মাদ্রিদে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন

স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি প্রয়াত রাষ্টপতী জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বিএনপি মাদ্রিদ মহানগর স্পেন। সোমবার (২০ জানুয়ারি) রাতে মাদ্রিদের বাংলা টাওন রেস্তোরাঁয় এ সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমেদ সামছুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আব্দুল্লাহ আল জিহাদ। সভায় বক্তব্য দেন স্পেন বিএনপির সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান নাসিম, সাবেক স্পেন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল খান, শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন মাদ্রিদ মহানগর বিএনপি সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পারভেজ, মিনহাজ ইসলাম, মোহাম্মদ সাইদ, শাপিন মজুমদার, মোহাম্মদ রফিক, মাছুম খান, আবু বক্কর, স্পেন যুবদলের আব্দুল মজিদ সুজন, মানিক বেপারি, স্পেন জাসাসের বিপ্লব খান। মাহফিলে জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা ও খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

সাংবাদিক কেরামত বিপ্লবকে নিউজার্সি অ্যাসেম্বলির বিশেষ সন্মাননা

জলবায়ু পরিবর্তন বিষয়ক রিপোর্টিং ও গবেষণার জন্য বাংলাদেশী সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবকে বিশেষ সন্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউজার্সি জেনারেল অ্যাসেম্বলি। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে প্যাটারসন সিটিতে বিপ্লবকে মার্কিন সরকারের এ সন্মাননা তুলে দেন সিনেটর বেঞ্জি ই উইম্বার্লী। জেনারেল অ্যাসেম্বলির স্পীকার ক্রেগ জে কফলিনের লেখা সন্মানপত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের ক্ষতি এবং উদ্বাস্তু মানুষের জন্য কেরামত উল্লাহ বিপ্লবের তৈরি প্রতিবেদনকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়। শুধু দক্ষিণ এশীয় নয়, ইউরোপ-আমেরিকার অনেক উন্নত দেশও এখন জলবায়ু পরিবর্তনের মারাত্বক ঝুঁকিতে আছে বলে বেঞ্জি ই উইম্বার্লী। নিউজার্সির সাধারণ পরিষদ জনমানুষের কল্যাণের সাংবাদিকতাকে সব সময়ই সহযোগীতা করে বলেও জানান তিনি। সন্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান পোষ্ট ইউএসএ’র প্রকাশক এনাম চৌধুরী ও চ্যানেল ৫২ ইউএসএ’র পরিচালক চৌধুরী হাসিন ফারাহ। উল্লেখ্য, সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরামের মহাসচিব কেরামত উল্লাহ বিপ্লব আন্তর্জাতিক একটি সংস্থার জলবায়ু বিষয়ক ফেলোশীপ নিয়ে প্রায় ২ মাস ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে কাজ করছেন। জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, ঘুর্ণিঝড়, তুষারঝড় ও দাবানলসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যুক্তরাষ্ট্রের ক্ষতিগ্রস্থ মানুষের পুর্নবাসনে কি ধরনের ভবিষ্যত পরিকল্পনা নেয়া উচিত, তাই এই ফেলোশীপে গবেষণা ও অনুসন্ধানের বিষয়।খ্যাতিমান জলবায়ু সাংবাদিক হিসেবে গত মাসে বাফেলো সিটিতে নিউইয়র্ক স্টেটেরও বিশেষ সন্মাননা দেয়া হয় কেরামত উল্লাহ বিপ্লবকে ।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি নিয়ে প্যারিসে চিত্র প্রদর্শনী

জুলাইয়ের গণঅভ্যুত্থান নিয়ে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ’ শিরোনামে প্রদর্শনী। এতে জুলাইয়ের চিত্রকর্ম, ছাত্র-জনতার তৈরি গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রদর্শনীর পাশাপাশি ছিল আলোচনা অনুষ্ঠান। রোববার (১৯ জানুয়ারি) বিকালে অবেরভিলারের এক হলে এ আয়োজনে অংশ নেন প্রবাসী বাংলাদেশি ও সাংবাদিকরা। প্রদর্শনী উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। তিনি বলেন, ‘রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতীকথা প্রবাসীদের কাছে তুলে ধরার এ ধরনের প্রয়াস প্রবাসের মাটিতে উদাহরণ হিসেবে অন্যান্য দেশের প্রবাসী কমিউনিটিকে অনুপ্রেরণা জোগাবে।’ সাংবাদিক আবু তাহির বলেন, ‘জুলাই অভ্যুত্থান কেউ একা করেননি, সবার অংশগ্রহণ ছিল। তাই, এসব উদ্যোগ একে অপরের জন্য প্রেরণা হওয়া সময়ের দাবি।’ নয়ন মামুনের পরিচালনায় সভায় বক্তব্য দেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক মিল্টন সরকার, মনোয়ার হোসেন মুজাহিদ, হেলাল আহমদ ও কাওছার আহমদ।

যুক্তরাষ্ট্রে সম্মাননা পেলেন লাবলু আনসারসহ সাত সাংবাদিক

নিউইয়র্ক: বাংলাদেশের লাবলু আনসারসহ যুক্তরাষ্ট্রে কর্মরত বিভিন্ন দেশের সাত সাংবাদিককে সম্মাননা দিয়েছে নেপালের গণমাধ্যম ‘ত্রিভেনি টাইমস’। সম্মাননাপ্রাপ্ত অন্য সাংবাদিকরা হলেন ভারতের হারপ্রিত সিং টুর, নেপালের সম্রাট কারকি, চীনের ইয়োঈ জিন, পাকিস্তানের মঞ্জুর হোসেন, নেপালের মনোজ বাসেত ও ফিলিপাইনের ড্যাভ লাভেন্স। পত্রিকাটির প্রকাশনার বর্ষপূর্তি উপলক্ষ্যে শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে নিউইয়র্ক সিটির কুইন্স লাইব্রেরি মিলনায়তনে এ আয়োজন করেন তারা। সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেন ‘ত্রিভেনি টাইমস’-এর সম্পাদক খাম লাল ভাট্টা ও নির্বাহী সম্পাদক নবরাজ কেসি। এ সময় কংগ্রেসওম্যান গ্রেস মেংয়ের কংগ্রেশনাল প্রক্লেমেশন এবং স্টেট অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমারের দেওয়া ‘আন সাঙ হিরো’ সনদ ছাড়াও কুইন্স বরো প্রেসিডেন্টের সম্মাননা সনদ দেওয়া হয় সাংবাদিকদের। অনুষ্ঠানে ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার দীলিপ নাথ সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘সত্য ও ন্যায়নিষ্ঠ সংবাদ প্রচারের মধ্য দিয়ে সুশাসনের পথ সুগম ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করতে বিভিন্ন ভাষার গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গোটা কমিউনিটিকে ঐক্যবদ্ধ করতেও গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা রাখছে। মেধাবী ও পরিশ্রমী সাংবাদিকরা পুরস্কৃত হওয়ার মাধ্যমে অন্যরাও পেশাগতভাবে আরো দায়িত্বশীল হবেন বলে আশা করছি।’ নবরাজ কেসি বলেন, ‘শুরু হওয়া এ যাত্রা অব্যাহত থাকবে এবং এ আয়োজনে সব কমিউনিটির অকুণ্ঠ সমর্থনের ব্যাপারটি আমাদের অভিভূত ও উৎসাহিত করেছে।’ অনুষ্ঠানে বাংলাদেশ, নেপাল, চীন ও ফিলিপাইনের শিল্পীরা নিজ নিজ দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের নাচ ও গান পরিবেশন করেন। বাংলাদেশের লোকসঙ্গীতের সঙ্গে নাচ পরিবেশন করেন আদ্রিকা ভৌমিক। উপস্থিত ছিলেন স্টেট অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমারের ডেপুটি চিফ অব স্টাফ নীল ত্রিভেদি, কুইন্স বরো প্রেসিডেন্টের প্রতিনিধি শুভ্র দত্ত, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মো. আব্দুল কাদের মিয়া, কুইন্স কমিউনিটি বোর্ড-৩’-এর নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, মানিকগঞ্জ কল্যাণ সমিতির উপদেষ্টা আনিসুর রহমান এবং সিটি ফ্যাইন্যান্স ডিপার্টমেন্টের কর্মকর্তা গনেশ ভৌমিক।

