পাকিস্তানে বিশ্বকাপ খেলতে যাবে না ভারতের দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেট দল


2024-Novemer 18/Blind Cricet.jpg

পাকিস্তানের মাটিতে আগামী বছর অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ এখন পর্যন্ত শঙ্কায়। নিরাপত্তা ইস্যুর অজুহাত দেখিয়ে ভারত আপত্তির কারণেই এ সংকট তৈরি হয়েছে। সরকার অনুমতি না দেয়ায় এবার বিশ্বকাপ থেকেও নাম সরিয়ে নিলো ভারত। পাকিস্তানের মাটিতে দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে না ভারতের দৃষ্টিহীন ক্রিকেট দল। বিশ্বকাপের আসর থেকে দল প্রত্যাহার করে নিয়েছে তারা।

বুধবার (২০ নভেম্বর) ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর ব্লাইন্ড ইন ইন্ডিয়া (সিএবিআই) দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপের চতুর্থ আসর থেকে দল প্রত্যাহারের ঘোষণা দেয়। বিশ্বকাপ খেলতে পাকিস্তানে ভ্রমণের জন্য ভারত সরকারের অনুমতি না পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে তারা।

আগামী ২২ নভেম্বর পাকিস্তানে দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপ মাঠে গড়াবে। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।

সিএবিআই বিবৃতিতে জানায়, ‘যদিও এটা হতাশার, সিএবিআই সরকারের সিদ্ধান্তকে সম্মান জানায় এবং সেই কারণেই এ সিদ্ধান্ত গ্রহণ। এ দলটি কঠোর অনুশীলন করেছে ও প্রতিযোগিতার জন্য মুখিয়ে ছিল। যাই হোক, আমরা সরকারের নির্দেশনাকে অগ্রাধিকার দিচ্ছি ও দৃষ্টিহীনদের ক্রিকেটের জন্য আমাদের দৃঢ় প্রচেষ্টা ও দায়বদ্ধতা অটুট থাকবে।’

ভারতের দৃষ্টিহীন ছেলে দলের অধিনায়ক দুর্গা রাও টম্পাকি বলেন, ‘সামনেই আরো একটি বিশ্বকাপ এবং আমরা আমাদের অনুশীলন ও প্রস্তুতি চালিয়ে নিতে দায়বদ্ধ।’

চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক ১০০ দিন পূর্বে ভারত এমন সিদ্ধান্তের কথা জানাল। গেল ৯ নভেম্বর বিসিসিআই আইসিসিকে জানিয়েছে, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না- ভারত সরকারের পরামর্শেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছিল।

দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপের পূর্বের তিন আসর ভারতে অনুষ্ঠিত হয়েছিল। যার প্রথম দুইটিতে পাকিস্তানকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সবশেষ আসরেও ভারত চ্যাম্পিয়ন হয়েছে। তবে, এবার ফাইনালে তারা বাংলাদেশকে হারায়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×