টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর এবার শাস্তি পেল পাকিস্তান


Jan 2025/Pakistan.jpg

কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্লো ওভার রেটের কারণে পাকিস্তানকে জরিমানা করা হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী পাঁচ পয়েন্ট কেটে নেয়া হয়েছে পাকিস্তানের। একই সঙ্গে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সংবাদ ইএসপিএনের।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দ্বিতীয় টেস্টে পাকিস্তান দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটে পরাজিত হওয়ার পর তাদের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ ওঠে। পাকিস্তান পাঁচটি কম ওভার বল করেছিল, যার কারণে এই শাস্তি প্রযোজ্য হয়।

আইসিসির ১৬.১১.২ নিয়ম অনুযায়ী, প্রতিটি কম করা ওভারের জন্য দলের পয়েন্ট কাটা হয় এবং স্লো ওভার রেটের জন্য পাঁচ পয়েন্ট কাটা হয়।

অনফিল্ড আম্পায়ার কুমার ধর্মাসেনা এবং নিতিন মেনন, তৃতীয় আম্পায়র অ্যালেক্স ও চতুর্থ আম্পায়র স্টেফেন হারিস স্লো ওভারের অভিযোগ করেছেন। পরবর্তী ম্যাচ রেফারি এমিরেটস আইসিসি এলিট প্যানেলের রিচি রিচার্ডসন এই শাস্তি মঞ্জুর করেন। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদও এ শাস্তি মেনে নিয়েছেন।

এই জরিমানা শেষে পাকিস্তানের বর্তমান পয়েন্ট ২৪ দশমিক ২৪, যা এখনো ওয়েস্ট ইন্ডিজের সমান।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×