ফ্রাঙ্কফুর্ট হোম টেক্সটাইল মেলায় বাংলাদেশ

জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়ে গেল চার দিনব্যাপী হোম টেক্সটাইল শিল্পের বিশ্বের সর্ববৃহৎ মেলা। এ বছর ৬৫টি দেশ থেকে তিন হাজারের অধিক কোম্পানি এ মেলায় অংশ নেয়। টাওয়াল, বেড শিট, কম্বল, বালিশসহ হোম টেক্সটাইল শিল্পের বিভিন্ন পণ্য বিশ্ব বাজারে ছড়িয়ে দিতে বাংলাদেশের ১৫টি কোম্পানি এ বছর মেলায় অংশগ্রহণ করে। তার মধ্যে বাংলাদেশ থেকে নোমান টেড়ি টাওয়েল, যাবের যুবায়ের ফেব্রিক্স, শাবাব ফেব্রিক্স, এসিএস টেক্সটাইলস সহ বেশ কয়েকটি বড় কোম্পানি অংশ নিয়েছিল। এছাড়াও বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় ও জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর চৌধুরি মো. গোলাম রাব্বীর তত্ত্বাবধানে বাংলাদেশের চারটি কোম্পানি এ মেলায় অংশ নেয়। বাংলাদেশ দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স রাহাত বিন জামান এবং কমার্শিয়াল কাউন্সেলর চৌধুরি মো. গোলাম রাব্বী মেলায় অংশগ্রহণ বাংলাদেশের প্যাভিলিয়নগুলো পরিদর্শন করেন। চার্জ ডি অ্যাফেয়ার্স অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কার্যক্রমের খোঁজ-খবর নেন। তিনি বলেন, বাংলাদেশের টেক্সটাইল শিল্পের বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা রয়েছে। এই ধরনের আন্তর্জাতিক মেলা আমাদের রপ্তানির সুযোগ এবং বৈশ্বিক অংশীদারিত্ব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশি কোম্পানি এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করবে। মেলায় অংশ নেওয়া ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন হোম টেক্সটাইল পণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দিতে তারা কাজ করছেন। হোম টেক্সটাইল শিল্পে সরকারের সুদৃষ্টি এবং এই খাতে প্রণোদনার বৃদ্ধি করলে রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে বলে মনে করেন তারা। বাংলাদেশ থেকে রপ্তানি বৃদ্ধি করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য কাজ করছেন বলে জানান মেলায় অংশগ্রহণ করা নোমান টেড়ি টাওয়েল এর নির্বাহী পরিচালক ইয়াসিন মাহমুদ। মেলা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, চার দিনের এ আন্তর্জাতিক মেলায় ১৪২টি দেশের প্রায় ৫০ হাজার ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন ও তাদের ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করেন। পরবর্তী মেলা ২০২৬ সালের ১৩ থেকে ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এ মেলায় সরাসরি পণ্য বিক্রয় হয় না। শুধু পণ্য প্রদর্শন এবং উৎপাদনকারী কোম্পানি এবং বাজারজাতকারী কোম্পানি বা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি সম্পাদিত হয়। তাই আন্তর্জাতিক বাজারে পণ্য ছড়িয়ে দিতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) ফরওয়ানিয়া সেফ নওশাল রেস্টুরেন্টে এ সম্মেলন হয়। নুরুল আমিন ও গোলাম সারওয়ার সিরাজীর সঞ্চালনায় সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমদ।সম্মেলনে বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২০২৬ সেশনের জন্য সভাপতি পদে আব্দুল্লাহ আল হারুন ও সেক্রেটারি আব্দুর রহমান জামীসহ ৩৫ জন বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করে তাদের শপথ পড়ান সংগঠনের প্রধান উপদেষ্টা আইয়ুব।ইউনুছ আহমদ বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি গতিশীল ও ন্যায়নীতির সংগঠন।’ এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করার আহ্বান জানান তিনি।একই সঙ্গে কুয়েত শাখার নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান ইউনুছ আহমদ।

রোমানিয়ায় বাংলাদেশি কমিউনিটি গঠিত

প্রবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ কমিউনিটি ইন রোমানিয়া’ গঠিত হয়েছে। গত ১৩ জানুয়ারি এই সংগঠনের যাত্রা শুরু হয়। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে ফেরদৌস আহমেদ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন রোমানিয়ায় নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত। পাশাপাশি মো. সাইফুল ইসলামকেও কমিটির উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কমিটি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং স্থানীয় সমাজের সঙ্গে মেলবন্ধন তৈরির লক্ষ্যেই এই কমিউনিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা বলেন, বাংলাদেশি কমিউনিটি ইন রোমানিয়া প্রবাসীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এই সংগঠন প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করে তাদের বিভিন্ন সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতে এই সংগঠন প্রবাসীদের স্বার্থে নানা উদ্যোগ গ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে।

নৌবিহারে সভা করল বাংলাদেশ প্রেস ক্লাব কাতার

পারস্য উপসাগরের দেশে কাতারে বসবাসরত প্রবাসী সংবাদ মাধ্যমকর্মীদের সংগঠন ‘বাংলাদেশ প্রেস ক্লাব কাতার’ তাদের নতুন নির্বাচিত কমিটির পরিচিত সভা করেছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাতে দেশটির রাজধানী দোহার আল কার্নিশ সাগরে নৌবিহারে এ সভা করেন তারা। কমিটির সভাপতি কাজী মোহাম্মদ শামীমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এমএ সালাম। এতে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ অফ মিশন মো. ওয়ালিউর রহমান, সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন, কাউন্সেলর মোবাশ্বেরা কাদেরী, শ্রম কাউন্সেলর মোহাম্মদ মাশহুদুল কবীর, শ্রম কাউন্সেলর তন্ময় ইসলাম, কাউন্সেলর ভিসা ও পাসপোর্ট মো. মাহাদি হাসান, প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজী, প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. নাছির উদ্দীন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাতারের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন। অনুষ্ঠানে মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘প্রবাসী গণমাধ্যমকর্মীরা শত সীমাবদ্ধতা থাকার পরও প্রবাসীদের সুখ-দুঃখের খবর দেশে ও প্রবাসে সবার কাছে পৌঁছে দিচ্ছেন। দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির সংবাদ পরিবেশনে তারাই একমাত্র ভরসা।’ কাজী মোহাম্মদ শামীম বলেন, ‘প্রবাসী গণমাধ্যমকর্মীদের কাজ অনেকটা নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মত, তবে তারা বাংলাদেশিদের খবর দেশে পৌঁছে দিচ্ছেন সামাজিক দায়বদ্ধতা থেকে। নিজেদের কাজের পাশাপাশি কমিউনিটিতে সংবাদসেবা দিতে পেরে খুশি তারা।’ নৌবিহারে গান শোনান স্থানীয় বাংলাদেশি কণ্ঠশিল্পী শাহ আলম মাইজভান্ডারী, ফৌজিয়া রহমান ও নয়ন সূত্রধর।

