক্ষ থেকে পুরষ্কারগুলো বিতরণ করেন নিতেশ সুত্রধর, প্রদীপ চৌধুরী, মৃগাঙ্ক রায়, দীপালী মিত্র, দীপালী চক্রবর্তী। প্রচন্ড শীত উপেক্ষা করে বিপুল সংখ্যক ভক্ত বিশেষ করে নারীরা যে রকমারি পিঠা নিয়ে মন্দিরে আসেন, এ জন্য মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ ও ভাইস প্রেসিডেন্ট নিপেশ সুত্রধর সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জল সূত্রধর এবং মন্দিরের মিডিয়া ও পাবলিকেশান ডাইরেকটার সংস্কৃতিজন পার্থ দেব। শিব মন্দির: ওয়ারেন সিটির শিব মন্দিরে গত ১৯ জানুয়ারি পিঠা উৎসব ও মকর সংক্রান্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পূজা, কীর্তন ও পিঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মন্দিরের ভক্তরা অংশ নেন। প্রতিযোগিতার পর অংশগ্রহণকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীরা গান করেন। ১৯ জানুয়ারি ওয়ারেন সিটির কালী মন্দিরেও মকর সংক্রান্তি ও পিঠা উৎসব হয়েছে। এছাড়া, মিশিগানের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গত শনি ও রোববার হ্যামট্রাম্যাক ও ওয়ারেনের বিভিন্ন রেষ্টুরেন্টে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের কোষাধ্যক্ষ তপন ও ডাইরেক্টর পিন্টু

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের কোষাধ্যক্ষ পদে মাসুদ রানা তপন ও ডিরেক্টর পদে মাঈনুদ্দিন পিন্টু নির্বাচিত হয়েছেন। ক্লাবের মাসিক সভায় আলোচনা সাপেক্ষে তারা নির্বাচিত হন। গত মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টের পার্টি হলে এ সভার আয়োজন করা হয়। রকি আলিয়ানের সভাপতিত্বে সভায় অংশ নেন ডিস্ট্রিক্ট গভর্নর টেরি পালাডিয়া, ফার্টস ডিস্ট্রিক্ট ভাইস গভর্নর আসেফ বারী টুটুল, রি-জোন চেয়ার ও ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, জোন চেয়ার মোহাম্মদ সাইদ, ভাইস প্রেসিডেন্ট আমেনা নেওয়াজ ও মুনমুন হাসিনা বারি, এস আলম, এফএমডি রকি, এমএন হায়দার মুকুট, শাহ শহিদুল হক, হাসান জিলানী ও আহমেদ সোহেল। সভায় অধিকাংশ সমর্থনের মধ্য দিয়ে সাবেক কোষাধ্যক্ষ এফইএমডি রকির স্থলে নতুন কোষাধ্যক্ষ মাসুদ রানা তপন এবং মাসুদ রানা তপনের স্থলাভিষিক্ত হয়ে নতুন ডিরক্টর হন মাঈনুদ্দিন পিন্টু। এ সময় নতুন কোষাধ্যক্ষ ও ডিরেক্টরকে ডিস্ট্রিক্ট গভর্নর ট্যারি পালাডি শপথ বাক্য পাঠ করান। সভায় ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ও রিজোন চেয়ার শাহ নেওয়াজকে ডিস্ট্রিক্ট ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রার্থীতা ঘোষণা করা হয়।

