আইসিসির পোস্টে মিরাজের নাম ‘মেহেদী হাসান রাজা’
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৪:৫৭ পিএম, ০৭ মার্চ ২০২৫
প্রায় এক দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়ে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে। অথচ এত দিন পরে এসেও তাকে ভুল নামে সম্বোধন করছে আইসিসি।
গত বুধবার (৫ মার্চ) পুরুষদের ওয়ানডে র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করে আইসিসি। আর সে হালনাগাদ থেকে অফিশিয়াল ফেসবুক পেজে তারা ওয়ানডে ফরম্যাটের সেরা ১০ ব্যাটার, বোলার ও অলরাউন্ডারের তালিকা প্রকাশ করে।
যেখানে অলরাউন্ডারদের তালিকায় চোখ রাখলে একটি নাম নিয়ে দ্বিধায় পড়বেন যে কেউই। দেশের পতাকা আর নামের শুরুটা ঠিক থাকলেও শেষটায় ভুল করে বসে সংস্থাটি। ২৪৮ রেটিং নিয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের চারে থাকা মেহেদী হাসান মিরাজের জায়গায় তারা লিখেছে মেহেদী হাসান রাজা।
কারোরই বুঝতে সমস্যা হওয়ার কথা নয়, আইসিসি নামটি গুলিয়ে ফেলেছে জিম্বাবুয়ের সিকান্দার রাজার সঙ্গে। যিনি মিরাজের ঠিক উপরেই আছেন।
তবে সে পোস্টে ভুল ধরিয়ে মন্তব্যের ঘরে ঝড় উঠলে আইসিসি সেটি সংশোধন করেনি। দুই দিন পরেও তাদের ফেসবুক পেজে দেখা যাচ্ছে ‘মেহেদী হাসান রাজা’ নামটি।