৪ হাজার বাংলাদেশি কর্মী নেবে গ্রিস

কর্মী সংকট মোকাবিলায় চলতি বছর বাংলাদেশ থেকে ৪ হাজার কর্মী নেবে ইউরোপের দেশ গ্রিস। দু’দেশের মধ্যে পূর্বের চুক্তি অনুযায়ী এ সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা। চলতি বছর কৃষি, নির্মাণ ও পর্যটন খাতসহ বিভিন্ন সেক্টরে এ বছর ৮৯ হাজার ২৯০ জন বিদেশি শ্রমিক নেবে দেশটি। সম্প্রতি তৃতীয় দেশ থেকে অভিবাসী কর্মী আনার জন্য একটি গেজেট পাস করেছে গ্রিক মন্ত্রিসভা। প্রকাশিত গেজেটে বলা হয়েছে, ৪৫ হাজার ৬৭০ জন সিজনাল ভিসায়, ২ হাজার জন উচ্চ দক্ষ কর্মসংস্থানের জন্য এবং ৪১ হাজার ৬৭০ জন স্পন্সর ভিসার আওতায় কর্মসংস্থানের সুযোগ পাবেন। ওই গেজেট থেকে জানা গেছে, বর্তমানে দেশটির বিভিন্ন সেক্টরে প্রায় তিন লাখ কর্মীর ঘাটতি রয়েছে। সবচেয়ে বেশি শ্রমিক সংকটের মুখে কৃষি সেক্টর। দীর্ঘদিন ধরে শ্রমিক সংকটের মুখোমুখি কৃষি খাতের মালিকরা। নতুন গেজেট অনুসারে, আনা কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য অংশ অদক্ষ কৃষি শ্রমিক, নির্মাণকর্মী ও কারখানার শ্রমিক হবেন। এছাড়া ডিশওয়াশার, ওয়েটার, পরিচ্ছন্নতাকর্মী, শেফ, স্পা থেরাপিস্ট, নির্মাণকর্মী ও ভারী যন্ত্রপাতি চালকের মতো পদে প্রচুর কর্মীর চাহিদা দেখা দিয়েছে গ্রিসে। গ্রিসের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বাংলাদেশ এবং মিশর থেকে আসবেন প্রায় ৯ হাজার কর্মী। ২০২২ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায়, ৪ হাজার বাংলাদেশি কর্মী কৃষি, বন, মৎস্য ও পর্যটন খাতে নিয়োগ পাবেন। তবে বাংলাদেশে গ্রিসের দূতাবাস না থাকায় ভিসা প্রক্রিয়া নিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ভিসাপ্রত্যাশীদের।

পর্তুগালে সহিংসতায় জড়াল বিএনপির দুই পক্ষ, আহত সাত

পর্তুগালে বিএনপির এক নেতার জন্মদিনকে কেন্দ্র করে সহিংসতায় জড়িয়েছে দলের দুই গ্রুপ, এতে আহত হয়েছেন সাতজন। রোববার (১২ জানুয়ারি) দুপুরে দেশটির লিসবনের রুয়া দো বেনফরমোসো এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সংবাদ পুলিশের বরাত দিয়ে গুরুত্ব সহকারে প্রকাশ করছে স্থানীয় গণমাধ্যমগুলো। বিভিন্ন সংবাদে বলা হয়, ‘আহতরা লোহার রড ও লাঠির আঘাতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয় এবং পরে সাও জোসে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’ অপর চারজন পুলিশের সদর দপ্তরে যান, সেখানে জাতীয় জরুরি চিকিৎসা পরিষেবার (আইএনইএম) মাধ্যমে তাদের চিকিৎসা দেওয়া হয়। প্রবাসী বাংলাদেশি আব্দুস সালাম জানান, পর্তুগালের বেজা শহরে বিএনপির জ্যেষ্ঠ সভাপতি কালাল আহমেদের জন্মদিনের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। উভয়পক্ষের ব্যক্তিগত সমস্যার জের ধরে এ হামলা।’ পুলিশের প্রথম বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক ইউরি রদ্রিগেস জানান, একজন ভুক্তভোগী তার নিম্নাঙ্গে ছুরিকাহত হয়েছেন এবং আরেকজন তার পিঠের নিচের দিকে। দুইজনকেই ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয় এবং পরে সাও জোসে হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ এই ঘটনার বিষয়ে পাবলিক প্রসিকিউটরকে জানিয়েছে এবং ঘটনাস্থল ও এর আশপাশে পুলিশি টহল বাড়িয়েছে। এ ঘটনায় পর্তুগালে বাংলাদেশ কমিউনিটিতে থমথমে অবস্থা বিরাজ করছে। পাশাপাশি বাংলাদেশিদের বসবাসের এলাকা রুয়া দো বেনফরমোসোতে পর্তুগিজ টেলিভিশন চ্যানেল, সাংবাদিক ও পুলিশের উপস্থিতি বেড়েছে। এ ব্যাপারে কমিউনিটির নেতা রানা তাসলিম উদ্দিন বলেন, ‘বাংলাদেশিদের দুই পক্ষের এ ধরনের হামলা দুঃখজনক, পর্তুগালের আরেকটি শহর থেকে এসে বাংলাদেশি পাড়ায় সন্ত্রাসীরা এ হামলায় চালায়।’ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তথ্য, ঘটনা রেকর্ড ও নাগরিকদের অভিযোগের ভিত্তিতে অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানান ইউরি রদ্রিগেস। দলীয় সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে পর্তুগাল বিএনপির সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট বলেন, ‘বিএনপিতে কোন সন্ত্রাসীদের ছাড় নেই। যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কেউই পর্তুগাল বিএনপির পদে থাকতে বা আসতে পারবেন না।’