মালয়েশিয়া বিএনপির উদ্যোগে কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী পালন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কুয়ালালামপুরের হাংতুয়া মসজিদ আল বুখারিতে মালয়েশিয়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলের সহসভাপতি তালহা মাহমুদের সভাপতিত্বে ও প্রধান অতিথি সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহের উপস্থিতিতে আলোচনা সভায় সঞ্চালনা করেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন। এ সময় কোরআন তেলাওয়াত, সুরা ইয়াসিন পাঠ পরিচালনাসহ দোয়া পাঠ করেন মসজিদ আল-বুখারীর খতিব ওস্তাজ লুতফি। বিভিন্ন এতিমখানা থেকে আগত এতিমদের উপস্থিতিতে সুরা ইয়াসিন পাঠ শেষে মরহুমের ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মিলাদ শেষে দোয়া করা হয়। এ সময় মালয়েশিয়ার বিভিন্ন মাদরাসা হতে আগত এতিমদের হাতে হাদিয়া তুলে দেন দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সহসভাপতি আব্দুল জলিল লিটন, ড. এস এম রহমান তনু, সহসাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, কাজী সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক এস এম বশির আলম, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, সহ- দপ্তর হাবিবুর রহমান শিশির, ক্রীড়া সম্পাদক মো. আরিফ হোসেন, সহসভাপতি যুবদল মালয়েশিয়া মঞ্জ খা, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক যুবদল মালয়েশিয়া জাহাঙ্গীর হাওলাদার, যুবনেতা মালয়েশিয়া নূরে সিদ্দিকী সুমন, আহ্বায়ক জাসাস মালয়েশিয়া আসাদুজ্জামান মাসুম, সুবাং জায়া বিএনপি নেতা ইমন সাইদ, সিনিয়র সহসভাপতি স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া আলি খান জুয়েল, সহসাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল তারেক সালাম, সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল হেলাল শিকদার, সভাপতি স্বেচ্ছাসেবক দল মহানগর এম মোজাম্মেল হক প্রধান, সহসাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল আল ইমরান, যুবনেতা মাসুদ, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহ জালাল, আব্দুল কাদের, সাইদুর রহমান বাবু, বিল্লাল হান্নান মল্লিক ও মো. আশরাফুল আলম বাচ্চুসহ আরও অনেকে। শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউইয়র্ক স্টেট সিনেটে বাংলা নববর্ষকে স্বীকৃতির সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটের সর্বোচ্চ আইনপ্রনয়নকারী সংস্থা স্টেট সিনেট সর্বসম্মত সিদ্ধান্তে ১৪ এপ্রিলকে এই অঙ্গরাজ্যে বাংলা নববর্ষ হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২২ জানুয়ারি) নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্যের স্বীকৃতি হিসেবে ও এই রাজ্যে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি দৃঢ় করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলা নববর্ষের ইতিহাস উল্লেখ করে এই সিদ্ধান্তে বলা হয়, ‘ভারতের মুঘল সাম্রাজ্যে পহেলা বৈশাখ উদযাপনের সূচনা। বর্তমানে বাংলাদেশ ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশে যেমন লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া ও থাইল্যান্ডসহ ভারতের বিভিন্ন অঞ্চলে একই সময়ে নববর্ষ উদযাপিত হয়ে থাকে।’ বাংলা ভাষায় কথা বলেন- এমন অভিবাসীর কথা উল্লেখ করে এতে বলা হয়, ‘বাংলাদেশ ও পশ্চিম বাংলা থেকে আগত বিপুল সংখ্যক অভিবাসী নিউইয়র্ক রাজ্যে নানাভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। বর্তমানে প্রতি বছর প্রায় ১০ হাজার বাংলাদেশি স্থায়ীভাবে বসবাসের জন্য আমেরিকায় আসছেন। তাদের অর্ধেকই নিউইয়র্কের বাসিন্দা।’ পহেলা বৈশাখ বাঙালির জীবনে অতি গুরুত্বপূর্ণ- সেকথা উল্লেখ করে সিদ্ধান্তটিতে বলা হয়, ‘প্রতি বছরই বিপুল সমারোহে এই দিনটি উদযাপিত হয়ে থাকে। ২০২২ সাল থেকে দিবসটি নিউইয়র্কের টাইমস স্কয়ারে আনুষ্ঠানিকভাবে উদযাপিত হয়ে আসছে।’ এতে উল্লেখ করা হয়, ‘প্রবাসে বাংলা নববর্ষ উদযাপনে ও বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।’ সিদ্ধান্তে বলা হয়, ‘নিউইয়র্ক স্টেট বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষদের গৌরবময় সাফল্যের, বিশেষত এই রাজ্যে বসবাসরত বাঙালিদের অব্যাহত অবদানের স্বীকৃতি জানিয়ে ১৪ এপ্রিল (পয়লা বৈশাখ) এই রাজ্যে বাংলা নববর্ষ হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।; এই সিদ্ধান্তে নিউইয়র্ক স্টেট সিনেটর আমেরিকায় বিশেষ অবদানের জন্য শিকাগো টাওয়ার খ্যাত প্রকৌশলী এফ আর খান, ‘লিভিং দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড’ খ্যাত রুমানা আনম, লেখক ঝুম্পা লাহিড়ী, অমিতাভ ঘোষ, ইকবাল কাদির, ইউটিউবের কো ফাউন্ডার জাওয়েদ করিম, খান একাডেমির ফাউন্ডার সালমান খান, ওমর ইশরাকসহ কৃতী বাঙালিদের নাম বিশেষ বিশেষভাবে উল্লেখ করা হয়। মুক্তধারা ফাউন্ডেশনের ফাউন্ডার ও সিইও বিশ্বজিত সাহার উদ্যোগে সিনেটর লুইস সেপুলভেদা সিনেটে প্রস্তাবনাটি তুলে ধরেন। এ বিষয়ে বিশ্বজিত সাহা বলেন, ‘বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাইরে যে বিশ্ব বাঙালি রয়েছে এই স্বীকৃতি সকলকে উজ্জীবিত ও গৌরবান্বিত করবে।’ উল্লেখ্য, এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের উদ্যোগে ২০২৩ সাল থেকে টাইমস স্কয়ারে বিশ্ব বাঙালিরা বাংলা বর্ষবরণ করে আসছে।

