বিসিবির ২০ লাখ টাকার চেক পেল সাফজয়ী মেয়েরা


2024-Novemer 18/BCB Saff.jpg

সাফ চ্যাম্পিয়নশীপে শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রতিশ্রুত ২০ লাখ টাকার চেক দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে চেকটি তুলে দেন সভাপতি ফারুক আহমেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, ফাহিম সিনহা ও জাতীয় নারী ফুটবল দলের ম্যানেজার মাহমুদা আখতার। 

গেল অক্টোবরে নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে স্বাগতিকদের ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় বারের মত শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশ। সাবিনার নেতৃত্বে বাংলাদেশ দল দেশে ফেরার পর বিসিসি পুরো দলকে ২০ লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছিল। 

সেই অর্থই বুধবার (২০ নভেম্বর) দেয়অ হল।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×