ফেলানী দিবস উপলক্ষে নিউইয়র্কে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: ভারতীয় সীমান্ত রক্ষীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশী কিশোরী ফেলানী খাতুনের ১৪তম মৃত্যু দিবস ছিল ৭ জানুয়ারি (মঙ্গলবার)। ১৫ বছর বয়সী ফেলানী ২০১১ সালের ৭ জানুয়ারি বাংলাদেশ-ভারত কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়। গুলিবিদ্ধ হওয়ার পর ফেলানীর দেহ সীমান্তরেখা বরাবর কাটাতারের বেড়ায় চার ঘন্টা ধরে ঝুলে থাকলেও বিএসএফ তাকে উদ্ধার করেনি। দিনটি বাংলাদেশে ফেলানী দিবস হিসেবে পরিচিত ও পালিত হয়ে আসছে। ‘ফেলানী দিবস’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিয়ইয়র্কে বসবাসরত বাংলাদেশীদের সংগঠন ‘প্যাট্রিয়টস অব বাংলাদেশ’ বুধবার (৮ জানুয়ারি) বিকালে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে। ওই কর্মসূচিতে বিএসএপের নির্বিচারে বাংলাদেশী নাগরিকদের হত্যা করার তীব্র নিন্দা ও ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের সামনের রাস্তার নামটির নাম ‘ফেলানী সড়ক’ করার দাবী জানানো হয়।এ সংক্রান্ত একটি স্মারকলিপি বাংলাদেশ কনস্যুলেটকে দেয়া হয়। কন্যুলেটের পক্ষ থেকে মিনিস্টার মোহাম্মদ আনিসুজ্জামান স্মারকলিপিটি নেন এবং তা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌছে দেওয়া হবে বলে জানান।মানববন্ধনে কমিউনিটি অ্যাক্টিভিস্ট আবদুস সবুর, ‘প্যাট্রিয়টস অব বাংলাদেশ’-এর প্রধান সমন্ময়কারী আবদুল কাদের, সদস্য জুয়েল জাকির, সাংবাদিক চৌধুরী মোহাম্মদ কাজল, মুশফিকুর রহমান, মোহাম্মদ তারিফ ও রাসেল খান বক্তব্য দেন। সমাবেশে আবদুল কাদের বলেন, ‘ভারত যদিও আমাদের বন্ধুরাষ্ট্র। কিন্তু ভারতীয়রা যেভাবে সীমান্তে বাংলাদেশীদের হত্যা করছে, এটা সৎ প্রতিবেশীসুলভ আচরণ হতে পারে না। এটা মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। আমরা আশা করব, ভারত সরকার বিএসএফ-কে সংযত হতে নির্দেশ দেবে।’তিনি আরো বলেন ‘এত দিন ভারতের তাবেদার ‘আওয়ামী লীগ সরকার’ ফেলানী হত্যার বিচার দাবী করেনি। এখন বাংলাদেশের স্বাধীনতার পক্ষের সরকার জোরালো ভাষায় ফেলানী হত্যাকান্ডের বিচার দাবী করবে বলে আমরা আশা করছি।’ আবদুস সবুর বলেন, ‘ফেলানীকে যেভাবে হত্যা করা হয়েছে, সেটা নিঃসন্দেহে মানবতাবিরোধী অপরাধ।’ ফেলানী হত্যাকান্ডের বিচার দাবী করে তিনি বলেন, ‘ফেলানীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাকে চার ঘন্টা কাটাতারের ওপর ঝুলিয়ে রাখা হয়েছিল। তখন তার শরীর থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছিল। বিএসএফ তাকে উদ্ধার করেনি। মৃত্যুর ১৪ বছর পরও ফেলানী হত্যার বিচার হয়নি।’ জুয়েল জাকির বলেন, ‘বিএসএফ-কে আরও সংযত ও মানবিক হতে হবে। এটা কোন সভ্য বাহিনীর আচরণ হতে পারেনা। একটি ১৫ বছরের কিশোরী নির্মমভাবে নিহত হয়েছে। কিন্তু বিচার পায়নি। আমরা ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের সামনের রাস্তাটির নাম ফেলানীর নামে নামকরনের দাবী জানাচ্ছি। এই রাস্তাটির নাম হোক ‘ফেলানী সড়ক’ বা ‘ফেলানী স্ট্রিট’। তাহলে হয়ত তার পরিবার কিছুটা শান্তনা পাবে। বাংলাদেশী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা দেশের অন্তর্বর্তী সরকারের কাছ এই দাবী জানাচ্ছি।’সমাবেশ শেষে চৌধুরী মোহাম্মদ কাজল সংগঠনের পক্ষ থেকে দূতাবাস কর্মকর্তার কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিলর ইশরাত জাহান উপস্থিত ছিলেন।

বাংলাদেশি ‘ক্রীড়াবিদদের’ মালয়েশিয়া প্রবেশে কড়াকড়ি

বাংলাদেশি ক্রীড়াবিদরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের অজুহাতে মালয়েশিয়ায় এসে দীর্ঘ মেয়াদী কাজ করার সন্ধান পেয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এর ফলে, এখন থেকে বাংলাদেশি ক্রীড়াবিদদের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মালয়েশিয়ার প্রবেশের অনুমতি দেবে না দেশটির ইমিগ্রেশন বিভাগ। রোববার (১২ জানুয়ারি) স্থানীয় সংবাদ মাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশি ক্রীড়াবিদদের মালয়েশিয়ায় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের অজুহাতে আনা হলেও পরবর্তী তারা দেশ ফেরত না গিয়ে এখানে দীর্ঘ মেয়াদী কাজ খোঁজার চেষ্টা করছেন। যার ফলে, এখন থেকে বাংলাদেশি ক্রীড়াবিদদের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া দেশটিতে প্রবেশের অনুমতি দেবে না মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।’গত বছরের অক্টোবরে এই চক্রটি ২১-৩৩ বছর বয়সি ১৮ জন ক্রীড়াবিদ নিয়ে এসেছিল। পরে, তাদের কুয়ালালামপুরের মালুরিতে অভিযান চালিয়ে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণপত্র জব্দ করা হয়।প্রতিবেদনে আরও বলা হয়, ‘অভিবাসন বিভাগ সিন্ডিকেট চক্রের সন্দেহভাজন আরও তিনজন বাংলাদেশিকেও গ্রেফতার করেছে, সেসময় তাদের কাছ থেকে ২ হাজার থেকে ৫ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়।তাদের গ্রেফতারের দুই দিন পর বিভাগটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে আরও ২০ জন বাংলাদেশিকে আনার আরেকটি চেষ্টা বন্ধ করে দিয়ে তাদের নোট-টু-ল্যান্ড নোটিশ জারি করার মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়া হয়।২০২৩ সালের ১৫ জানুয়ারি ২৩ জন বাংলাদেশি নাগরিক একই পদ্ধতিতে মালয়েশিয়ায় ঢুকেছে, যেটি কথিতভাবে একটি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।তদন্তে আরও দেখা গেছে, বাংলাদেশি ক্রীড়াবিদরা মালয়েশিয়ায় বৈধকরণ প্রক্রিয়া ‘রিক্যালিব্রেশন ২.০’ প্রোগ্রামের জন্য নাম নিবন্ধন করেছিল, যদিও তাদের আবেদনগুলো প্রত্যাখ্যান করেছে অভিবাসন বিভাগ।বিভাগটি আরও জানায়, এই ধরনের প্রচেষ্টা বন্ধ করতে অভিবাসন বিভাগ বাংলাদেশ থেকে আসা ক্রীড়াবিদদের জন্য পরীক্ষা-নিরীক্ষা আরও কঠোর করবে। ইভেন্টগুলোর জন্য যেসব নথিপত্র দেয়া হয়, সেগুলো বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করে পরীক্ষা করা হবে।