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন বিএনপি নিউইয়র্ক মহানগর উত্তরের

নিউইয়র্ক মহানগর বিএনপি উত্তরের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। নিউইয়র্কের ব্রঙ্কসে নিরব পার্টি হলে সোমবার (২০ জানুয়ারি) রাতে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ। সহযোগিতায় ছিলেন সাংগঠনিক সম্পাদক শাহীন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া। প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির নেতা শরিফুল ইসলাম খালিশদার, নুরুল আমিন মিয়া পলাশ, লিয়াকত আলী, সোয়েব আহমদ, সেবুল খান মাহবুব, মানিক আহমেদ, মো. আলী রাজা, দিলরুবা আক্তার মায়া, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, ফারুক কবির, এডভোকেট আতিকুর রহমান সাবু, আনোয়ারুল আলম ভূইয়া, শেখ আক্তার হোসেন নান্নু, বেগ ইসলাম হোসাইন মিঠু, নাসির উদ্দীন। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফিজ মো. এবাদুর রহমান চৌধুরী। বিপুল সংখ্যক নেতা-কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, ‘জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। আর শেখ মুজিব বাকশাল কায়েম করে দেশে একদলীয় শাসন কায়েম করেছিল। শেখ হাসিনাও আবার ক্ষমতায় এসে বাকশালীয় কায়দায় দেশে একদলীয় শাসন কায়েম করেছিল। অনিয়ম, অত্যাচার, দুর্নীতি, স্বজনপ্রীতি, জেল-জুলুম, নির্যাতন, গ্রেফতার, গুম, খুন, হত্যা, মামলা-হামলা ছিল নিত্যনৈমত্তিক ব্যাপার। কিন্তু, পৃথিবীতে কোন স্বৈরাচার জোর করে বেশী দিন ক্ষমতায় থাকতে পারেনি। শেখ হাসিনাও পারেননি। গণঅভ্যুথানে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। পতন হয় ফ্যাসিবাদের। এতে প্রবাসীদেরও রয়েছে ত্যাগ-অবদান।’

