কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানের হার
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১০:২৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

দুবাইতে আগের ম্যাচে বাংলাদেশের ২২৯ রানের লক্ষ্যে নেমে ভারত বেশ ভুগেছিল। পাকিস্তানকে তারা পাত্তাই দিলো না। বিরাট কোহলির চারে ভারতকে তো জিতিয়েছেনই, হয়েছে ৫১তম সেঞ্চুরি।
২৪২ রানের লক্ষ্য সহজ করে ফেলে ভারত। কোহলি হাফ সেঞ্চুরি করেছেন। ২৭তম ওভারের প্রথম বলে নাসিম শাহকে চার মেরে পঞ্চাশ পার করেন তিনি। পাকিস্তান হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের দ্বারপ্রান্তে।
৩০তম ওভারের শেষ বলে খুশদিল শাহ আবারও ক্যাচ ছাড়েন। এবার জীবন পান শ্রেয়াস আইয়ার। তার আগে শুবমান গিল ৩৫ রানে একই পজিশন মিড উইকেটে পাকিস্তানি ফিল্ডারের হাত ফসকে জীবন পান।
২৪২ রানের লক্ষ্য দিয়ে বোলিংয়ে ভালো শুরুর বিকল্প ছিল না পাকিস্তানের সামনে। পঞ্চম ওভারে তারা রোহিত শর্মাকে ফিরিয়ে ভারতের ৩১ রানের উদ্বোধনী জুটি ভাঙে। ১৫ বলে ২০ রান করে শাহীন শাহ আফ্রিদির বলে বোল্ড হন ভারতের অধিনায়ক। তারপর পাওয়ার প্লেতে অপ্রতিরোধ্য ব্যাটিং করেন বিরাট কোহলি ও শুবমান গিলের জুটি। ৬৯ রানে ভাঙে এই জুটি। গিল ৫২ বলে ৪৬ রান করে আবরার আহমেদের বলে বোল্ড হন।
প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৪ রান যোগ করে ভারত শক্ত অবস্থান নিয়েছে। ১১তম ওভারে গিলকে প্যাভিলিয়নে পাঠানোর সুযোগ এসেছিল পাকিস্তানের। হারিস রউফের চতুর্থ বলে মিডউইকেটে খুশদিল শাহের হাত ফসকে জীবন পান ভারতীয় ওপেনার। ৩৫ রানে জীবন পান তিনি।
এর আগে ভারত পাকিস্তানকে ২৪১ রানে অলআউট করে। ৪৭ রানে ২ ওপেনারকে হারানোর পর মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের ১০৪ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু এই জুটি ভাঙতেই বড় ধাক্কা খায় তারা। কুলদীপ যাদব ও হার্দিক পান্ডিয়ার ঘূর্ণিতে ইনিংসের দুই বল বাকি থাকতে সব উইকেট হারায় রিজওয়ানের দল।