সাফজয়ী ঠাকুরগাঁওয়ের তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের সংবর্ধনা


2024-Novemer 18/Takurgaon Saff.jpg

নিজ জেলা ঠাঁকুরগাওয়ে উষ্ণ সংবর্ধনায় সিক্ত হয়েছে সাফ চ্যাম্পিয়শীপ বিজয়ী বাংলাদেশ নারী দলের তিন খেলোয়াড় স্বপ্না রানী, কোহাতি কিসকু ও সাগরিকা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলার প্রশাসক ইশরাত ফারজানা নিজ কার্যালয়ে তিন ফুটবলারকে সংবর্ধিত  করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম।

জেলার প্রশাসক নারী ফুটবলারদের সফলতার গল্প শুনেন এবং একইসাথে তাদের পাশে থাকার আশ্বাসও দেন।

টানা দ্বিতীয় বার সাফ নারী চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়েছে বাংলাদেশ। অক্টোবরে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ফাইনালে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। সেই দলেই খেলেছেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির স্বপ্না রানী, সাগরিকা ও কোহাতি কিসকু।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×