কুয়ালালামপুরে গ্রেফতার ৭১ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জনকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং থেকে তাদের গ্রেফতার করা হয়। কুয়ালালামপুরের অভিবাসন বিভাগ জানায়, বুধবার সন্ধ্যায় ‘হটস্পট’ হিসেবে পরিচিত বুকিত বিনতাং-এর জালান আলোর আশেপাশে অভিযান চালিয়ে ১৭৬ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৭১ জন বাংলাদেশি। এক বিবৃতিতে কুয়ালালামপুরের অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, কুয়ালালামপুর সিটি হলের (ডিবিকেএল) সহযোগিতায় শুরু হওয়া এই অভিযানে ৭১ জন বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ৬০, ইন্দোনেশিয়ার ২৪, নেপালের ১৬, পাকিস্তানের ৩, মিশর ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন। ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি) এবং ধারা ১৫(১)(সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(বি) ধারার অধীনে বৈধ কাগজপত্র না থাকা এবং দেশে অতিরিক্ত সময় অবস্থানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের নথিপত্র ও পরবর্তী পদক্ষেপের জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিক কেরামত বিপ্লবকে নিউজার্সি অ্যাসেম্বলির বিশেষ সন্মাননা

জলবায়ু পরিবর্তন বিষয়ক রিপোর্টিং ও গবেষণার জন্য বাংলাদেশী সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবকে বিশেষ সন্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউজার্সি জেনারেল অ্যাসেম্বলি। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে প্যাটারসন সিটিতে বিপ্লবকে মার্কিন সরকারের এ সন্মাননা তুলে দেন সিনেটর বেঞ্জি ই উইম্বার্লী। জেনারেল অ্যাসেম্বলির স্পীকার ক্রেগ জে কফলিনের লেখা সন্মানপত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের ক্ষতি এবং উদ্বাস্তু মানুষের জন্য কেরামত উল্লাহ বিপ্লবের তৈরি প্রতিবেদনকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়। শুধু দক্ষিণ এশীয় নয়, ইউরোপ-আমেরিকার অনেক উন্নত দেশও এখন জলবায়ু পরিবর্তনের মারাত্বক ঝুঁকিতে আছে বলে বেঞ্জি ই উইম্বার্লী। নিউজার্সির সাধারণ পরিষদ জনমানুষের কল্যাণের সাংবাদিকতাকে সব সময়ই সহযোগীতা করে বলেও জানান তিনি। সন্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান পোষ্ট ইউএসএ’র প্রকাশক এনাম চৌধুরী ও চ্যানেল ৫২ ইউএসএ’র পরিচালক চৌধুরী হাসিন ফারাহ। উল্লেখ্য, সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরামের মহাসচিব কেরামত উল্লাহ বিপ্লব আন্তর্জাতিক একটি সংস্থার জলবায়ু বিষয়ক ফেলোশীপ নিয়ে প্রায় ২ মাস ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে কাজ করছেন। জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, ঘুর্ণিঝড়, তুষারঝড় ও দাবানলসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যুক্তরাষ্ট্রের ক্ষতিগ্রস্থ মানুষের পুর্নবাসনে কি ধরনের ভবিষ্যত পরিকল্পনা নেয়া উচিত, তাই এই ফেলোশীপে গবেষণা ও অনুসন্ধানের বিষয়। খ্যাতিমান জলবায়ু সাংবাদিক হিসেবে গত মাসে বাফেলো সিটিতে নিউইয়র্ক স্টেটেরও বিশেষ সন্মাননা দেয়া হয় কেরামত উল্লাহ বিপ্লবকে ।