জামায়াত দায়িত্ব পেলে ধর্ম ও দল দেখব না: শফিকুর রহমান

দেশের রাজনীতিবিদদের ওপর গুরুদায়িত্ব অর্পিত হয়েছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘রাজনীতিবিদরা আগের মত পাগলামি ও বোকামি করলে আগামীর প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। যদি আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, আমরা মালিক নয় জাতির খাদেম হব। কে হিন্দু, কে মুসলিম, কে কোন দলের ও ধর্মের আমরা তা দেখব না। আমরা দেখব সে বাংলাদেশি কি না।’ কুয়েত সফরে শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় আরদিয়া সানাইয়া এলাকায় কুয়েতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে শফিকুর রহমান আরো বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশকে অনুরোধ করব, তারা তাদের দেশকে যেমন পছন্দ করে, তেমনি আমাদেরও যেন আমাদের দেশ পছন্দ করার সুযোগ দেয়। তবে হ্যাঁ, আমরা সবার ভালবাসা ও বন্ধুত্ব চাই। যারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে আমরা তাদের বুকে জড়িয়ে নেব। জাতির উন্নয়ন ও অগ্রগতিতে যারা সহযোগিতা করবে তাদের প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানাব।’ তিনি বলেন, ‘৫৩ বছর যারাই দেশ চালিয়েছে, তারা জাতিকে সম্মান করতে পারেনি। তারা যখনই ক্ষমতায় গিয়েছে, সেবকের পরিবর্তে অনেকেই মালিক হয়ে বসেছিল।’ প্রবাসীদের অভিযোগ ও অভিমত শুনে জামায়াতের আমির বলেন, ‘আমি যে দেশেই যাচ্ছি, সে দেশে কষ্টের হাহাকার শুনতে পাচ্ছি। আমরা সময়মত পাসপোর্ট পাই না। সময়মত পেতে হলে বাড়তি খরচ করতে হয়, করুণার পাত্র হয়ে কাজ একে দিতে হয়, ওকে দিতে হয়। আবার কেউ মারা গেলে লাশটা সহজে দেশে নেওয়া যায় না। অনেক কান্নাকাটি করতে হয়। এদিক-ওদিক দৌড়াতে হয়। বিমান টিকিটের দাম দ্বিগুণ থেকে আড়াই গুণ করে ফেলা হয়। এটা জুলুম।’ ‘অনেকেই বিভিন্ন কোম্পানিতে কাজ করেন, ন্যায্য পাওনা পান না। সরকার ও অ্যাম্বাসি তাদের পাশে দাঁড়ায় না। তাহলে অ্যাম্বাসি এখানে কেন? অ্যাম্বাসি হচ্ছে সরকারের প্রতিনিধি। অ্যাম্বাসি যদি প্রবাসীদের বিভিন্ন দুঃখ-কষ্ট সমস্যা না দেখে তাহলে এখানে দরকার নেই। অ্যাম্বাসির দায়িত্ব হল প্রবাসীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হলে বাধাগ্রস্ত হলে এ দেশের সরকারকে বুঝিয়ে সেটা আদায় করা।’ এ সময় প্রত্যেক প্রবাসীকে স্থানীয় আইন-কানুন মেনে চলতে অনুরোধ করেন জামায়াতের আমির। প্রসঙ্গত, কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে দেশটি সফরে যান শফিকুর রহমান। বুধবার (৮ জানুয়ারি) সকালে কুয়েত এয়ারলাইনসের একটি ফ্লাইটে কুয়েত বিমানবন্দরে পৌঁছান তিনি।

আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

আওয়ামী লীগের নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে সম্প্রতি দেখা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সংবাদ ফিনেন্সিয়াল টাইম। দুর্নীতি ও নিরাপত্তা বাহিনীর মাধ্যমে প্রতিবাদকারীদের উপর দমন-পীড়নে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ থাকলেও দলটির একজন সিনিয়র সদস্যের সঙ্গে দেখা করেছেন কিয়ার স্টারমার। গেল ডিসেম্বরে গ্লাসগোর ক্রাউন প্লাজা হোটেলে একটি ব্ল্যাক-টাই ডিনার ইভেন্টে সিলেটের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে দেখা করেন স্টারমার। দুইজনের কথোপকথনের সময় তাদের ছবি তোলা হয়েছিল। স্টারমার আরেকটি ছবি তুলেছেন যেখানে তাকে লেবার পার্টির জন্য একটি অনুদান চেক নিতে দেখা যায়। এ সময় তার সঙ্গে লন্ডনের মেয়র সাদিক খান ও আনোয়ারুজ্জামান চৌধুরীসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। পরে সাদিক খান সে ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, গত মে মাসে আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে দেখা করা তার জন্য ‘সত্যিকারের সম্মানের বিষয়’ ছিল। এটি ছিল লন্ডনের মেয়র নির্বাচনের আগে। সেই সাক্ষাতের সময়, আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছিলেন, ‘তিনি এক দশকেরও বেশি সময় ধরে খানের জন্য প্রচারণার কাজ করছিলেন।’ এই ব্যাপারে আনোয়ারুজ্জামানের সঙ্গে তার মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমটির অনুরোধে সাড়া দেননি। মূলত এই সাক্ষাতের পেছনে ছিল ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সম্পর্ক দৃঢ় করা ও নির্বাচনী সমর্থন জোগাড়ের লক্ষ্যে লেবার পার্টি ও আওয়ামী লীগের মধ্যে কয়েক দশকের সম্পর্কের ধারাবাহিকতা। ব্রিটেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্বাচনী আসনে প্রভাব ফেলতে বাংলাদেশি ভোটারদের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ। তবে, আওয়ামী লীগ পরিবারের কিছু সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং দলের সঙ্গে যুক্ত লেবার মন্ত্রী ও শেখ হাসিনার ভাতিজি টিউলিপ সিদ্দিকের সম্পর্ক, এই দীর্ঘ মেয়াদী বন্ধুত্বকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। বাংলাদেশি কমিউনিটির সঙ্গে লেবার পার্টির ঘনিষ্ঠ সম্পর্ক গত বছরের সাধারণ নির্বাচনে স্পষ্ট হয়েছিল। আওয়ামী লীগ-সমর্থিত কর্মীরা সে সময় ব্রিটেন জুড়ে লেবারের প্রচারণায় অংশ নিয়েছিলেন এবং টিউলিপ সিদ্দিকের প্রচার কার্যক্রমেও তাদের দেখা গেছে। ব্যাপারটি নিয়ে জানতে চাইলে সাভান্টা পোলস্টারের রাজনৈতিক গবেষণা পরিচালক ক্রিস হপকিন্সের জানান, লেবার পার্টি প্রবাসী ভোটারদের উপর তাদের প্রতিদ্বন্দ্বী দলগুলোর চেয়ে বেশি নির্ভরশীল। এই নির্ভরশীলতা লেবারকে নির্দিষ্ট সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে ও জোট তৈরি করতে বাধ্য করে। হপকিন্স বলেন, ‘ওয়েস্টমিনস্টারের রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে এই বিষয়টি খুব একটা প্রাধান্য পেতে নাও পারে। তবে, সংশ্লিষ্ট সম্প্রদায়ের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সঠিক হোক বা ভুল, লেবারকে হয়ত দায়িত্বহীনতার জন্য দোষী করা হবে।’

কানাডায় নিখোঁজ বাংলাদেশি তরুণীর মরদেহ মিললো সাগর সৈকতে

কানাডায় এক মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ বাংলাদেশি তরুণী নিধুয়া মুক্তাদিরের মরদেহ অন্টারিও’র পোর্ট ব্রুস বিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। ১৯ বছর বয়সী নিধুয়া ৩ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন। তিনি টরন্টোর ফানশাওয়ে কলেজে নার্সিংয়ে পড়তেন। নিধুয়া তার মা লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর সঙ্গে স্কারবারোর ক্রিসেন্ট টাউনে থাকতেন। নিধুয়ার মৃত্যুর খবরে কানাডায় বাংলাদেশিদের মধ্যে শোক নেমে আসে।

কনস্যুলেট জেনারেল দুবাইয়ে এনআইডির নিবন্ধন বন্ধ

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রমের কেন্দ্রীয় সার্ভারে কারিগরি ত্রুটির কারণে সোমবার (৬ জানুয়ারি) থেকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাইয়ে জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকবে। এদিন কনস্যুলেট জেনারেল এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রমের কেন্দ্রীয় সার্ভারে কারিগরি ত্রুটিজনিত কারণে ৬ জানুয়ারি ২০২৫ হতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাইয়ে জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে। নিবন্ধন কার্যক্রম চালু হলে পুনরায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে । সেবা প্রার্থীদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেছে কনস্যুলেট জেনারেল।

