৩২১ করেও হারের পর মিরাজ যা বললেন


News Defalt/mehidy_miraz_bangladesh_20241211_105857195_20241213_110832008.jpg

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরেই সিরিজ হেরেছিল বাংলাদেশ। গতকাল তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিল ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে। আগে ব্যাট করতে নেমে ৩২১ রানের সংগ্রহও গড়েছিলেন মেহেদী মিরাজরা। তবে তিনশর উপরে রান করেও জয়ে ফিরতে পারেনি লাল-স্পবুজের দল, ২৫ বল হাতে রেখে ৪ উইকেটের দাপুটে জয়ে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা।

এদিকে ৩২১ রান ডিফেন্ড করতে নেমে বাংলাদেশের বোলাররা শুরুটা করেছিলেন ভালোই। ৮৬ রান করতেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল ক্যারিবীয়রা। তবে শেষ পর্যন্ত কিসি কার্টির ৯৫ এবং আমির জ্যাঙ্গোর ১০৪ রানের ইনিংসে ৪ উইকেটে হারে বাংলাদেশ।

এই হারের পর কারণ হিসেবে মেহেদী মিরাজ বলেন, ‘আমরা বোলিংয়ে আরও ভালো করতে পারতাম এবং মাঝের ওভারগুলোয় আমরা উইকেট নিতে পারিনি—এটাই ছিল আমাদের জন্য সমস্যা।’

মিরাজ আরও বলেন, ‘আমাদের বোলারদের জন্য খুব কঠিন দিন ছিল। ব্যাটাররা ভালো করেছে। আমরা ভালো জুটি পেয়েছি। সৌম্য, জাকের ও মাহমুদউল্লাহ- সবাই ভালো করেছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×