পিটার বাটলার কোচ থাকলে খেলবেন না সাবিনারা


Jan 2025/Sabina.jpg

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে বড় অস্বস্তিতেই পড়েছেন পিটার বাটলার। চ্যাম্পিয়ন এই কোচের বিরুদ্ধে রীতিমত বিদ্রোহ ঘোষণা করেছেন নারী ফুটবল দলের কয়েকজন সিনিয়র খেলোয়াড়।

সাবিনা খাতুনসহ সেই সিনিয়র ফুটবলাররা বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের নিচে মাঠে নেমে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। সেখানে সাফ জানিয়েছেন, বাটলার কোচ থাকলে তারা খেলবেন না।

পিটার বাটলারের অধীনে এমনিতেই অনুশীলন করছেন না সাবিনারা, জিমেও যাচ্ছেন না। যদিও বাফুফে কঠোর অবস্থান নিয়েছিল। জানিয়েছিল, খেললে বাটলারের অধীনেই খেলতে হবে।

তবে সাবিনারা তাদের সিদ্ধান্তে অনড়। বৃহস্পতিবার তারা জানিয়েছেন, বাফুফের সভাপতি তাবিথ আউয়াল দেশে ফিরলে তার সঙ্গে বসবেন নারী ফুটবলাররা। যদি এই কোচকে রেখে দেওয়ার সিদ্ধান্তই বহাল থাকে, তবে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাবেন বিদ্রোহ করা ফুটবলাররা।

সমস্যাটা শুরু হয়েছিল গত অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীনই। নেপালের কাঠমান্ডুতে নারী ফুটবলারদের কয়েকজন কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, তিনি নাকি সিনিয়রদের পছন্দই করেন না। সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশ আসার পর এক সিনিয়র ফুটবলার তো গণমাধ্যমকে বলেছিলেন, পিটার বাটলার কোচ থাকলে তিনি ক্যাম্পেই উঠবেন না।

দলের সিনিয়র কয়েকজন জোট বেঁধেছিলেন, পিটারকে তারা চান না। বাফুফে সেই পিটার বাটলারকে নারী ফুটবল দলের প্রধান কোচ হিসেবেই রেখে দিয়েছে এবং নতুন চুক্তি করেছে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×