টি-টোয়েন্টির অধিনায়ক থাকছেন না শান্ত, বিদায় সংবর্ধনা পাবেন মুশফিক


March 2025/Shanto Mushfique.jpg

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর সাকিব আল হাসান অধিনায়কত্ব ছাড়লে তিন ফরম্যাটের নেতৃত্ব তুলে দেয়া হয় নাজমুল হোসেন শান্তর হাতে। অধিনায়কত্বের শুরুটা ভালো হলেও ধীরে ধীরে নিজের ফর্মের জন্য সমালোচিত হতে শুরু করেন শান্ত। বিশেষ করে সাদা বলে তার ধারাবাহিকতা এবং স্ট্রাইক রেট নিয়ে সবসময়ই প্রশ্ন উঠেছে।

এবার শান্তকে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। শনিবার (৮ মার্চ) বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই তথ্য জানিয়েছেন।  
 
শান্তর নেতৃত্বে গত বছর টি-20 বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ। সেমিফাইনালে যাওয়ার কিছুটা সম্ভাবনা তৈরি করতে পারলেও ব্যর্থতা নিয়েই সে বিশ্বকাপ শেষ করতে হয়েছে টাইগারদের। সমালোচনার মুখে বিশ্ব আসর থেকে দেশে ফিরেই নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন শান্ত। তবে বিসিবির অনুরোধে সেটা আর করতে পারেননি।
 
আলাদা করে টি-টোয়েন্টির কথা বলায় ওয়ানডে ও টেস্টের অধিনায়ক হিসেবে শান্তই থাকছেন বলে ধারণা করা যাচ্ছে। চলতি সপ্তাহেই টি-২০ অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বোর্ডের প্রধান।
 
নতুন অধিনায়ক চূড়ান্ত করার ব্যাপারে ফারুক আহমেদ বলেন, ‘আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগির জানা যাবে। ইতোমধ্যে দুই একজন টি-টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে নয়। এ রকম কাউকে আমরা চেষ্টা করব।'
 
এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পর দেশে ফিরে ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। টি-টোয়েন্টিকে বিদায় বলেছিলেন আরও আগে। অর্থাৎ এই ওয়ানডের অবসরে সাদা বলের ফরম্যাটে যাত্রা শেষ হয়েছে তার।
 
সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন মুশফিক। এই দুই ফরম্যাটে অসংখ্য ঐতিহাসিক জয়ের সঙ্গী তিনি। দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই তারকার সেই ক্যারিয়ারকে স্মরণীয় করে রাখতে তার জন্য বিদায় সংবর্ধনার আয়োজন করবে বিসিবি। এই তথ্যটিও নিশ্চিত করেছেন বিসিবির প্রধান। 
 
ফারুক আহমেদ বলেন, ‘এটি একটি স্বাভাবিক ঘটনা। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে তিনি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ ছিলেন। ২০০৫ সালে ইংল্যান্ড সফর থেকে শুরু করে তিনি দেশের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিসিবি তার অসামান্য অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে এবং আমরা পরিকল্পনা করছি তাকে যথাযথভাবে সংবর্ধনা দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখার।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×