৩৯তম আটলান্টা ফোবানার কীক অফ মিটিং অনুষ্ঠিত

৩৯তম আটলান্টা ফোবানার কীক অফ মিটিং রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের আটলান্টার আশিয়ানা ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়েছে। মিটিং উপলক্ষে ফোবানার ১১ টি স্টেটের ২৪ জন ডেলিগেট শনিবার (১৮ জানুয়ারি) আটলান্টায় পৌছান। শনিবার ছিল ৩৯তম ফোবানার সিনিয়র কো কনভেনর কাজী নাহিদের বাসায় ডিনার। রোববার সকালে ফোবানার ডেলিগেটরা ফোবানার ফেন্যু পরিদর্শন করেন, সেখান থেকে দুপুরে তারা হোস্ট প্রেসিডেন্ট ডিউক খানের বাসায় ফোবানা ডেলিগেটরা লাঞ্চ ও মত বিনিময় সম্পন্ন করেন হোস্ট কমিটির সাথে। বাংলাধারার সাধারণ সম্পাদক রেজওয়ান হৃদয়ের পরিচালনায় ৩৯তম ফোবানার হোস্ট বাংলাধারার আয়োজনে কীক অব মিটিংটা ছিল তিন পর্বের। বাংলাধারার গুণিজন সংবর্ধনা, কীক অফ মিটিং ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ পর্বে তিনজনকে সংবর্ধনা ও সম্মামনা দেয়া হয়। তারা হলেন লেখক ও সাংবাদিক সামসুল আলম, সঙ্গীতশিল্পী হোসনে আরা বিন্দু ও তাসলিমা সুলতানা পলি। কীক অফ মিটিং ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান ও নাবিলা ইসলাম, গুইনেট কাউন্টি ডেমোক্রেট পার্টির চেয়ারম্যান ব্লেন্ডা লোপেজ । তারা আটলান্টার বাংলাদেশী কমিউনিটির নানা একটিভিটির প্রশংসা করেন এবং ৩৯তম ফোবানার সাফল্য কামনা করেন। দ্বিতীয় পর্বে কীক অফ মিটিংয়ে ফোবানার নির্বাহী সংসদের এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর ও মাহবুব ভুইয়ায় পরিচালনায় প্রথমে শুভেচ্ছা বক্তব্য দেন ৩৯তম ফোবানার কনভেনর নাহিদুল খান সাহেল। তিনি ফোবানার নানা শহরের ডেলিগেটদের আটলান্টায় স্বাগত জানান এবং বৈরী পরিবেশে উপস্থিত সুধিমহলকে শুভেচ্ছা জানান। অন্যদের মধ্যে বক্তব্য দেন ফোবানার সাবেক চেয়ারম্যান এটর্নী মোহাম্মদ আলমগীর (ভার্জিনিয়া), সাবেক চেয়ারম্যান রবিউল করিম বেলাল (পেনসেলভেনিয়া) ও রেহান রেজা (কানসাস)। শুভেচ্ছা বক্তব্য দেন ফোবানার নীর্বাহী সংসদের চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী, সহ সভাপতি এম রহমান জহির, এক্সিকিউটিভ সেক্রেটারী আবীর আলমগীর, জয়েন্ট সেক্রেটারি খালেদ আহমদ রউফ ও ট্রেজারার প্রিয়লাল কর্মকার কীক অফ মিটিংয়ে ফোবানার ১১ টি স্টেট থেকে আসা ফোবানার সদস্য ও ফোবানার নির্বাহী সংসদের আউটস্ট্যান্ডিং সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। বক্তব্য দেন ৩৯তম আটলান্টা ফোবানার আয়োজক কমিটির প্রেসিডেন্ট ডিউক খান, চীফ কোঅর্ডিনেটর দিলু মওলা, সিনিয়র কো কনভেনর কাজী নাহিদ, কমিউনিটি একটিভিস্ট আরেফিন বাবুল ও বাংলা বয়েজের মাহিন উদ্দিন দুলাল। অনুষ্ঠানে নাহিদুল খান সাহেল বলেন, ‘আপনাদের সকলের সহযোগীতায় আটলান্টা ফোবানা সফলতা পাবে। আমাদের ২০০ হাজারের স্পন্সর প্রয়োজন। আশা করি, সব স্টেট থেকেই আমরা ভাল সাড়া পাব। আটলান্টা ফোবানায় নতুনত্ব থাকবে। আমরা ফোবানাকে সার্বজনিন করার চেষ্টা করব।’ মাহবুব ভুইয়া বলেন, ‘আমরা আগামী ৭ ফেব্রুয়ারি ঢাকায় মিট এন্ড গ্রিট করব। বাংলাদেশের ব্যবসায়ীরা ব্যাপকহারে সাড়া দিচ্ছেন। আমাদের সর্বোত্তম চেষ্টা থাকবে, একটি মান সম্পন্ন ফোবানার। আটলান্টার ফোবানায় সবচেয়ে বেশী স্টেট থেকে পারফর্মরা পারফর্ম করবেন। আমরা আটলান্টার সকলকে সম্পৃক্ত করেই একটি নান্দনিক ফোবানা উপহার দিব।’ মিটিংয়ে আটলান্টা কমিউনিটির সালেহ বাদল, মীর মুজিবুর রহমান, ব্যবসায়ী ও রংপুর রাইডার্সের মো. হাসান তারেক, এটর্নী রাজু মহাজন, লিয়াকত হোসেন আবু উপস্থিত ছিলেন। মিটিংয়ে মাসুদ রব চৌধুরী বলেন, ‘ফোবানা যে কোন সময়ের চেয়ে অনেক গতিশীল। ফোবানা বহুমাত্রিক কাজে জড়িত। স্কলারশীপ ও চ্যারিটিসহ উত্তর আমেরিকা কমিউনিটিতে ফোবানা একটি লিডিং সংগঠন। ফোবানায় কোন বিভাজনের সুযোগ নাই।’ আবীর আলমগীর বলেন, ‘ফোবানার পরিধি প্রতি বছর বিস্তৃত হচ্ছে। ফোবানা উত্তর আমেরিকায় বাংলা সংস্কৃতিতে যেমন ভুমিকা রাখে, ঠিক তেমনি ব্যবসায়ীদের নিকটও আইকন। ফোবানা একটি বড় প্লাটফর্ম; যেখানে নানা শহরের প্রতিভাবানরা আলোকিত হবার সুযোগ পান। ফোবানার নির্বাচিত নির্বাহী সংসদের সবাই খুবই আন্তরিকতার সাথে ফোবানাকে পরিচালনা করে থাকেন।’ মিটিংয়ের শেষ পর্বে ছিল ফিডব্যাকের রোমেল খান, হোসনে আরা বিন্দু, গোলাম মহিউদ্দিন, মোহাম্মদ ইকবাল, প্রিয়লাল কর্মকার, রাজিব হোসেন, হোসনে আরা বিন্দু, আবু রুমির সঙ্গীত পরিবেশনা।