প্রবাসীদের জন্য সুখবর দিল সৌদি সরকার

সৌদিতে প্রবাসীদের ব্যবসা করতে বড় বাধা ছিল দেশটির আইন। আইনের বলে প্রবাসীরা নিজেদের সম্পদ দিয়ে আসত সৌদি নাগরিকদের। আবার অসাধু কিছু সৌদি নাগরিক প্রবাসীদের ব্যবসা নিজেদের দখলে নিতে পারতো যে কোনো সময়। এ ক্ষেত্রে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ পর্যন্ত পেত না প্রবাসীরা। এতে বাংলাদেশীরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হত। এ নীতিতে পরিবর্তন আনছে সৌদি সরকার। এখন থেকে আইনি সুবিধা পাবে প্রবাসীরা। গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইননতুন বিনিয়োগ আনতে সৌদি সরকার ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এতে সৌদি আরবে প্রবাসীদের জন্য উন্মুক্ত হয়েছে নতুন সম্ভাবনার দ্বার। এখন থেকে তারা তাদের নিজ নামেই ব্যবসা পরিচালনা করতে পারবেন। সৌদি আরব সরকার ২০১৫ সালের পর থেকে প্রবাসীদের কর্মক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনে। এতে প্রবাসী শ্রমিকদের জন্য বিশাল সুযোগের সৃষ্টি হয়। এ উদ্যোগ সৌদি আরবের অর্থনীতিকে শক্তিশালী করবে বলে মনে করে সরকার। ভিশন ২০৩০-এর আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কার শুরু করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। উপসাগরীয় দেশটি তার ‘ভিশন-২০৩০’-এর অধীনে বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে ‘গ্রিন সৌদি উদ্যোগ’। পাশাপাশি রয়েছে ‘ফিফা বিশ্বকাপ ২০৩৪’ আয়োজনের মতো মেগা প্রকল্প। ভিশন ২০৩০-এর আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কারও শুরু করেছেন সৌদি প্রিন্স।

মালয়েশিয়ায় পাসপোর্ট ও কনস্যুলার সেবার বিষয়ে নতুন সিদ্ধান্ত

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন পোস্ট অফিসের পাশাপাশি এবার দেশটির মেলাকা প্রদেশে ই-পাসপোর্ট আবেদন গ্রহণ, হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস ও কনস্যুলার সার্ভিস দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কাউন্সেলর টিমের অস্থায়ী কার্যালয় ইপোহ ও জোহর বাহরু থেকে পাসপোর্ট সংক্রান্ত সেবা গ্রহণ করার জন্য আগে থেকে অনলাইনে আবেদন করতে হবে। আগামী শনিবার (৪ জানুয়ারি) ও রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ইপোহ’-এর পেরাক দারুল রিজওয়ানের জালান রাজা ওমর সিতিওয়াংশা শাখার সিবিএল মানি ট্রান্সফার অফিস থেকে সরাসরি পাসপোর্ট ও কনস্যুলার সেবা নিতে পারবেন বাংলাদেশিরা। এ জন্য আগামী ১ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।’এছাড়া, আগামী ১১ জানুয়ারি সকাল সাড়ে নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত জোহর বাহরুর অগ্রণী রেমিট্যান্স হাউজ অফিস থেকে সরাসরি পাসপোর্ট ও কনস্যুলার সেবা নেয়া যাবে। এ জন্য তাদের ৮ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য অনলাইনে https://appointment.bdhckl.gov.bd/other এই ঠিকানায় অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। পাসপোর্ট ডেলিভারির জন্য বিদ্যমান পোস্ট অফিসের সার্ভিসটিও একইসঙ্গে চালু থাকবে। তবে, কাউকে একইসঙ্গে ডাকযোগে এবং অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ না করার জন্য অনুরোধ করা হয়েছে।কাউন্সেলর টিমের অস্থায়ী কার্যালয়ে উল্লেখিত সময়, স্থান ও তারিখে ই-পাসপোর্টের জন্য আবেদনপত্র দাখিল করা যাবে। ই-পাসপোর্ট আবেদনপত্র দাখিলের জন্য ‘এক্সপার্ট সার্ভিসেস এসডিএন বিএইচডি’র (ইএসকেএল) হেল্পলাইন নম্বর ০৩-৯২১২০২৬৭-এ কল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।কনস্যুলার সার্ভিসে যা যা থাকছে: পাসপোর্টে তথ্য সংশোধনী সংক্রান্ত পত্র, পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন চিঠিপত্র, পাসপোর্টের ফটোকপি সত্যায়ন, জন্ম নিবন্ধন সনদ সত্যায়ন, ট্রান্সফার অব রেসিডেন্স বা দেশ ত্যাগের/পরিবর্তনের প্রত্যয়ন পত্র, একাডেমিক সার্টিফিকেট বা শিক্ষা সনদ সত্যায়ন, ড্রাইভিং লাইসেন্সের সত্যায়ন ও প্রত্যয়নপত্র, আম-মোক্তারনামা বা পাওয়ার অব অ্যাটর্নি, পারিবারিক সম্পর্কিত পত্র বা রিলেশনশিপ লেটার, বৈবাহিক সনদ, নিকাহনামা ও ডিভোর্স পেপার সত্যায়ন, মালয়েশিয়ান নাগরিক বিবাহের ক্ষেত্রে অবিবাহিত সনদ সত্যায়ন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কপি সত্যায়ন- সব রকমের কাগজপত্র ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে অত্র কন্স্যুলার টিমের কাছে জমা করতে হবে। এছাড়া, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণ ও প্রবাসী স্কিম খোলার ব্যাপারে উদ্বুদ্ধকরণ ও গণশুনানিও এই সার্ভিসে থাকছে।

