১৯ গোলে বিধ্বস্ত হল বাংলাদেশ


30 November/Ban Chin hockey.jpg

ওমানের মাসকটে চলমান অনূর্ধ্ব-২১ নারী এশিয়া কাপ হকিতে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে ১৯-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল চীনের দাপট। 

প্রথম কোয়ার্টারেই চীন ছয় গোল করে শুরু করে। দ্বিতীয় কোয়ার্টারে আরও চার গোল করে ড্রেসিংরুমে ফেরে। তৃতীয় কোয়ার্টারে চার গোলের পাশাপাশি শেষ কোয়ার্টারে পাঁচ গোল করে ম্যাচ শেষ করে ১৯-০ ব্যবধানে। ম্যাচজুড়ে বাংলাদেশের খেলোয়াড়দের চীনের আক্রমণ ঠেকাতে হিমশিম খেতে দেখা যায়।  

এটি বাংলাদেশের নারী হকি দলের প্রথম এশিয়া কাপ অংশগ্রহণ। জুন মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এএইচএফ কাপে রানার্সআপ হয়ে আসরটি নিশ্চিত করেছিল দলটি। তবে, এশিয়ার শীর্ষ দলগুলোর সঙ্গে তাদের পার্থক্য প্রথম ম্যাচেই স্পষ্ট হয়ে উঠেছে।

কাল রোববার (৮ ডিসেম্বর) বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। এই ম্যাচেও বড় ব্যবধানের লড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

নারীদের এই পরাজয়ের আগে অনূর্ধ্ব-২১ যুব এশিয়া কাপে বাংলাদেশের পুরুষ দল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। বিশ্বকাপ নিশ্চিত করার পাশাপাশি পঞ্চম স্থান অর্জন করেছে তারা। পুরুষদের এই সাফল্যের পটভূমিতে নারীদের এত বড় পরাজয় ভিন্ন চিত্র উপস্থাপন করেছে।  

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×