ভারতকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন, যুব ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন


30 November/Younos.jpg
মুহাম্মদ ইউনূস

ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয় বারের মত এশিয়া কাপ জয়ের গৌরব অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

রোববার (৮ ডিসেম্বর) অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘বিজয়ের মাসে আন্তর্জাতিক বিজয়ের জন্য গর্বিত জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।’

উল্লেখ্য, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৮ ডিসেম্বর) ফাইনাল ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় ভারত। ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে বাংলাদেশের ব্যাটাররা খুব বেশি ভাল কিছু উপহার দিতে পারেননি। ৪৯ দশমিক এক ওভারে ১৯৮ রান করে অলআউট হয়ে যায়।

উত্তর দিতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে কোনঠাসা হয়ে যায় ভারতও। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত ৩৫ দশমিক দুই ওভারে ১৩৯ রানে অলআউট হয় ভারতীয় যুব ক্রিকেট দল এবং সে সঙ্গে টানা দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হল বাংলাদেশের যুবারা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×