মোজাম্বিকে সংঘাতে দোকানপাট লুট, সরকারের সহায়তা চাইলেন বাংলাদেশিরা

আফ্রিকার পূর্বাঞ্চলের দেশ মোজাম্বিকে প্রেসিডেন্ট নির্বাচন ও এর ফলাফল নিয়ে সহিংসতায় দেশটিতে নৈরাজ্য দেখা দিয়েছে। চলমান রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও চীনসহ বিদেশিদের দোকানপাট আক্রান্ত হচ্ছে। বেশ কিছু বাংলাদেশির ব্যবসায় প্রতিষ্ঠানেও লুটও হয়েছে। তবে, এখন পর্যন্ত কোন বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি। চলমান নৈরাজ্যের কারণে সেখানে ব্যবসায়সহ বিভিন্ন কারণে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। জানমাল রক্ষায় তারা অন্তর্বর্তী সরকারের সাহায্য চেয়েছেন। মোজাম্বিকে অবস্থানরত কয়েকজন বাংলাদেশির সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। আল জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও দেশটিতে সংঘাত ও লুটপাটের খবর এসেছে। মোজাম্বিকের মেকানহেলা শহরে ব্যবসায় করেন চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার মোহাম্মদ রেদোয়ানুর রহমান। তার প্রতিষ্ঠানের নাম মমতাজ কমার্সিয়াল। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘এখানে প্রায় পাঁচ দশক ধরে ক্ষমতায় আছে ফ্রেলিমো নামে একটি দল। গত ৯ অক্টোবর এখানে নির্বাচন হয়। এতে জালিয়াতির অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু, সরকারপক্ষ সেটা নাকচ করে নিজেদের বিজয়ী ঘোষণা করে। এ নিয়ে বিতর্কের মধ্যে মোজাম্বিকের শীর্ষ আদালত ক্ষমতাসীন ফ্রেলিমো দলের ড্যানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করে। তখন এই ঘোষণা প্রত্যাখ্যান করে বিরোধী প্রার্থী ভেনানসিও মন্ডলানের সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন। পুলিশ-প্রশাসনের বড় অংশও বিক্ষোভকারীদের সঙ্গে এক হয়ে যায়। এরই সুযোগে দুর্বৃত্তরা বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালাচ্ছে।’ মোহাম্মদ রেদোয়ানুর রহমান আরো বলেন, ‘রাজধানী মাপুতোয় বিক্ষোভ ব্যাপক আকারে নিয়েছে। সেখানে ও তার আশপাশে লুটতরাজও চলছে নির্বিচারে। লুটপাট ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের কোন তৎপরতাই চোখে পড়ছে না। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাই, তারা যেন জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের মাধ্যমে আমাদের জন্য প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করেন।’ দক্ষিণ আফ্রিকার উত্তর-পূর্ব সীমান্তলাগোয়া দেশ মোজাম্বিকে কতজন বাংলাদেশি থাকেন, সে বিষয়ে স্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। তাছাড়া, সেখানে বাংলাদেশের কোন দূতাবাসও নেই। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ মিশন থেকে সেখানে যোগাযোগ রাখা হয়। ২০১৭ সালের প্রতিবেদন অনুসারে, দেশটিতে তখন বৈধভাবে তিন হাজার ৩৪৯ জন ভারতীয় ও এক হাজার ২৫৯ জন পাকিস্তানি ছিলেন। রেদোয়ানুর রহমানের মতে, প্রচুর বাংলাদেশিও দেশটিতে রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে মোজাম্বিক অবস্থানরত বাংলাদেশিদের দোকানপাট লুটপাটের ভিডিও শেয়ার করতে দেখা গেছে। রেদোয়ানুর রহমানের ভাই মোহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিরা প্রতিহিংসার শিকার হচ্ছি। আমরা এখানে দশ হাজারের বেশি বাংলাদেশি বসবাস করছি (সংখ্যা যাচাইকৃত নয়)। দেশের বিভিন্ন জেলার বাসিন্দা এখানে আছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও চীনসহ বিদেশিদের দোকানপাট, ঘরবাড়ি ও মিলকারখানায় হামলা চালিয়ে কৃষ্ণাঙ্গরা সব লুটপাট করেছে। অনেকে নিঃস্ব হয়ে গেছে। অনেকে পথে বসে গেছে। আমরা মানবেতর জীবনযাপন করছি। কেউ কেউ সেনা ক্যাম্পে আশ্রয় নিতে বাধ্য হয়েছি। যেন মৃত্যুর সামনে বসে আছি। জানি না এখন কী হয়। যেহেতু এখানে বাংলাদেশের দূতাবাস নেই, তাই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে জাতিসংঘের হস্তক্ষেপের মাধ্যমে সাহায্য চাই আমরা। ’ মোজাম্বিকে থাকা চট্টগ্রামের বাসিন্দা নিজাম উদ্দীন বলেন, ‘এখানে আমরা অসহায় হয়ে পড়েছি। একটা প্রদেশে ৯০ শতাংশের বেশি দোকানপাট লুটপাটের শিকার হয়েছে। আমরা খুব অসহায় হয়ে পড়েছি। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে মুহাম্মদ ইউনূস সরকারের কাছে সাহায্য চাই। ছাত্র সমন্বয়কসহ সবাই যেন উদ্যোগ নিয়ে আমাদের সহায়তায় এগিয়ে আসে।’ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যা বলছে: বুধবার (২৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) বিএম জামাল হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, ‘মোজাম্বিকে বাংলাদেশের কোন দূতাবাস নেই। দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ মিশন থেকে সেখানের বাংলাদেশিদের খোঁজখবর নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত সেখানে বাংলাদেশি নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, বাংলাদেশিদের বেশ কিছু ব্যবসায় প্রতিষ্ঠান-দোকানপাট ভাঙচুরও লুটপাট হয়েছে।’ সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।সংঘাতের সূত্রপাত যেভাবে: পর্তুগিজ উপনিবেশ থেকে ১৯৭৫ সালে স্বাধীনতা লাভ করা মোজাম্বিকে গত প্রায় পাঁচ দশক ধরে ক্ষমতায় ফ্রেলিমো। তাদের বিরুদ্ধে বিরোধীমত নিপীড়নের অভিযোগ দীর্ঘ দিনের। এর মধ্যে গত ৯ অক্টোবর সেখানে নির্বাচন হয়। এতে ব্যাপক কারচুপির অভিযোগ আনে বিরোধী দলগুলো। তবে, দারিদ্র্যপীড়িত মোজাম্বিকের শীর্ষ আদালত ক্ষমতাসীন ফ্রেলিমো দলের ড্যানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন। এর প্রতিবাদে বিরোধী প্রার্থী ভেনানসিও মন্ডলানের সমর্থকরা সোমবার (২৩ ডিসেম্বর) রাতে রাস্তায় নামেন। আন্দোলন রূপ নেয় সহিংসতায়। প্রতিবাদকারীরা পুলিশ স্টেশন, পেট্রোল স্টেশন ও ব্যাংকসহ বিভিন্ন স্থানে হামলা চালায়। সড়ক অবরোধ করে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। সংবাদ মাধ্যমের হিসাব অনুসারে, গত অক্টোবর থেকে চলমান সহিংসতায় ১৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে গত সোমবারই (২৩ ডিসেম্বর) প্রাণ হারিয়েছেন ২১ জন নিহত হয়েছেন। দুইজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন তাদের মধ্যে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোয়াল রোন্ডা মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে জানান, সোমবার মোট ২৩৬টি সহিংসতার ঘটনা ঘটেছে। যার ফলে ২৫ জন আহত হয়েছেন, এর মধ্যে ১৩ জন পুলিশ সদস্যও রয়েছেন।

