ইতালিকে ৩-১ গোলে হারাল ফ্রান্স


News Defalt/Italy franc8).jpeg

ঘরের মাঠে বিবর্ণ দেখা গেল ইতালিকে। প্রতিশোধের নেশায় ছুটছিল ফ্রান্স।

সাফল্যও পেল তারা। শুরুতেই দলকে এগিয়ে নেন আদ্রিয়ান রাবিওত। পরে আরও একটি গোল করে দলকে জিতিয়ে গ্রুপসেরা করে ছাড়েন মাঠ। নেশন্স লিগের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে গতকাল রাতে ইতালিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। শুরুতেই দলকে রাবিওত তাদের এগিয়ে নেওয়ার পর ইতালির আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে। তবে প্রথমার্ধে এক গোল শোধ দেয় তারা। বিরতির পর আরও এক গোলের দলের জয় নিশ্চিত করেন রাবিওত।

প্রতিপক্ষের মাঠে শুরুতেই এগিয়ে যায় ফরাসিরা। দ্বিতীয় মিনিটে দিনিয়ের কর্নার থেকে উড়ে আসা বল হেডে লক্ষ্যভেদ করেন রাবিওত। নবম মিনিটে প্রথম সুযোগ পায় ইতালি। তবে নিকোলো বারেল্লার শট সহজেই ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক।  

৩৩তম মিনিটে ভুল করে বসে ইতালি। দিনিয়ের ফ্রি-কিকে বল ক্রসবারে লেগে ভিকারিওর পিঠে পড়ে জালে চলে যায়। ফলে ব্যবধান দ্বিগুণ হয় ফরাসিদের। তবে দুই মিনিট পরই গোল পায় ইতালি। দিমার্কোর ক্রস থেকে ভলিতে ঠিকানা খুঁজে নেন কাম্বিয়াসো।

বিরতির পর সমতায় ফেরার চেষ্টা করে ইতালি। তবে সেটি আর হয়ে ওঠেনি। উল্টো ফ্রান্সের ব্যবধান বাড়ান রাবিওত। ৬৫তম মিনিটে দিনিয়ের ফ্রি কিক থেকে আসা বল হেডে জালে পাঠান তিনি। এই গোলেই জয় নিশ্চিত করে ফ্রান্স।

৬ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে লিগ ‘এ’র গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকা ইতালি দুইয়ে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×