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা-২০২৫’র প্রস্তুতি শুরু

৩৪তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। গত সোমবার (২০ জানুয়ারি) আয়োজক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সভায় বইমেলা আয়োজনের রূপরেখা উপস্থাপন করা হয়েছে। রূপরেখা উপস্থাপন করেন মেলার আহ্বায়ক রোকেয়া হায়দার। মুক্তধারা ফাউন্ডেশনের বর্তমান চেয়ারপারসন ড. নূরুন নবীর সভাপতিত্বে সভায় ২০২৫-২০২৬ কার্যকরী পরিষদের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন জিয়াউদ্দিন আহমেদ। রোকেয়া হায়দারের নেতৃত্বে বর্তমান কার্যকরী পরিষদ ৩৪তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা সফলভাবে আয়োজনের পর নতুন কার্যকরী পরিষদ দায়িত্ব নেবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমিটিতে তরুণ স্বেচ্ছাসেবকদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন ড. নূরুন নবী, জিয়াউদ্দিন আহমেদ, রোকেয়া হায়দার, উপদেষ্টা ড. আবদুন নূর ও গোলাম ফারুক ভূঁইয়া, ভাইস চেয়ারপারসন নিনি ওয়াহেদ ও সউদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা, সহ-সাধারণ সম্পাদক ফাহিম রেজা নূর, কোষাধ্যক্ষ সাবিনা হাই উর্বি, প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুরাদ আকাশ, প্রচার সম্পাদক তোফাজ্জল লিটন, কার্যকরী সদস্য ফাতেমা আহমেদ, ওবায়দুল্লাহ মামুন, নসরত শাহ আজাদ ও তানভীর রাব্বানী। প্রসঙ্গত, গত ৩৩ বছর ধরে বাংলাদেশ ও পশ্চিমবেঙ্গের বাইরে সর্ববৃহৎ বাংলা বইমেলার আয়োজন করে আসছে মুক্তধারা ফাউন্ডেশন। ৩৪তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা আগামী ২৩-২৬ মে পর্যন্ত জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে। অন্যান্য বারের মতো এ বইমেলাও সব অভিবাসী বাঙালির অংশগ্রহণে সার্থক হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক কমিটি।

