কালকিনিতে নিখোঁজের চার দিন পর ডোবা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
- মাদারীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:১৩ পিএম, ২৮ জানুয়ারী ২০২৫

মাদারীপুর জেলার কালকিনি উপজেলা নিখোঁজের চার দিন পর ডোবা থেকে মোছা. হিরন নেছা (৬৮) নামের বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জানুয়ারী) সন্ধ্যায় পৌর এলাকার রাজদী গ্রামের একটি ডোবা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত হিরন নেছা পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামের কালাম মৃধার স্ত্রী।
নিহতের পরিবারের সদস্যরা জানান, গত চার দিন পূর্বে হিরন নেছা তার স্বামী বাড়ি থেকে নিখোঁজ হয়। মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজন ডোবার মধ্যে হিরন নেছার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে কালকিনি থানা পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’