মোজাম্বিকে রাজনৈতিক সংঘাত, বাংলাদেশিদের দোকানপাট লুট

পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে চলমান রাজনৈতিক সহিংসতায় বেশ কিছু বাংলাদেশিদের দোকানপাট লুটপাট হয়েছে। তবে, এখনো পর্যন্ত কোন বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি।বুধবার (২৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) বিএম জামাল হোসেন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। মোজাম্বিকের চলমান পরিস্থিতিতে সেখানের বাংলাদেশিদের অবস্থা জানতে চাইলে জামাল হোসেন বলেন, ‘মোজাম্বিকে বাংলাদেশের কোন দূতাবাস নেই। দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ মিশন থেকে সেখানের বাংলাদেশিদের খোঁজ খবর নেয়া হচ্ছে। এখনো পর্যন্ত সেখানে বাংলাদেশি নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, বাংলাদেশিদের বেশ কিছু ব্যবসায় প্রতিষ্ঠান ও দোকানপাট ভাঙচুরও লুটপাট হয়েছে।’ সেখানের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। এ দিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে মোজাম্বিক অবস্থানরত বাংলাদেশিরা নিজেদের দোকানপাট লুটপাটের ভিডিও শেয়ার করতে দেখা গেছে। প্রসঙ্গত, মোজাম্বিকে নির্বাচন পরবর্তী চলমান রাজনৈতিক সহিংসতায় সোমবার (২৩ ডিসেম্বর) ২১ জন নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোয়াল রোন্ডা মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে জানান, নিহতদের মধ্যে অন্তত দুইজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। তিনি জানান, সোমবার (২৩ ডিসেম্বর) মোট ২৩৬টি সহিংসতার ঘটনা ঘটেছে, যার ফলে ২৫ জন আহত হয়েছেন, এর মধ্যে ১৩ জন পুলিশ সদস্যও রয়েছে। মোজাম্বিকে গত ৯ অক্টোবরের অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনে বিরোধী দলগুলো। তবে, মোজাম্বিকের শীর্ষ আদালত ক্ষমতাসীন ফ্রেলিমো দলের ড্যানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করলে বিরোধী প্রার্থী ভেনানসিও মন্ডলানের সমর্থকরা সোমবার রাতে প্রতিবাদ শুরু করেন। প্রতিবাদকারীরা পুলিশ স্টেশন, পেট্রোল স্টেশন ও ব্যাংকসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে এবং সড়ক অবরোধ করেছে। টায়ার জ্বালিয়ে এবং রাস্তা বন্ধ করে দিয়েছে। মোজাম্বিকে গত অক্টোবর থেকে চলমান সহিংসতায় ১৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। মন্ডলান তার সমর্থকদের সামাজিক মাধ্যমে কঠিন সময়ের জন্য প্রস্তুতি নিতে বলেছেন এবং বলেছেন ‘বিজয় আমাদের সবার জন্য নিশ্চিত।’

ইতালিতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

ইতালি : ইতালিতে চিকিৎসাধীন অবস্থায় হেলাল উদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে ইতালির ভিচেন্সা শহরে একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার দেশের বাড়ি ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরায়।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে ইতালিতে স্বপরিবারে বসবাস করছিলেন। মৃত্যুকালে স্ত্রী, সন্তান, নাতীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার ও ভিচেন্সায় বাংলা কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।পরিবার সূত্রে জানা গেছে, আগামী শনিবার জানাজা শেষে তার লাশ বাংলাদেশে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বিজয় দিবস উদযাপন

১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদা ও উৎসবমূখর পরিবেশে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন নিউইয়র্কে বিজয় দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী ও পেশার প্রবাসী বাংলাদেশীরা এতে অংশ নেন। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। মুক্তিযুদ্ধে আত্ম-উৎসর্গকারী বীর শহীদগণ ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বীর শহীদদের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নিরবতা পালন ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পড়া হয়। এরপর অনুষ্ঠানে ঢাকা থেকে প্রাপ্ত ‘গণমূক্তি অনিবার্য’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসী বাংলাদেশীরা। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে একযোগে কাজ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি, জুলাই-আগস্ট অভ্যুথানের মাধ্যমে যে বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে, তার প্রতি একাত্মতা ঘোষণা করেন। সমাপনী বক্তব্যে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও দুই লাখ সম্ভ্রমহারা মা-বোনসহ সব বীর মুক্তিযোদ্ধার প্রতি এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের সূর্যসন্তানরা দেখেছিলেন, যে স্বপ্ন বাস্তবায়নে তারা অমূল্য প্রাণ উৎসর্গ করেছিলেন, তা বাস্তবায়নের সুযোগ তৈরি করে দিয়েছে ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থান।’ মুক্তিযুদ্ধের চেতনার সাথে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনার সামঞ্জস্য বর্ণনা করে আব্দুল মুহিত বলেন, ‘রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য নির্মূলের মাধ্যমে যে বাংলাদেশ সৃষ্টির স্বপ্নে বীর মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলেন, সেই একই প্রেরণায় ২০২৪ সালের গণঅভ্যুত্থান হয়েছে।’ তিনি গণঅভ্যুথানের উত্তাল সময়ে প্রবাসী বাংলাদেশীদের সমর্থন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা গণঅভ্যুত্থানকে বেগবান করতে তাদের অবদান স্বরণ করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। আব্দুল মুহিত গণঅভ্যুথানের চেতনায় অদম্য বাংলাদেশ ২.০ গড়ে তোলার জন্য সব প্রবাসী বাংলাদেশীকে একযোগে কাজ করার আহ্বান জানান। নানা ধরনের চড়াই-উতরাই পেরিয়ে সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন সূচকে বাংলাদেশ এগিয়ে চলেছে মন্তব্য করে তিনি বলেন, ‘অর্থনৈতিক যে সংকট সৃষ্টি হয়েছিল, তা মোকাবেলায় ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার সাফল্য দেখিয়েছে।’ এ বিষয়ে তিনি প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে অবদান রাখার জন্য ধন্যবাদ জানান। এই মুহুর্তে, জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যে সব সমস্যার সম্মুখীন হচ্ছে, তা মোকাবেলায় সকলের একতাবদ্ধ থাকার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

অস্ট্রেলিয়ায় বিজয় দিবস উদযাপন

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বিজয় দিবস উদযাপিত হয়। সোমবার (১৬ ডিসেম্বর) প্রবাসী বাংলাদেশি ও হাইকমিশনের সদস্যরা দেশাত্মবোধক গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন। এছাড়া শিশু শিল্পীরা কবিতা ও গান পরিবেশন করে।এর আগে, সকালে বাংলাদেশ হাইকমিশন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন চার্জ ডি অ্যাফেয়ার্স ড. মো. দেওয়ান শাহরিয়ার ফিরোজ। এ সময় মহান মুক্তিযুদ্ধ এবং গত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয়। মহান বিজয় দিবসে আলোচনাকালে চার্জ ডি অ্যাফেয়ার্স গত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বীর শহীদদের স্বপ্ন বাস্তবায়নে বৈষম্যমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়তে দেশে ও বিদেশে অবস্থানরত সব বাংলাদেশিকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরেন। এসব অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

দুবাইয়ে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যথাযোগ্য মর্যাদায় রবিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উদযাপন করেছে। কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান। এরপর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের স্মরণে এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধির কামনা করে মোনাজাত ও দোয়া করা হয়। সন্ধ্যায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। এ সময় মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণীসমূহ পাঠ করে শোনান কনস্যুলেটের কর্মকর্তারা। দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান সকল মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং উপস্থিত সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। তিনি মহান বিজয় দিবসে স্বাধীনতার সুফল জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার আহবান জানিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহবান জানান। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপগুলোর উপর আলোকপাত করে কনসাল জেনারেল একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমিরাতে বসবাসরত প্রবাসীদের সক্রিয় ভুমিকা রাখার জন্য আহবান জানান। এছাড়াও, তিনি সরকারী ও কনস্যুলার সেবা সহজীকরণের জন্য কনস্যুলেটের অব্যাহত প্রচেষ্টা সম্পর্কে অবহিত করেন। এরপর মহান বিজয় দিবস উপলক্ষ্যে কনস্যুলেট আয়োজিত একটি সাংস্কৃতিক পরিবেশনায় কনস্যুলেট পরিবারের সদস্যরা এবং স্থানীয় স্কুলের শিক্ষার্থীরা সমবেত সঙ্গীত, দেশাত্মবোধক গান, কবিতা ও নৃত্যে অংশগ্রহণ করেন। বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সকল কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বাংলাদেশী কমিউনিটির নেতারা ও গণ্যমান্য ব্যক্তিরা এবং সাংবাদিক ও মিডিয়াকর্মীসহ বিপুল সংখ্যক দর্শক বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন।