চ্যাম্পিয়ন্স লিগে গোলের রেকর্ড লাউতারো মার্টিনেজের
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৫:২৬ পিএম, ০৬ মার্চ ২০২৫

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এক পা দিল ইন্টার মিলান। শেষ ষোলোর প্রথম লেগে ফেইনুর্দের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে ইন্টার মিলান। নেরাজ্জুরিদের হয়ে গোল দুইটি করেন মার্কাস থুরাম ও লাউতারো মার্টিনেজ। এই ম্যাচে গোল করে ইন্টার মিলানের ইতিহাসে নিজের জায়গাটা আরও পোক্ত করেছেন লাউতারো। নেরাজ্জুরিদের হয়ে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন তিনি।
গতকাল বুধবার (৬ মার্চ) রাতে ফেইনুর্দের মাঠে মার্কাস থুরামের গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। ৫০ মিনিটে লাউতারো মার্টিনেজ জয়সূচক গোল করেন।
এই গোল করেই চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ইন্টার মিলানের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন লাউতারো। ১৮ গোল নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন ক্লাবের কিংবদন্তি সান্দ্রো ম্যাজ্জোলাকে।
পিতর জিলেনস্কির বানিয়ে দেয়া বল ডান দিকের টপ কর্নার দিয়ে জালে পাঠান তিনি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ গোল করেছেন এই আর্জেন্টাইন, চলতি চ্যাম্পিয়ন্স লিগে ষষ্ঠ।
সব মিলিয়ে ইন্টার মিলানের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ গোলের মালিক ২৭ বছর বয়সী লাউতারো। ৩১৯ ম্যাচে ১৪৬ গোল করেছেন তিনি। ১৬২ গোল নিয়ে তার ওপরে আছেন সান্দ্রো ম্যাজ্জোলা। ইন্টার মিলানের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা গিউসিপ্পে মিয়াজ্জা করেছেন ২৮৪ গোল। ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক হতে পারবেন লাউতারো?