চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা সরাসরি দেখবেন যেভাবে
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০২:০৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে ফিরছে ৮ বছর পর। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে আট দলের এই ওয়ানডে প্রতিযোগিতা। এই টুর্নামেন্ট সরাসরি সম্প্রচারের ব্যাপারে বিস্তারিত জানিয়েছে আইসিসি।
১৯ দিনের এই আয়োজন হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। কেবল ভারতের সব গ্রুপ ম্যাচই হবে দুবাইয়ে। প্রথম দিনে পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। পরের দিন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে।
সবগুলো ম্যাচই ৮০টিরও বেশি দেশ থেকে ভক্তরা সরাসরি উপভোগ করতে পারবেন। আইসিসি ম্যাচ সেন্টার হয়ে ফ্রি অডিও শোনা যাবে। এছাড়া আইসিসি ক্রিকেট ডটকমে বল বাই বল কমেন্ট্রি দেখতে পাবেন ভক্তরা।
বাংলাদেশে নাগরিক টিভি ও টি স্পোর্টস পুরো টুর্নামেন্ট টিভিতে সম্প্রচার করবে। এছাড়া টফি অ্যাপ ও ওয়েবসাইটেও দেখা যাবে।
রেডিও স্বাধীন ৯২.৪ ও রেডিও ভূমি ৯২.৮ থেকে সরাসরি জানা যাবে প্রতিটি ম্যাচের খবরাখবর।