মাদ্রিদে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন

স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি প্রয়াত রাষ্টপতী জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বিএনপি মাদ্রিদ মহানগর স্পেন। সোমবার (২০ জানুয়ারি) রাতে মাদ্রিদের বাংলা টাওন রেস্তোরাঁয় এ সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমেদ সামছুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আব্দুল্লাহ আল জিহাদ। সভায় বক্তব্য দেন স্পেন বিএনপির সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান নাসিম, সাবেক স্পেন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল খান, শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন মাদ্রিদ মহানগর বিএনপি সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পারভেজ, মিনহাজ ইসলাম, মোহাম্মদ সাইদ, শাপিন মজুমদার, মোহাম্মদ রফিক, মাছুম খান, আবু বক্কর, স্পেন যুবদলের আব্দুল মজিদ সুজন, মানিক বেপারি, স্পেন জাসাসের বিপ্লব খান। মাহফিলে জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা ও খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

সাংবাদিক কেরামত বিপ্লবকে নিউজার্সি অ্যাসেম্বলির বিশেষ সন্মাননা

জলবায়ু পরিবর্তন বিষয়ক রিপোর্টিং ও গবেষণার জন্য বাংলাদেশী সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবকে বিশেষ সন্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউজার্সি জেনারেল অ্যাসেম্বলি। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে প্যাটারসন সিটিতে বিপ্লবকে মার্কিন সরকারের এ সন্মাননা তুলে দেন সিনেটর বেঞ্জি ই উইম্বার্লী। জেনারেল অ্যাসেম্বলির স্পীকার ক্রেগ জে কফলিনের লেখা সন্মানপত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের ক্ষতি এবং উদ্বাস্তু মানুষের জন্য কেরামত উল্লাহ বিপ্লবের তৈরি প্রতিবেদনকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়। শুধু দক্ষিণ এশীয় নয়, ইউরোপ-আমেরিকার অনেক উন্নত দেশও এখন জলবায়ু পরিবর্তনের মারাত্বক ঝুঁকিতে আছে বলে বেঞ্জি ই উইম্বার্লী। নিউজার্সির সাধারণ পরিষদ জনমানুষের কল্যাণের সাংবাদিকতাকে সব সময়ই সহযোগীতা করে বলেও জানান তিনি। সন্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান পোষ্ট ইউএসএ’র প্রকাশক এনাম চৌধুরী ও চ্যানেল ৫২ ইউএসএ’র পরিচালক চৌধুরী হাসিন ফারাহ। উল্লেখ্য, সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরামের মহাসচিব কেরামত উল্লাহ বিপ্লব আন্তর্জাতিক একটি সংস্থার জলবায়ু বিষয়ক ফেলোশীপ নিয়ে প্রায় ২ মাস ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে কাজ করছেন। জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, ঘুর্ণিঝড়, তুষারঝড় ও দাবানলসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যুক্তরাষ্ট্রের ক্ষতিগ্রস্থ মানুষের পুর্নবাসনে কি ধরনের ভবিষ্যত পরিকল্পনা নেয়া উচিত, তাই এই ফেলোশীপে গবেষণা ও অনুসন্ধানের বিষয়।খ্যাতিমান জলবায়ু সাংবাদিক হিসেবে গত মাসে বাফেলো সিটিতে নিউইয়র্ক স্টেটেরও বিশেষ সন্মাননা দেয়া হয় কেরামত উল্লাহ বিপ্লবকে ।